ফিলিপাইনে মেডিক্যাল সরঞ্জামবাহী বিমান বিধ্বস্ত; নিহত সব যাত্রী

দেশ দুনিয়া নিউজ
ফিলিপাইনে মেডিক্যাল সরঞ্জামবাহী বিমান বিধ্বস্ত; নিহত সব যাত্রী

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে উড্ডয়নের পর পর বিস্ফোরিত হয়েছে একটি বিমান। ঐ বিমানে থাকা আটজন আরোহী সকলেরই মৃত্যু হয়েছে। খবর এবিসি নিউজের।

ম্যানিলার অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (এনএআইএ) ম্যানেজার এড মনরিয়েল বলেন,

ফিলিপাইনের লায়নএয়ারের ওই বিমানটি একটি মেডিকেল মিশনে জাপানের রাজধানী টোকিও যাচ্ছিল। কিন্তু মেইন রানওয়ের একেবারে শেষ প্রান্তে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।

সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ভারি কালো ধোঁয়া উড়ছে। এসময় দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা যায়।

ফিলিপাইনে রেডক্রসের প্রধান রিচার্ড জে গর্ডন এক টুইট বার্তায় বলেন, ওই বিমানে একজন ফ্লাইট মেডিক, নার্স, ডাক্তার, তিনজন ক্রু, একজন রোগী এবং তার একজন সঙ্গী ছিলেন।

উল্লেখ্য, ফিলিপাইনের লায়নএয়ার ‘হেলিকপ্টার ও জেট সার্ভিস’ সরবরাহ করে থাকে। এমনকি এশিয়া প্যাসিফিকজুড়ে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও দেয় এই বিমান সংস্থাটি।

ফিলিপাইনে মেডিক্যাল সরঞ্জামবাহী বিমান বিধ্বস্ত; নিহত সব যাত্রী
deshdunianews



source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf/

0 Comments