Posts
Showing posts from March, 2020
Show all
দেশ দুনিয়া নিউজ করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৪১ হাজার, যুক্তরাষ্ট্রে গত একদিনে ৭৭০ জন দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আজ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ৩৮ হাজার ৬১ জন। আর মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৬ হাজার ১৭১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক মারা গেছেন যুক্তরাষ্ট্রে। জানা যায় মৃত্যু হয়েছে অন্তত ৭৭০ জন। এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি। এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক। করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৪১ হাজার, যুক্তরাষ্ট্রে গত একদিনে ৭৭০ জন d...
দেশ দুনিয়া নিউজ মানব সেবায় এক অনন্য নাম ‘গাজী ইয়াকুব’ বিশেষ প্রতিবেদক: সালাহুদ্দীন আইয়ুবী মানব সেবায় এক অনন্য নাম গাজী ইয়াকুব । যখনই কোন ব্যক্তি, পরিবার বা সমাজ বিপদগ্রস্ত হয়, তখনই নিজের সাধ্যমত ছুটে যান এ আলেমেদ্বীন। রোহিঙ্গা ইস্যুতে যিনি নিজেকে সর্বাত্মক উৎসর্গ করেছিলেন। লক্ষ লক্ষ রোহিঙ্গা যাঁর সাহায্য পেয়েছিলেন চরম বিপদের মূহুর্তে। রোহিঙ্গা ইস্যুতে তাঁর নামটি লেখা থাকবে ইতিহাসের পাতায় পাতায়। ডেঙ্গু ইস্যুতে তিনি ঢাকার অলিগলিতে ঘুরে ঘুরে ডেঙ্গু নিধনে কাজ করেছিলেন। যা সে সময়ে ছিলো চোখে পড়ার মত। মিরপুর বস্তি পুড়ে যাওয়ার ঘটনায় বস্তিবাসিদের একটু মাথাগোঁজার মত ব্যবস্থা করতে যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছিলেন তিনিই সেই আলেমে দ্বীন গাজী ইয়াকুব। সম্প্রতি সময়ে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে হিফাযত করতে ঘুমকে হারাম করেছেন। দৌড়ঝাঁপ করছেন করোনা থেকে দেশ ও সমাজের মানুষকে বাঁচাতে। নিস্বার্থ এ মানবসেবী মানুষটি আজ যদি আলেম না হয়ে ভার্সিটি পড়ুয়া হতেন, তাহলে হয়তো তাঁর নামটি পত্রিকায় পত্রিকায় ছেয়ে যেতো। বাঙ্গালী জাতি হয়তো তাকে জাতীয় পুরস্কার দিয়ে ধন্য করতে ব্যাস্ত হয়ে পড়তো। কিন্তু আফসোস এ জাত...
দেশ দুনিয়া নিউজ লালবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ বিতরণ বিশেষ প্রতিবেদক: আতাউল্লাহ কবীর ভুইয়া আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালবাগ থানা শাখার উদ্যোগে দুস্থ, দরিদ্র মানুষদের ত্রাণ বিতরণ করা হয়। অসহায় অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন লালবাগ থানা শাখার নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণ কার্যক্রমে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাইর আহ্বানে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়িতে থাকা অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সহায়তার জন্যে আমরা এগিয়ে এসেছি। নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই বলেছেন দুর্যোগ ও মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। সামর্থ্যবান প্রত্যেককে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট-দুর্দশা কিছুটা হলেও কমিয়ে আনতে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই তাহলে সমাজে কোনো অসঙ্গতি থাকবে না। আমাদের উপর আল্লাহর খাস রহমত বর্ষিত হবে, আমরা এ সকল আজাব গজব থেকে অচিরেই মুক্তি পাবো। নেতৃবৃন্দ আরো বলেন, পীর সাহেব...
দেশ দুনিয়া নিউজ করোনা ইস্যুতে মুফতি আবদুল মালেক হাফিযাহুল্লাহ্ এর কলাম فالحمد لله على نعمة الإيمان، والحمد لله على نعمة الإسلام، رضيت بالله ربا وبالإسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا. সকল প্রশংসা আল্লাহর, তিনি আমাদের ঈমানের নিআমত দান করেছেন। ইসলামের নিআমতে ধন্য করেছেন। (নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন আমরাও হৃদয়ের গভীর থেকে বলছি) আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে ধন্য ও সন্তুষ্ট। বিপদাপদ ও বালা-মুসিবত মানুষের জীবনে আসতেই থাকে। মুসলিম-অমুসলিম সবার জীবনেই আসে। কিন্তু বিপদাপদে মুমিনের শানই আলাদা। হাদীস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ. মুমিনের অবস্থা বড়ই বিস্ময়কর! তার সবকিছুই কল্যাণকর। আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য, অন্য কারো নয়। সু...
দেশ দুনিয়া নিউজ ঘরে ঘরে গরিবদের খাদ্য সামগ্রী দিচ্ছেন চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সাদামাটা আলেম ও জনদরদী চেয়ারম্যান হিসেবে পরিচিত মাওলানা খালেদ সাইফুল্লাহ। বয়সে প্রবীণ এ আলেম মানুষের কাছে ‘মিরপুরী হুজুর’ হিসেবেই পরিচিত। তিনি শুধু সহজ সরল আলেমই নন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ৮নং চরকাদিরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানও বটে। চাল-চলন, পোশাক-আশাকে তিনি একজন সাদামাটা মানুষ হলেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে খুবই সচেতন। করোনার প্রাদুর্ভাবে সারাদেশে যখন লকডাউন পরিস্থিতি বিরাজ করছে তখন তিনি ঘরে আটকা পড়া গরিব-অসহায় মানুষের দ্বারে দ্বারে নিজ দায়িত্বে খাদ্য সহযোগিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেশব্যাপী লকডাউন পরিস্থিতি চলাকালীন সময়ে তিনি ঘোষণা দেন- ‘৮নং চরকাদিরা ইউনিয়নে অভাবের কারণে কারও যদি না খেয়ে থাকতে হয়, তবে আমি সাইফুল্লাহ সর্ব প্রথম না খেয়ে থাকব। কারো ঘরে ভাতের চাল না থাকলে, কারো পকেটে সদাই করার টাকা না থাকলে, সরাসরি আমার সাথে সাক্ষাৎ করবেন। আমার পকেটে টাকা থাকতে, আমার ঘরে একমুঠো চাল থাকতে, চরকাদিরায় কেউ না খেয়ে থাকবে না। ইনশাআল্লাহ।’ মিরপুরী হুজুর নামে...
দেশ দুনিয়া নিউজ নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ, সরকারি ছুটি সীমিত আকারে বাড়বে : প্রধানমন্ত্রী দেশ দুনিয়া নিউজ ডেস্ক: এ বছর নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে এবং করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকারের ঘোষিত ছুটির মেয়াদ সীমিত আকারে বাড়বে। আজ সকাল ১০টায় এ ভিডিও কনফারেন্সে দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে কনফারেন্সে যোগ দিয়েছেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিশেষভাবে নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম। কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের।’ ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকেরা তাঁদের নিজ নিজ জেলার প্রস্তুতির অবস্থা প্রধানমন্ত্রীকে জানান। তাঁদের কথার সূত্র ধরে প্রধানমন্ত্রী বিভিন্ন পরামর্শ দেন। কক্সবাজারের জেলা প্রশাসকের বক্তব্যের পর শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারে যেন পর্যটক না যেতে পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। আর রোহিঙ্গা শিবির নিয়ে আমাদের বড় চিন্তা। সেখানে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না ...
দেশ দুনিয়া নিউজ করোনা লকডাউনে সূরা মাঊন এর তাৎপর্য – তুহিন মালিক করোনা লকডাউনে সূরা মাঊন এর তাৎপর্য – তুহিন মালিক আমরা তো দীর্ঘদিন ধরেই সূরা মাঊন পড়ছি। কিন্তু ‘মাঊন’ কাকে বলে, তা কি জানি? যেমন ধরুন, আপনার প্রতিবেশী আপনার ফ্রিজে পরদিন সকাল পর্যন্ত এক প্যাকেট মাংশ রাখতে চাইলেন। কিংবা ফ্রিজের এক বোতল ঠান্ডা পানি চাইলেন। কিন্তু আপনি তাকে নানান টালবাহানা দেখিয়ে বিদায় করে দিলেন। এই সামান্য দৈনন্দিন ব্যবহার্য জিনিসকেই ‘মাঊন’ বলা হয়েছে। আসুন এবার জেনে নেই, এই নিত্য ব্যবহার্য জিনিসপত্র না দেবার পরিনতিসহ এ সূরায় আল্লাহ কি বলেছেন:- ✪ ‘আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্।’ (আপনি কি তাকে দেখেছেন, যে কর্মফলকে মিথ্যা বলছে)? ‘আপনি কি তাকে দেখেছেন’ বাক্যে এখানে বাহ্যত সম্বোধন করা হয়েছে রাসুলুল্লাহ (সাঃ)কে। আর “আদ্ দ্বীন” শব্দটি থেকে আখেরাতের কর্মফল বা শাস্তি ও পুরস্কারকে বুঝানো হয়েছে। ✪ ‘ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উ’ল্ ইয়াতীমা’ (সে-ইতো সেই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়)। এর কয়েকটি অর্থ হয়। এক, সে এতিমের হক মেরে খায় এবং তার বাপের পরিত্যক্ত সম্পত্তি থেকে বেদখল করে তাকে সেখান থেকে ধাক্কা দ...
দেশ দুনিয়া নিউজ আলেমদের শানে গোলাম মাওলা রনির বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ আলেমদের শানে গোলাম মাওলা রনির বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ সাবেক এমপি, জামায়াতি দার্শনিক, সাবেক আওয়ামী নেতা, বিএনপিতে নবাগত গোলাম মাওলা রনির একটি বক্তব্য ইউটিউব থেকে আজই শুনলাম। তার বক্তব্য শুনে হৃদয়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। তার বক্তব্য ধৃষ্টতাপূর্ণ। বক্তব্যে সে দেশের আলেমসমাজকে মারাত্মকভাবে কটাক্ষ করেছে। আমি জানিনা, আলেমগণ বা আলেম ভক্তগণ তার বক্তব্যটি শুনেছে কিনা? আমার মনে হয় বক্তব্যটি শুনতে দেরি হয়ে গেছে। এখন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য শুনতে দেরি হলেও প্রতিবাদে দেরি করা উচিত নয়। তার পুরো বক্তব্যটি দেশের হক্কানী আলেম সমাজকে নিয়ে কটাক্ষমূলক। সে তার বক্তব্যে আলেমসমাজকে কটাক্ষ করে ‘কাঠমোল্লা’ শব্দটি ১৭বার উল্লেখ করেছে। সে বলেছে, কাঠ যেমন শক্ত, নিষ্প্রাণ তদ্রুপ এই আলেমরাও শক্ত নিষ্প্রাণ। সে পীর সাহেব চরমোনাইর প্রতি ইঙ্গিত করে বলে, একজন পীর, তথাকথিত পীর নাকি স্বপ্নে দেখেছে, থানকুনি পাতা বিশেষ একটি সূরা মিলিয়ে পড়ে খেলে করোনা থেকে সুস্থ্য হয়ে যাবে। তার মুরিদরা সারারাত দেশের সব থানকুনি পাতা খেয়ে শেষ করে ফেলেছে। সে ব...
দেশ দুনিয়া নিউজ করোনায় মানবজমিন সাংবাদিক স্বপন হাইয়ের মৃত্যু দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক স্বপন হাইয়ের মৃত্যু হয়েছে। দৈনিক মানবজমিনের সিনিয়র ক্যামেরাপারসন স্বপন হাই নিউইয়র্কের কুইন্স হসপিটালে স্থানীয় সময় ৩০ মার্চ সোমবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্বপন হাইয়ের বড় ভাই প্রবাসী আবদুল মতিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া জ্যামাইকার হিলসাইড ১৫০ বসবাররত নিশাত চৌধুরী (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল ২৫ বাংলাদেশির। এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৩ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রে সর্বমোট ২৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে সোমবার দুপুর পর্যন্ত জানা যায়। আরো পড়ুন: করোনায় নিউইয়র্কে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ বাংলাদেশির করোনায় মানবজমিন সাংবাদিক স্বপন হাইয়ের মৃত্যু deshdunianews source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e...
দেশ দুনিয়া নিউজ অনলাইনে করোনা চিকিৎসা দিতে ‘লাইভ করোনা টেস্ট’ দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সোমবার ( 30 মার্চ ) আইসিটি বিভাগের অনলাইন প্রেস ব্রিফিংয়ে অনলাইনে করোনা চিকিৎসা দিতে ‘লাইভ করোনা টেস্ট’ পরিষেবা চালুর তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। করোনার চিকিৎসা সেবা দিতে তথ্য প্রযুক্তি বিভাগ www.corona.gov.bd (করোনাডটগভডটবিডি ) নামে একটি ওয়েব পোর্টাল তৈরি করেছে, যাতে কোভিড-১৯ রোগ নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে তার প্রতিকার, প্রতিরোধ, রোগ নির্ণয় ও টেলিমেডিসিন পরিষেসেবার কথাও বলা হয়েছে। সোমবার সেই পোর্টালে যুক্ত হয়েছে নতুন চারটি পরিষেবা, এরই একটি www. livecoronatest.com । আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও বিগ ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে নতুন এক ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। এই ওয়েবসাইটে ক্লিক করলে পর্দায় আসবে কোভিড-১৯ সংক্রান্ত নানা প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর দিলে তা পরীক্ষা করবেন চিকিৎসকরা। স্বল্প সময়ের মধ্যে তারা জানিয়ে দেবেন, সংশ্লিষ্ট ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না? তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা বলছেন, এতে আইইডিসিআরের উপর চাপ অনেকটা কমে...
দেশ দুনিয়া নিউজ আইসোলেশনে নেতানিয়াহু, করোনা আক্রান্তের আশঙ্কা দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা আক্রান্তের আশঙ্কায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার( ৩০ মার্চ) ইসরাইলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে সোমবার জানানো হয়েছে যে, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করানোর জন্য আইসোলেশনে রাখা হয়েছে। নেতানিয়াহুর অফিস থেকে আরো বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। বেশিরভাগ কাজ তিনি বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে করছেন। নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত ইসরাইলের ৪ হাজার ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ১৬ জন নাগরিক। আইসোলেশনে নেতানিয়াহু, করোনা আক্রান্তের আশঙ্কা deshdunianews sou...
দেশ দুনিয়া নিউজ ইশার নেতা মুস্তাফিজুর রহমান-এর ইন্তেকালে শোক প্রকাশ বিশেষ প্রতিবেদক: আতাউল্লাহ কবীর ভুইয়া ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান ৩০ মার্চ ২০২০ইং সোমবার রাত ১১টা ৩০মিনিট ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আবদুল জলিল ও সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম। নেতৃত্রয় বলেন, সহযোদ্ধা মুস্তাফিজুর রহমান ছিলেন ইসলামী বিপ্লবের একজন একনিষ্ঠ অগ্রসৈনিক। তিনি বাংলাদেশের তরুণ সমাজের ইসলামী বিপ্লবীদের জন্য ছিলেন অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন। তিনি যে কোন পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারতেন। সহযোদ্ধাদের সাথে তিনি পরম বন্ধুসূলভ আন্তরিক আচরণ করতেন। তাঁর মৃত্যুতে আমরা সকলেই শোকস্তব্ধ। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস-এর সর্বোচ্চ মাকাম দান করেন। প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান গত ২৬ নভেম্বর ২০১৯ইং চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত ইসলামী শাস...
দেশ দুনিয়া নিউজ থানা হেফাজতে রহস্যজনক মৃত্যু, ওসি প্রত্যাহার দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বরগুনায় আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রত্যাহারকৃত ওসি মো. আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ এর ৬ ও ৭ ধারা মোতাবেক এই অভিযোগ দায়ের করা হয়। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বরগুনার পুলিশ সুপার (এসপি) এর কাছে লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেন। অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, শানু হাওলাদার গত ৪দিন হল মারা গেছেন। এ পর্যন্ত কোন মামলা হয়নি। এ কারণে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি লিখিতভাবে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশ এই অভিযোগ নথিভুক্ত করলে ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রসিডিং শুরু হবে। এক প্রশ্নের জবাবে ইশরাত হাসান বলেন, সারাদেশ লকডাউন অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বরগুনার পুলিশ সুপার কার্যালয়ের সরকারি ই-মেইলে লিখিত অভিযোগ পাঠিয়েছি। ইমেইলে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনো আইনি বাধা ...
দেশ দুনিয়া নিউজ রংপুরে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু দেশ দুনিয়া নিউজ ডেস্ক: রংপুর পীরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হয়েছেন; এবং আহত হয়েছেন আরও ২ জন। পীরগাছা উপজেলার অন্নদানগর রেলক্রসিংয়ে সোমবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক হামিদুল ইসলাম, যাত্রী নুরুন্নাহার (২৫), মৃদুল ইসলাম (২৫) ও তার স্ত্রী সুমি বেগম (২০)। আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম জানা যায়নি। নিহত চারজনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে বলে জানান এসআই জিয়াউর রহমান। এসআই জিয়াউর রহমান বলেন, রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোনো গেইটম্যান নেই। তবে এখন করোনাভাইরাসের কারণে ওই রাস্তায় যানচলাচল খুব কম থাকলেও অটোরিকশা চালকের অসাবধানতার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। রেল চালু করার জন্য রেললাইন চেক করতে ইঞ্জিনটি পার্বতীপুর থেকে গাইবান্ধার বোনারপাড়া যাচ্ছিল তখন এ দুর্ঘটনা ঘটে। রংপুরে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু deshdunianews source https://deshdunianews.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%...
দেশ দুনিয়া নিউজ গরীবের বন্ধু, চেয়ারম্যান আলাউদ্দীন আলাল গরীবের বন্ধু, চেয়ারম্যান আলাউদ্দীন আলাল গত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল প্রার্থী বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে অন্যতম আলাউদ্দিন আলাল। তিনি লালমনিরহাট, আদিতমারী, কমলবাড়ী ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীকে উপজেলা আওয়ামিলীগের সভাপতির নৌকা প্রতিককে হারিয়ে জয়লাভ করেন । চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, ভিজিএফ কার্ড, রাস্তাঘাটের উন্নয়ন কালভার্ট, ব্রীজ নির্মান শীতে বাড়ী বাড়ী গিয়ে কম্বল বিতরন, ঈদে কোরবানীর গোস্ত বিতরন, মন্দির, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন প্রতিবন্ধি স্কুল নির্মানসহ ব্যাক্তিগত উদ্যোগে ব্যাপক উন্নয়ন করেন। তার উন্নয়ন মূলক কাজগুলো চোখে পড়ার মত। সেবার জন্য মানুষ তার পিছনে দৌড়তে হয়না; বরং তার সেবা জনগণের পিছে দৌড়ায়। ইসলাম তো তাই বলে। খলীফা ওমর রা. মানুষ কখন প্রয়োজন নিয়ে তাঁর দরবারে আসছে সে অপেক্ষা করতেন না। তার আগেই তিনি বেরিয়ে পড়তেন মানুষের কল্যানে, হোক গভীর রাতের ঘুটেঘুটে অন্ধকার। চেয়ারম্যান আলাউদ্দ...
দেশ দুনিয়া নিউজ করোনায় দেশবাসীর প্রতি শীর্ষ আলেমদের ৮ আহবান বিশেষ প্রতিবেদক: সালাহুদ্দীন আইয়ুবী ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার সকালে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিরাজমান পরিস্থিতিতে জনগণের সুরক্ষা বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম। সভায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা বিষয়ে উপস্থিত বিশিষ্ট আলেমগণ স্ব স্ব মতামত উপস্থাপন করেন। এছাড়া আল্লামা আহমদ শফি, চেয়ারম্যান, হাইয়াতুল উলয়া বাংলাদেশ ও মহাপরিচালক, আল জামিয়াতুল দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম; আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী, মহাপরিচালক, আল জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম; মুফতি নুরুল ইসলাম, নাযেমে তা‘লীমাত, গওহরডাঙ্গা মাদরাসা, গোপালগঞ্জ; মুফতি মুহাম্মদ ছালাহ উদ্দীন, মুহতামিম, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম; মাওলানা ...
দেশ দুনিয়া নিউজ করোনা পরিস্থিতি; মানবকল্যাণে ওলামা নেতৃত্বের করণীয় করোনা পরিস্থিতি; মানবকল্যাণে ওলামা নেতৃত্বের করণীয় মানুষের বিপদাপদের সময়ের অল্প কিছু সাহায্য সহযোগিতাও অনেক বড়। বিশেষ করে যাদের হাতে না আছে ক্ষমতা, না আছে অর্থ, তারা যদি কাউকে সাহায্য সহযোগিতা করে মানুষ তা অনেক বড় করে দেখে। আর আলেম-ওলামারা যদি কাউকে সহায়তা প্রদান করেন, তখন তা হয় এক ধরনের বিস্ময়কর। মনে রাখবেন, ইবাদতে জান্নাত মিলে। ইলম-আমলের কারণে মানুষ সম্মান করে, কিন্তু নেতৃত্বের আসনে বসান না। নেতৃত্বের আসনে বসতে হলে মানবসেবা ও মানব কল্যাণে কাজ করতে হবে। ‘ মানবসেবা’ ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। কালামে পাকে মানবসেবাকে ইসলামের ঘাঁটি আখ্যায়িত করা হয়েছে। বর্ণিত হয়েছে, “তারা কেন ইসলামের ঘাঁটিতে প্রবেশ করে না? আপনি কি জানেন, ইসলামের ঘাঁটি কী? দাস মুক্ত করা এবং অভাবের দিনে ক্ষুধার্তকে খানা খাওয়ানো। (সূরা বালাদ, আয়াত ১১-১৪ ) আপনারা হয়তো বলবেন, আলেম-ওলামাদের মানবসেবার মত সে পরিমাণ অর্থ-সম্পদ নেই। তাহলে তারা মানব কল্যাণে কিভাবে কাজ করবে? মনে রাখবেন, আলেম-ওলামারা ক্ষমতাসীনদের সে পরিমাণ...
দেশ দুনিয়া নিউজ ফিলিপাইনে মেডিক্যাল সরঞ্জামবাহী বিমান বিধ্বস্ত; নিহত সব যাত্রী দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে উড্ডয়নের পর পর বিস্ফোরিত হয়েছে একটি বিমান। ঐ বিমানে থাকা আটজন আরোহী সকলেরই মৃত্যু হয়েছে। খবর এবিসি নিউজের। ম্যানিলার অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (এনএআইএ) ম্যানেজার এড মনরিয়েল বলেন, ফিলিপাইনের লায়নএয়ারের ওই বিমানটি একটি মেডিকেল মিশনে জাপানের রাজধানী টোকিও যাচ্ছিল। কিন্তু মেইন রানওয়ের একেবারে শেষ প্রান্তে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ভারি কালো ধোঁয়া উড়ছে। এসময় দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা যায়। ফিলিপাইনে রেডক্রসের প্রধান রিচার্ড জে গর্ডন এক টুইট বার্তায় বলেন, ওই বিমানে একজন ফ্লাইট মেডিক, নার্স, ডাক্তার, তিনজন ক্রু, একজন রোগী এবং তার একজন সঙ্গী ছিলেন। উল্লেখ্য, ফিলিপাইনের লায়নএয়ার ‘হেলিকপ্টার ও জেট সার্ভিস’ সরবরাহ করে থাকে। এমনকি এশিয়া প্যাসিফিকজুড়ে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও দেয় এই বিমান সংস্থাটি। ফিলিপাইনে মেডিক্যাল সরঞ্জামবাহী বিমান বিধ্বস্ত; নিহত সব যাত্রী deshdunianews ...
দেশ দুনিয়া নিউজ ‘কাইশ্যা’ করোনায় মারা গেছেন দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বাংলার দর্শকদের কাছে ‘কাইশ্যা’ নামটি বেশ পরিচিত। কমেডিয়ান হিসেবে বেশ খ্যাত। অনেকে হয়ত জানেন না তিনি কোন দেশী। তিনি জাপানের অধিবাসী। তার নাম কেন শিমুরা । কমেডিয়ান কেন শিমুরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর ও নিউমোনিয়ার কারণে ৭০ বছর বয়সী কেন শিমুরাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর তিন দিন পর করোনাভাইরাস ধরা পড়ে তাঁর। একসময় অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে গতকাল রোববার রাতে তিনি চলে যান না ফেরার দেশে। আজ সোমবার কেন শিমুরার মৃত্যুর খবর জানিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। কেন শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয়জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে ‘পাগলা ডিরেক্টর’ নামের একটি অপেশাদার অনলাইনভিত্তিক গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক...
দেশ দুনিয়া নিউজ করোনায় নিউইয়র্কে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ বাংলাদেশির দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় নিউইয়র্কে ২১ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়ে ২৮ মার্চ মৃত্যু হয়েছে কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত। এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাঁদের দুজনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে। এক দিনে করোনাভাইরাসে এত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। আমেরিকায় সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।...
দেশ দুনিয়া নিউজ করোনায় প্রবাসী রেমিটেন্স কমছে, হুমকির মুখে বাংলাদেশের অর্থনীতি দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনায় প্রবাসীদের টাকা দেশে না আসায় বাংলাদেশের অর্থনীতিতে এক দুশ্চয়তা দেখা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ দেশভিত্তিক প্রবাসী আয় বাঁচায় বাংলাদেশ। সর্বোচ্চ প্রবাসী আয়ের তালিকায় যেসব দেশ এগিয়ে ছিল, করোনার কারণে সেসব দেশ থেকে রেমিটেন্স কমছে। বিশ্লেষকরা বলছেন, এ প্রভাবে বাংলদেশের অর্থনীতি দীর্ঘ মেয়াদী হুমকির মুখে পড়বে। (বিস্তারিত ভিডিওতে ) করোনায় প্রবাসী রেমিটেন্স কমছে, হুমকির মুখে বাংলাদেশের অর্থনীতি deshdunianews source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8/
দেশ দুনিয়া নিউজ করোনা আপডেট: মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত ৭ লক্ষাধিক দেশ দুনিয়া নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে গতকাল মৃতের সংখ্যা ৩০ হাজার, আক্রান্ত ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন ছিল। আজ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জন। আর মৃতের সংখ্যা ৩৩ হাজার ৯৬৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র । দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। সেখানে মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন। করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২...
দেশ দুনিয়া নিউজ করোনাভাইরাস: জার্মান রাজ্য সরকারের অর্থমন্ত্রীর আত্মহত্যা দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা মহামারীতে অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে জার্মানির হেসে রাজ্যের অর্থমন্ত্রী টোমাস শেফার রেললাইনে আত্মহত্যা করেছেন। ডয়চে ভেলের খবরে বলা হয়, ফ্রাঙ্কফুর্ট আর মাইনজের মধ্যবর্তী হোশেম শহরে হাইস্পিড ট্রেন লাইনের ওপর থেকে শনিবার শেফারের ছিন্নভিন্ন লাশ উদ্ধার হয়। রেললাইনে লাশ দেখে যিনি পুলিশে খবর দিয়েছিলেন, তিনি প্রথমে চিনতে না পারলেও পরে পুলিশ নিশ্চিত করে, ঐ মৃতদেহ রাজ্যের অর্থমন্ত্রীর এবং তিনি আত্মহত্যা করেছেন। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা টোমাস শেফার হেসে রাজ্যের রাজনীতিতে জড়িত দুই দশকের বেশি সময় ধরে। রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্বই তিনি গত দশ বছর ধরে পালন করে আসছিলেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বুফিয়ের বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে গত কিছুদিন ধরেই মানসিক চাপ আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন শেফার। “তার মূল দুঃশ্চিন্তা ছিল, এই দুর্দিনে জনগণের বিপুল প্রত্যাশা, বিশেষ করে আর্থিক সহায়তার ক্ষেত্রে তিনি পূরণ করতে পারবেন কি না। আসলে উত্তরণের...
দেশ দুনিয়া নিউজ করোনাভাইরাস সম্পর্কে কিছু জরুরী তথ্য, আপনার জানা উচিৎ দেশ দুনিয়া নিউজ ডেস্ক: জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে করোনাভাইরাস সম্পর্কিত একটা পোস্টের বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এটা থেকে করোনার বৈশিষ্ট্য গতি-প্রকৃতি ও প্রতিরোধের উপায় সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। * ভাইরাস জীবন্ত প্রাণী নয়। এটি প্রোটিনের অণু (ডিএনএ) যা লিপিডের (চর্বি) মোড়কে মোড়ানো। এটা আমাদের নাক-চোখ-মুখের মাধ্যমে শরীরে ঢুকে গেলে নিজের জেনেটিক কোড বদলে ফেলে শক্তিশালী ও আত্রমণাত্মক হয়ে ওঠে। * ভাইরাস যেহেতু কেবলই একটি প্রোটিন অণু এবং জীবন্ত নয় তাই এটাকে মেরেও ফেলা যায় না। তবে সে নিজে থেকে ধ্বংস হতে পারে। এটা কতক্ষণে ধ্বংস বা ক্ষয় হবে তা নির্ভর করে এর থাকার স্থানটির তাপমাত্রা, আর্দ্রতা ও স্থানটি কী উপাদানে তৈরি, তার উপরে। * করোনাভাইরাস ভঙ্গুর কারণ সুরক্ষার জন্য তা কেবল একটি চর্বির স্তর দিয়ে মোড়ানো। এ কারণেই সাবান ও ডিটারজেন্ট ভাইরাসটি থেকে মুক্ত হবার সহজ উপায়। সাবান ও ডিটারজেন্ট মূলত যেকোনো স্থানের তেল বা চর্বি সরাতে পারে। তেল বা চর্বি সরানোর উদ্দেশ্যে আমাদের অন্তত টানা ২০ সেকেন্ড ধরে সাবান বা ডিটারজে...
দেশ দুনিয়া নিউজ আল্লামা খালেদ সাইফুল্লাহ; একজন আদর্শ চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ; একজন আদর্শ চেয়ারম্যান লক্ষ্মীপুরের কমলনগরে ৮নং চর কাদিরা ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ শনিবার বিকাল থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন হাতপাখা প্রতিক নিয়ে বিজয়ী সুযোগ্য চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)। চরকাদিরা ইউনিয়ন পরিষদের এ চেয়ারম্যান নিজেই স্ব-শরীরে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দিনমজুর মানুষগুলোর হাতে নিত্য প্রয়োজনীয় এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। দুইশত পরিবারের মাঝে বিতরণ করা হয় এ খাদ্য সামগ্রী। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তৈল ও নগদ টাকা। এ সমময় তিনি বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাসের এ ভয়াবহ পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী গরীব ও অসহায় মানুষদের সহযোগীতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। দেশের এই দুরঅবস্থায় গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান ত...
দেশ দুনিয়া নিউজ আমি করোনা আক্রান্ত নই, টেস্টও করে আসছি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন এবং পরীক্ষা করেই তিনি নিশ্চিত হয়েছেন। তবে অন্য সবাই যেভাবে ঘরবন্দি হয়ে আছেন, তিনিও তাই করছেন। দেশে করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার নিজের বাসা থেকে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । একজন সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন , স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না? জাহিদ মালেক সরাসরি কোনো জবাব না দিলেও বিষয়টি নাকচ করে দেননি। তিনি বলেন, “আপনারা যেটা শুনেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক বড় মন্ত্রণালয়। তাদের ওখানে অনেক লোকজন আসা যাওয়া করে, ডাক্তার আসা যাওয়া করে, বাইরের লোক আসা যাওয়া করে… আমরা তো কাজ করি। কাজেই তাদের কারও হতে পারে, সেটাতো আছেই…।” স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে- কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর ২৬ মার্চ নাকচ করেছিলেন...
দেশ দুনিয়া নিউজ করোনার সাথে বিশেষ সাক্ষাৎকার – মাওলানা আবদুর রাজ্জাক করোনার সাথে বিশেষ সাক্ষাৎকার করোনা! তুমি এক বিস্ময়কর শক্তিমান। তোমার প্রকোপ সারা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। তুমি লাখো লাখো মানুষকে আক্রান্ত করেছো। হাজার হাজারকে খুন করেছো। বিশ্বের দেশে দেশে হামলে পড়েছো। মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা-প্রজা, ধনী-দরিদ্র, মুসলিম-অমুসলিম, মালিক-শ্রমিক, রোগী-চিকিৎসক সবাই তোমার ভয়ে অস্থির। তুমি ব্যতিব্যস্ত করে রেখেছো রাষ্ট্র, প্রশাসন, জনগণ, সকলকে। সারা পৃথিবীকে তুমি অচল করে দিয়ে জনগণকে ঘরে ঢুকিয়ে দিয়েছো। করোনা! তুমিই বলো, তুমি কী? করোনা বলল, আমি চীনের জিনজিয়াং শহরের অবরুদ্ধ ১০ লাখ মানুষের আহাজারি, যা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। অথচ পৌঁছেনি মুসলিম দুনিয়ার শায়খদের কর্ণকুহরে। করোনা আরো বললো, আমি কাশ্মীরের মুসলিম বিধবার আর্তনাদ। আমি মিয়ানমারের মুসলিম নারী-পুরুষ, শিশুর গলাকাটা লাশ। আমি ভারতের মুসলিমদের রক্ত থেকে সৃষ্ট বাষ্প। করোনা বললো, আমি ইরাক, আফগান ফিলিস্তিনসহ তামাম দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত শহীদ মুসলিমদের আত্মা, যা খোদার আরশ থেকে আমাকে ডেকে এনেছে। আমি বললা...
দেশ দুনিয়া নিউজ করোনা ও কয়েকটি প্রসঙ্গ – নূরুল করীম আকরাম করোনা ও কয়েকটি প্রসঙ্গ বাংলাদেশসহ গোটা বিশ্ব প্রায় স্থবির। কোথাও কোন কোলাহল নেই। আছে উদ্বেগ উৎকণ্ঠা ভয়। যানচলাচল কাজকর্ম বন্ধ। জীবজগতে নেই চিরচেনা সেই প্রাণের স্পন্দন। এক জীবানু’র সক্রিয় অবস্থান শক্তিধরদের পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলেছে। কিন্তু করোনা ভাইরাস কি, কোথা থেকে উৎপত্তি, কারা এর উদ্ভাবক, তাদের উদ্দেশ্য কি; এসব প্রশ্ন নিয়ে নানান মত নানান মন্তব্য সৃষ্টি হয়েছে। ১. ধারণা করা হয়েছিলো, বাদুড় থেকে এই ভাইরাসের উৎপত্তি। চায়নিজদের অরুচিকর খাদ্যাভ্যাসই এই বিপদ ডেকে এনেছে। ২. কেউ বলছেন, চীন তার গবেষণাগারে জৈব রাসায়নিক মারণাস্ত্র তৈরি করতে গিয়ে ভুল করে এই ভাইরাসের জন্ম দিয়েছে। ৩. অথবা চীন এই ভাইরাস পরিকল্পিতভাবে সৃষ্টি করে প্রথমে নিজেদের সাময়িক কিছু ক্ষতি মেনে নিয়ে তার শত্রুশক্তিগুলোর মাঝে তা ছড়িয়ে দিয়েছে। যার ফলে চীন খুব দ্রুত উত্তরণ করে ফেলেছে, যা শক্তিধর অনেকের পক্ষেই সম্ভব হচ্ছেনা। ৪. কারো মন্তব্য এটা চীনের বিরুদ্ধে পরিচালিত জৈব রাসায়নিক অস্ত্র। যা এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ৫. কেউ বলছেন, সাইবেরিয়ার বরফেখন্ডের ভেতর জমা...