Posts

Showing posts from July, 2020 Show all
দেশ দুনিয়া নিউজ ডেস্ক    বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হবে। এ লক্ষ্যে নেপালের লুম্বিনীর ডেভেলপমেন্ট ট্রাস্ট ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ জুলাই) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যরা এসময় যুক্ত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটি ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এসেছে। লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা। এই স্থানের সঙ্গে বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বিদের সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। ‘সেখানে একটা আশ্রম বা প্যাভিলিয়ন নির্মাণের জন্য বাংলাদেশ থেকে আবেদন করার পর তারা একটা প্লট দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এটি প্রসেস হয়েছে। বাংলাদেশের বৈধ আশ্রম নির্মাণ, প্যাভিলিয়নের খরচ বহন করতে হবে এই শর্তে দেওয়া হয়েছে। এজন্য মোট ৫১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫২৭ টাকার প্রয়োজন হবে। আমাদের পররাষ্ট্র
কুরবানী ইব্রাহিম হাসান হৃদয় কুরবানী নয় পশু জবাই মোটা-তাজা দেখে, কুরবানী নয় গোস্ত খাওয়া ফ্রিজ ভর্তি রেখে। কুরবানী দাও খোদার খলিল জাতির পিতার মত, ত্যাগ করে দাও প্রিয় জিনিস মনকে করে নত। কুরবানী দাও নিজের ভেতর লুকিয়ে থাকা প্রাণী, করবে ক্ষমা আল্লাহ মহান পাপের যত গ্লানি। লোক দেখানো কুরবানী নয় দাও যে প্রভুর তরে, পৌছিয়ে দাও পাপ্য গুলো গরীব দুঃখীর ঘরে। source https://desh-duniyanews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি হেফাজত আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। ৩১শে জুলাই রোজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, মুসলিম জাতির জন্য হজ্জের মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ তায়া’লার নৈকট্য হাসিল করার বিশেষ কিছু ইবাদত উল্লেখ আছে, যেমন- হজ্জে বাইতুল্লাহ, আরাফার দিনের রোজা, পশু কোরবানি ইত্যাদি । ঈদুল ফিতরের পর বিশ্বমুসলিমের নিকট সমাগত হলো পবিত্র ঈদুল আজহা যা বিশ্বমুসলিমদের পাশাপাশি বাংলাদেশের মুসলমানদের নিকট মযা‍র্দাপূর্ণ ধর্মীয় উৎসব। তিনি বলেন, প্রতিবারের হজ্জে বাইতুল্লাহ ও ঈদুল আজহা উদযাপন আর এবারের উদযাপনে ভিন্নতা রয়েছে। আমরা বর্তমানে প্রতিকুল পরিবেশ অতিক্রম করছি। মহান আল্লাহ যদি রক্ষা বা ক্ষমা না করেন তাহলে বাঁচার কোন উপায় নেই। তাই এ মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহর দিকে রুজু হওয়া ও তাওবা ইস্তিগফারের আমল বেশি বেশি করা। আমীরে হেফাজত, দেশবাসীসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও
শরীফুজ্জামান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বিশ্বব্যাপী করোনা মহামারীতে বিপর্যস্ত অবস্থায় দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত পানিবন্দি মানুষ দুর্ভোগে দিনযাপন করছেন। তাদের এই অসহায়ত্বে পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিরা। এমতাবস্থায় তাদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ ৩০ শে জুলাই বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি প্রতিনিধি দল খাদ্য সামগ্রী এবং অন্যান্য সহায়তা পৌঁছে দিয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার পানিবন্দি মানুষের হাতে। সরেজমিনে ঘুরে দেখেন এবং হাটু পানিতে নেমে ভুক্তভোগীদের সাথে কথা বলেন, তাদের দুরবস্থার কথা শোনেন কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম , বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের কাছে এখন বন্যাদুর্গতরা চরম উপেক্ষিত। পানিবন্দি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য সরকারি এবং স্বচ্ছল মানুষের পক্ষ থেকে সহায়তা একান্ত প্রয়োজন। তাই তিনি পানিবন্দি মানুষকে সহায়তার জন্য দেশ
মাওলানা আবদুর রাজ্জাক আমরা মুসলিমরা অনেক কিছু করি, মন থেকে করি না। অনেক কিছু বলি, মন থেকে বলি না। আমরা তাওবার কালিমা পড়ে কিন্তু অন্তরে পাপাচার ত্যাগের সংকল্প করিনা। মুখে মুখে রবের বড়ত্বের ঘোষণা দিই। কিন্তু রবের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিতার স্পৃহা অন্তরে লালন করি না। যেমন আমরা জিলহজ্বের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতিটি মুসলিম নর-নারী, ফরয সালাত শেষ করে তাকবিরে তাশরিক পাঠ করবো। কিন্তু এই তাকবিরে আমরা কি বলছি? কেন বলছি? তা অন্তরে ধ্যান করিনা। যে কারণে আমাদের ঈমানী চেতনা জেগে উঠে না। মহান খালেকে কায়েনাতের নির্দেশ পালনে মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জবেহ করার এবং জবেহ হবার দৃশ্য অবলোকন করে হযরত জিবরাঈল আলাইহিস সালাম বলে উঠেছিলেন:……. আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম মহান খালেকে কায়েনাতের নির্দশ পালেন উৎসর্গ হতে পেরেছেন এই হিসেবে বলে উঠলেন —– লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ একমাত্র ইলাহ এবং আল্লাহ সব চেয়ে বড়। আর হযরত ইব্রাহীম আলা
ফাতেমা আক্তার সিক্তু এই ছেলে আমাকে ধ’রো না! বলেই এক লাফে টেবিলের অপর প্রান্তে চলে গেলো বইটি। বাবু হতভম্ব হয়ে গেল। কী ব্যাপার— এমন তো হবার কথা ছিলো না! সে তো আর অচেনা কেউ নয়। সে বাবু। চতুর্থ শ্রেণির সকল বইয়ের পরিচিত বাবু। হ্যাঁ, হতে পারে অন্য সকল বইয়ের চাইতে গণিত বইয়ের সাথে ওর সখ্য কম, তাতে কী! একেবারে অপরিচিত কেউ তো নয়। অন্যান্য বছরের চেয়ে এ বছর সবকিছুতে ব্যতিক্রম। সেই প্লে ক্লাস থেকে শুরু করে —নার্সারি, ওয়ান, টু, থ্রি প্রতিটি ক্লাসে বছরের শুরু থেকেই পড়ার কী ধুম! ক্লাস, কোচিং, পরীক্ষা—সব মিলিয়ে দম ফেলারও ফুরসত থাকে না। আর এবার? করোনার জন্য মার্চ থেকেই স্কুল বন্ধ। এখন জুলাই মাস, অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি চলতো এই সময়ে। কিন্তু নাহ, প্রথম সাময়িকই হলো না। বাবুর অবশ্য স্কুল বন্ধ থাকলেই বেশি ভালো লাগে। ইচ্ছেমতো খেলা যায়, কার্টুন দেখা যায়, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা যায়। ইদানিং আবার একটা বিড়ালছানা এসে জুটেছে। ওটাকে নিয়েও বাবুর সময় আনন্দেই কাটছে। কাজের কাজ বলতে দৈনিক কয়েক পৃষ্ঠা হাতের লেখা মায়ের কাছে জমা দিতে হয়। ছয় পৃষ্ঠা লেখার কথা থাকলেও—এখন-তখন করে করে—ঘুমের ভান ধরে। কি
এস.কে নাজমুল হাসান আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২০ ইং ও হিজরি ০৯ জিলহজ্জ অাজ পবিত্র হজ পালিত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণে বৈশ্বিক মহামারির কারণে এবার মাত্র এক হাজার মুসুল্লি নিয়ে হজ হচ্ছে সীমিত পরিসরে। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ্বের মূল কাজ। এই ময়দানে আজ ধ্বনিত হবে لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক।’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)। আজ কাবা শরিফে নতুন গিলাফও পরানো হবে। এ বছর শুধু সৌদি নাগরিকদের অংশগ্রহণে পবিত্র হজ পালিত হচ্ছে। এবার সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। মহামারি করোনার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার যাঁরা হজ করছেন, তাঁরা আজ সূর্যাস্তের আগপর্যন্ত আরাফাতের ম
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সৌদিয়া পরিবহণের একটি বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে লোহাগাড়া থানাধীন পদুয়াস্থ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের বার আউলিয়া কলেজের সামনে চট্টগ্রামগামী একটি সৌদিয়া বাসের সাথে কক্সবাজারগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসটি রাস্তায় উল্টে পড়ে যায় এবং ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলে দু,জনের মৃত্যু হয়। আহত ১৪ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত দুজনের মধ্যে একজনের নাম মো. শওকত (২৪)। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়। দুর্ঘটনায় নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। source https://desh-duniyanews.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c
এস.কে নাজমুল হাসান নিজস্ব প্রতিনিধি খুলনা মহানগরীর মুজগুন্নী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান চালিয়ে এক দোকান থেকে নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব ও মশার কয়েল উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা যায় মহানগরীর এই দোকানে নকল সামগ্রী বিক্রির খবর পেয়ে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। গতকাল বুধবার ২৯ জুলাই ২০২০ বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ‘তালহা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। যার বেশিরভাগই সাধারণ মানুষ করোনা দূর্যোগে প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করেন। এসব পণ্য রাজধানীসহ অন্যান্য জেলা থেকে খুলনায় অাসে। এরপর পণ্যের ওপর লেভেল লাগিয়ে সেটি বাজারে ছড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল ফয়সাল জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে মুজগুন্নী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব, মশার কয়েল বিক্রয় করায় ‘তালহা এন্টারপ্রাইজকে’ ১৫ হাজার টাকা জরিমানা এবং দোক
আবদুল হালীম ফেনী জেলা প্রতিনিধি খতমে কুরআন ও দুআ মাহফিল অনুষ্ঠানে সারা দেশের করোনা আক্রান্তদের জন্য দুআ ও মৃতদের জন্য ঈসালে সাওয়াব করা হয়। ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৯ জুলাই ২০ইং বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি সালাহুদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় আইএবি ফেনী জেলা কার্যালয়ে জেলা সভাপতি মুফতি আবদুল কাইয়ূম সোহাইল এর অসুস্থ পিতা, ফেনী ধুমশাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম, হযরত মাওলানা আবদুল আওয়াল হাফিজাহুল্লাহ ও জেলা সাধারণ সম্পাদক, মুফতি সালাহুদ্দিন আইয়ুবীর পিতা জনাব হারুনুর রশীদ এর জন্য খতমে কোরআন ও দোয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার ভারপ্রাপ্ত সভাপতি, মাওলানা নুরুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুর রহমান গিলমান ৷ প্রধান অতিথি দোয়া পুর্ব আলোচনায় বলেন, বর্তমানে আমরা করোনা নামক আল্লাহর এক গজবে আবদ্ধ ৷ আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা ৷ হাদীসের বরাত টেনে তিনি বলেন, যতক্ষণ
মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির  বিশেষ প্রতিনিধি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম- পীর সাহেব চরমোনাই এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামে ফেৎনা-ফাসাদ, হিংসা-বিদ্বেষের কোনো স্থান নেই বরং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার মানুষরূপে গড়ে উঠার শিক্ষা রয়েছে। তাই একমাত্র ইসলামই পারে অশান্ত দুনিয়ায় শান্তির সুবাতাস জারি করতে। পীর সাহেব বলেন, কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। তাই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরকরে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, শোষণমুক্ত ও ইনসাফ
মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির বিশেষ প্রতিনিধি দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময় পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ বুধবার (২৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এর পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির নতুন তারিখ নির্ধারণ করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত দেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জানা গেছে, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে। করোনার কারণে গত চার মাস ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। ৩১ জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ছুটি বাড়ানোর ঘোষণা আজ দেয়া হলো। এছাড়া চলতি বছরের মার্চে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটিও শুরু করা যায়নি। আগামী নভেম্বরে
এস.কে নাজমুল হাসান নিজস্ব প্রতিবেদক প্রশ্নফাঁসে জড়িত মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া ৭৮ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হচ্ছে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত স্বাস্থ্য অধিদপ্তরের তিন কর্মকর্তা গ্রেফতার হওয়ার পর বেশ নড়েচড়েই বসেছে প্রশাসন। প্রশ্নফাঁসে যুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া ৭৮ শিক্ষার্থীর নামের তালিকাও পেয়েছে সিআইডি। কিন্তু এ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছিল দেশের একটি সংবাদমাধ্যম। বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন, যারা সুযোগ নিয়ে এদের সঙ্গে ব্যবসা করেছে প্রশ্ন নিয়েছে এবং এই সুবিধা নিয়ে যদি কেউ ভর্তি হয়ে থাকে তাদেরকে চিহ্নিত করে প্রচলিত আইনে শাস্তি দেয়া হবে। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, এটি যদি প্রমাণ হয় তাহলে বিএমডিসি এই বিষয়ে ব্যবস্থা নেবে। যারা অভিযুক্ত থাকবে বিএমডিসি তাদের ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা রাখে। মেডিকেল শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এ কে এম অহসান হাবীব বলেন, যদি তাদের বিরুদ্ধ
এম বাহাউদ্দীন নোমান বিশেষ প্রতিনিধি ইসলামী যুব আন্দোলন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতৃবৃন্দ। যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণে ২০১৬ সালের ২৮ জুলাই প্রতিষ্ঠা লাভ করেছিল ইসলামী যুব আন্দোলন। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ রাজধানী থেকে তৃণমূল নেতৃত্ব সর্বত্র “গাছ” লাগিয়ে দিনটিকে উদযাপন করেছে সবাই। হাজার হাজার হাতে লক্ষ লক্ষ যুবক কেন্দ্রীয় নির্দেশনা মেনে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অবশ্য কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পুরো জুলাই মাসজুড়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এতে কয়েক লক্ষ গাছ রোপণ হবে বলে জানান সংগঠনের নেতারা। কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সকল যুবকদের আন্তরিক অভিনন্দন জানান ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি, কে এম আতিকুর রহমান।   source https://desh-duniyanews.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/
মাওলানা আবদুর রাজ্জাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার ৩৩ বছর অতিবাহিত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক মজবুতি, সম্প্রসারণ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে অনেকটা সক্ষম হয়েছে। ইসলামী আন্দোলনের ভেতরে যারা আছেন তারা শুধু এর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেন। অথচ এর গঠনমুলক সমালোচনার জন্যও একদল বুদ্ধিজীবী থাকা প্রয়োজন। তবে যারা ইসলামী আন্দোলনের সমালোচনা করে তারা কিন্তু মনের আক্রোশ থেকেই করে। ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী হয়ে একে পথ দেখায় না। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভেতরেই ছাত্র আন্দোলন থেকে গড়ে উঠা কিছু তরুন বুদ্ধিজীবী ইসলামী আন্দোলনকে সেই পথ দেখাচ্ছে। যেই পথ ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন হিসেবে তার স্থান করে নিতে পারে। আমাদের শেখ ফজলুল করীম মারুফ , জিয়া হায়দার, ছগীর চৌধুরী তাদের অন্যতম, যারা গঠনমূলক সমালোচনা-পর্যালোচনার মাধ্যমে ইসলামী আন্দোলনকে পথ দেখাবে। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার সময় থেকে আজ অবধি এক অবস্থায় থাকতে পারেনা। প্রেক্ষাপট পরিবর্তন ও সংগঠনের উন্নতির সাথে ইসলামী আন্দোলনের অবস্থান ও চলার পথও
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি মুফতী ফজলুল হক আমিনী রাহ.-এর দৌহিত্র তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুফতী আশরাফ মাহদী একটি মামলায় চট্টগ্রাম জেলা আদালত থেকে জামিন পেয়েছেন। একই মামলার অন্য আসামী ছাত্র নেতা কামরুল কাসেমী দেশ দুনিয়া নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল (২৭ জুলাই) বিকেলে দুবাই থেকে ফেরত আনার পর থেকে আশরাফ মাহদীকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কক্ষে বসিয়ে রাখা হয়। গতরাত আনুমানিক ৩টার দিকে তাকে চট্টগ্রামে নিয়ে যায় পুলিশের একটি দল। প্রসঙ্গত, মুফতী আমিনী রহ. প্রতিষ্ঠিত রাজনৈতিক দল খেলাফতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের চট্টগ্রাম জেলা সভাপতি ওসমান কাসেমীর ওপর ‘হামলার’ মামলায় তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুফতী আশরাফ মাহদীকে মিশর যাওয়ার পথে দুবাই এয়ারপোর্ট থেকে ফেরত আনা হয়। যদিও মামলার বাদী ওসমান কাসেমী গতকাল ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, আশরাফ মাহদীসহ মুফতী আমিনী পরিবারের ৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। source https://desh-duniyanews.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%
মো. আবদুল হালীম নিজস্ব প্রতিনিধি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ৷ (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।   স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় শফিউল বারী বাবুকে সোমবার বেলা ১১টায় তাৎক্ষণিকভাবে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বেশ কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণজনিত কারণে শফিউল বারীর শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে বলে জানান স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, শফিউল বারী বাবুর করোনা পরীক্ষার রি
মো. আবদুল হালীম নিজস্ব প্রতিনিধি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ৷ (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।   স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় শফিউল বারী বাবুকে সোমবার বেলা ১১টায় তাৎক্ষণিকভাবে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বেশ কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণজনিত কারণে শফিউল বারীর শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে বলে জানান স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, শফিউল বারী বাবুর করোনা পরীক্ষার রি
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি আনোয়ারা কেইপিজেডে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বড় ভাই নিহত,ছোট ভাই আহত। চট্টগ্রামের আনোয়ারার কোরীয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি (কেইপিজেড) এলাকায় বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পারভেজ শাহ ( ২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর আরোহী রায়হান শাহ (২২) গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দুই ভাই পারভেজ শাহ এবং আহত কায়সার শাহ দুইজনের কেএসআই গার্মেন্টেসের শ্রমিক এবং উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের শাহ বাড়ির আনোয়ার সওদাগরের ছেলে। প্রতিদিন ২ ভাই এক সাথে মোটরসাইকেলে কর্মস্থলে আসা- যাওয়া করেন। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে কারখানার ২ নং গেইটের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির বেপরোয়া বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বড় ভাই মো.পারভেজ প্রাণ হারায়। এঘটনায় আনোয়ার হোসেনের পরিবারে শোকের ছায়া নেমে আসে। আনোয়ার হোসেনের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে নিহত পারভেজ সবার বড় ও আহত রায়হান দ্বিতীয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই ভ
মো.ইসমাইল বিশেষ প্রতিনিধি  করোনাকালীন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নজিরবিহীন ভূমিকায় ব্যাপক প্রভাবিত হয়েছেন বিদেশি বন্ধুরাও। কল্যাণধর্মী রাজনীতির নতুন ধারা চর্চা করায় তারা ইসলামী আন্দোলনের প্রতি দিনদিন আগ্রহী হয়ে উঠছেন। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় সহযোগী হল চায়না। তারা দেশের সবচেয়ে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়ন করছে এবং বাস্তবায়নে বড় ভূমিকা পালন করছে। ইউরোপ-আমেরিকাসহ তথাকথিত উন্নত বিশ্বের নাগরিক এবং কূটনীতিকরা যখন করোনাকালীন সময় বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, তখন চায়নার কূটনীতিকগণ বাংলাদেশের নাগরিকদের নানা ভাবে সহযোগিতা করে চলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এমন মন্তব্য করেন। ২৭জুলাই (সোমবার) চায়না রাষ্ট্রদূতের আমন্ত্রণে সাড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল ঢাকাস্থ চায়না দূতাবাসে উপস্থিত হয় । প্রতিনিধিদলে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। প্রতিনিধিদলের সঙ্গে দূত
এনামুল হক ছোটন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে যৌতুকবিহীন গণবিবাহ দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সদর ইউএনও স্যার। ময়মনসিংহের সদর উপজেলায় খাগডহর ইউনিয়নে একই দিনে একসাথে বিশ যুবক যুবতীর বিয়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি নিজে উপস্থিত থেকে বিশ জোড়া যুবক যুবতীর বিয়ে দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে সবকিছুই চলছে ডিলেঢালা। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাসা-বাড়ি থেকে বের হচ্ছেনা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেওয়া, বিয়ে করানো দুটোই বন্ধ রয়েছে। ফলে অনেক অভিভাবকগণ বিয়ে করানো ও দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন। অনেক ছেলে মেয়ের বিয়ের বয়স বেড়ে যাচ্ছে। এতে রীতিমতো যুব সমাজের অবক্ষয় দেখা দিচ্ছে। আর এ থেকে উওরণের প্রদক্ষেপ হিসেবে সদর উপজেলার খাগডহর ইউনিয়নে যৌতুকবিহীন গণবিবাহ-২০ এর আয়োজন করা হয়। উক্ত গণ বিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ দা.বা. ও বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার
মাওলানা সামসুদ্দোহা তালুকদার। বরিশাল কলেজের নাম পরিবর্তন প্রচেষ্টা সাধারণ কোন ঘটনা নয়। এটা কোন লোকাল ইস্যু নয়। এর পিছনে একদল কালপ্রিট সুশীল আছে, যারা ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির নাম বদলের মাধ্যমে নিজস্ব আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। তারা অতি সুশীলতার ভান করে ওপার বাংলাকে দেখাতে চায়, তারা দালালীতে পাকনা হয়ে উঠছে। তারা জানান দিবে, এখন পরিকল্পনার বাকীটা নিয়ে আগাতে পারেন। অশ্বিনী কুমার দত্তকে ভালবেসে তারা এ কাজটা করতে চাচ্ছে না। তারা এটাকে সাংস্কৃতিক বিজয় ভাবতেছে। যে সংস্কৃতি চাপিয়ে দিতে মরিয়া বর্তমান সমাজে। এক্ষেত্রে কিছুটা সফলও হয়েছে। সনাতন বাঙ্গালী জাতির সংস্কৃতির নামে যা হচ্ছে তা আসলে মুসলমানদের আদর্শ বিনাশী সংস্কৃতি। সরকারটা যে তাদের প্রতি খুব সহানুভূতিশীল! আস্কারাটা তো ওখান থেকেই। বরিশালের কতক রাজনৈতিক নেতা তো উপরে উপরে নামবদল প্রচেষ্টার বিরুদ্ধে বলে, কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে মন্ত্রণালয় থেকে কাজটা আদায় করতে তদবির করে। নগরবাসীর রোষাণল এড়াতে তারা এ অপকৌশল করছে। তাদের ছাত্র সেনারা সব জায়গায় এত তৎপর থাকে, বাপের আগে আগে হাঁটে, এ ব্যাপারে তো তাদের আহ্ উহ্ পরিদৃষ্ট হচ্ছে না।
মাওলানা আবদুর রাজ্জাক। মুফতি আমির হামজা নামে একজন প্রসিদ্ধ বক্তা আছেন। দেশের প্রায় সব জেলাই তিনি তাফসির বয়ান করে থাকেন। বয়ানের ময়দানে তিনি বেশ কিছু বিতর্ক তৈরি করেছেন। তার বিতর্কিত বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি থেকে বিরত ছিলাম। কিন্ত সম্প্রতি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বক্তব্যটি সম্পর্কে দু চার কথা লেখা ঈমানী দায়িত্ব মনে করছি। যে বক্তব্যে তিনি বললেন, “নামাজ পড়লে জান্নাতে যাবে কুরআনে পাকে এমন কোন আয়াত আমার চোখে ধরা পড়েনি”। এমনকি “মিফতাহুল জান্নাতিছ ছালাহ” অর্থাৎ নামাজ বেহেশতের চাবি-এই হাদিসটির ব্যাপারে তিনি বললেন ” আমি এর সনদ মতন কিছুই পায়নি। পাঠক! তার উপর্যুক্ত বক্তব্যটি সঠিক না বেঠিক তা পরে আলোচনা করবো। প্রথমে একটু চিন্তা করুন তো । বাংলা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশ তার ভক্ত। তারা তাদের এই প্রিয় বক্তার বয়ানটি শোনার পর কি আর জান্নাতের প্রত্যাশা নিয়ে আগের মত নামাজ পড়বে? তাফসির বয়ানের উদ্দেশ্য কি মানুষকে নামাজ থেকে বিমুখ করা? তার শ্রোতাদের অন্তরে কি এ কথা আসবেনা যে, নামাজ পড়লে জান্নাতে যাবে কুরআনে এমন আয়াত যদি না থাকে, রাসুলের এমন ক
আব্দুল হালীম বিশেষ প্রতিনিধি করোনা মহামারির এই অন্ধকারাচ্ছন্ন সময়ে সরকার ‘মানুষের জীবন নিয়ে খেলা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘করোনার ভুয়া সার্টিফিকেট দেয়া হাসপাতালগুলোকে সরকারই স্বীকৃতি দিয়েছিল। এখন সনদ জালিয়াতিতে সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদফতর ও সংশ্লিষ্টরা একে অপরের ওপর দোষারোপ করছে। কেউ দায় নিচ্ছে না। যারা জালিয়াতির মাধ্যমে ভোট করে ক্ষমতায় থাকে তারা করোনার সনদ জালিয়াতির সার্টিফিকেট দেবে, মানুষের জীবন বাঁচানোর কোনও উদ্যোগ নেবে না- এটাই তো স্বাভাবিক।’ বিএনপির সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সাথে, তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলেও দাবি করেন রিজভী।   তিনি বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছি। তাঁরা মানুষের কল্যাণের জন্য, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, এখনও করে যাচ্ছেন। তাই কোনও অপশক্তিই আমাদেরকে ধ্বংস করতে পারবে না। পুলিশ দিয়
দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ ঐতিহাসিক আয়া সুফিয়াকে নামাজের জন্য উম্মুক্ত করে দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইযয়্যেব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল তুরস্কের প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী ঐতিহ্যের অংশ এবং ওসমানী খেলাফতের অনন্য নিদর্শন ঐতিহাসিক আয়া সুফিয়াকে ৮৬ বছর পর যাদুঘর থেকে পুণরায় মসজিদে রূপান্তরিত করায় বিশ্ব মুসলিম উম্মাহ আনন্দিত ও গর্বিত। এমন একটি ঐতিহাসিক ও সাহসি ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। পীর সাহেব আরো বলেন, এমন একটি হারানো ঐতিহ্য ফিরে পাওয়ায় বিশ্বের নিপিড়ীত ও নির্যাতিত মজলুম মুসলমানদের মনে আসার সঞ্চার করেছে। পীর সাহেব চরমোনাই তুরস্কের প্রেসিডেন্ট ও তার সরকারের সাহসি ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং তাদের প্রশংসনীয় কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করেন। মুসলিম বিশ্বের অন্যান্য নেতৃবর্গও এ জাতীয় সাহসী ভূমিকা পালনের মাধ্যমে মুসলিম উম্মাহর সৌর্য বীর্য ফিরিয়ে আনবেন
মোঃ জিহাদুল ইসলাম ধামরাই ঢাকা প্রতিনিধি  ঢাকার ধামরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ম্যাংগো জুস তৈরি, বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি কারখানার ভবন মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কেলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক বলেন, নকল ম্যাংগো জুস তৈরি ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং তথ্য গোপনের অপরাধে নিউ ভরসা ফুড অ্যাড বেভারেজ লিমিটেডের মালিক রফিকুল ইসলাম পালিয়ে গেলে কারখানার ভবন মালিক কিরনা আক্তারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানায় উৎপাদিত পণ্য ও মেশিনারিজ জব্দ করা হয়েছে।   source https://desh-duniyanews.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b8-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0/
এস.কে নাজমুল হাসান নিজস্ব প্রতিবেদক আজ ২৫ জুলাই ২০২০ এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বাংলাদেশের স্বাস্থ্যখাতে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, তিনি বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের মধ্য দিয়ে করোনা মোকাবালায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। কেবল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক পদত্যাগ করলেই হবে না, সকল দুর্নীতিবাজ মন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী, কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ করতে হবে। করোনা মোকাবালায় একজন ডিজির পদত্যাগই যথেষ্ট নয়৷ জাতির সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে হবে। বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন,দেশ জুড়ে দুর্নীতির যে ভয়াবহতা বিস্তার লাভ করছে, তা শুধু স্বাস্থ্য অধিদফতরে নয়; রাষ্ট্রের সর্বস্তরে তা ছড়িয়ে পড়েছে। মূল সমস্যা চিহ্নিত করে সমাধান করতে না পারলে একজন ডিজির পদত্যাগে দুর্নীতি কমানো সম্ভব নয়। তিনি বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। যে রাজনীতিতে মানবতা, দেশ ও ইসলামের কোনো কল্যাণ নেই তা মানুষের রাজনীতি হত
বরিশালের ইতিহাস ঐতিহ্যের উপর কেউ আঘাত করলে আমরা বরিশাল বাসী কঠোর হস্তে প্রতিহত করবো ইনশাআল্লাহ-মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে আজ (২৫ জুলাই) বিকাল ৩টায় বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম-শায়েখে চরমোনাই এর আহবানে শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক অনুস্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ঐতিহ্যকে ধারন করে অর্ধশতাব্দী ধরে নিজ পরিচয়ে দাড়িয়ে আছে। ইতোমধ্যে কলেজটি সুবর্ন জয়ন্তী উদযাপন করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু হটাৎ করে একটি কুচক্রী মহলের ইশারায় বরিশালের জেলা প্রশাসক গত ২৯ ফেব্রুয়ারি সরকারি বরিশাল কলেজকে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’ নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি বলেন, এটা বরিশাল বাসীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আমরা যেকোন মূল্যে এটা কঠোর হস্তে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারের দৃষ্টি আকর্ষন
 শরীফুজ্জামান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) এর নেতৃত্বে করোনাকালীন সময়ে যে মানবিক পুলিশ গড়ে উঠেছে তা সর্বমহলে প্রশংসিত। মানবিক পুলিশিং এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের বন্যাদূর্গত মানুষের পাশে দাড়িয়েছেন তিনি৷ এরই ধারাবাহিকতায় তার নির্দেশে প্রথম পর্যায়ে আজ চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করা হয়। আজ শনিবার সকালে চিলমারী উপজেলার মাটিকাটা মোড় বাস স্ট্যান্ডে ত্রান বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ও চিলমারী মডেল থানার সহযোগিতায় এসব ত্রান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহামুদ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। প্যাকেজ ত্রানে চাল, ডাল, তেল, লুঙ্গী, শাড়ী ছিল। source https://desh-duniyanews.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a1-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%9c/
মাওলানা আবদুর রাজ্জাক। মাদরাসা সমূহের হিফজ বিভাগ খোলা হয়ে গেছে। প্রায় মাদরাসায়ই ভর্তি ও সবকের কার্যক্রম আরম্ভ হয়ে গেছে। বলা যেতে পারে, মাদরাসাসমূহে প্রাণ সঞ্চার হয়েছে। যাদের প্রচেষ্টায় হিফজ বিভাগ খোলা হয়েছে তারা হলেন, ড. মুশতাক আহমদ, মুফতি ইয়াহিয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী প্রমুখ। উল্লিখিত আলেমগণ কিতাব বিভাগ খোলার বিষয়েও একটা আশ্বাস দিয়েছিলেন। এ নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকও করেছিলেন। তাদের আশ্বাস অনুযায়ী মাদরাসা খোলার বিষয়ে কোনো ঘোষণা না আসার কারণে এবং কিতাব বিভাগ খোলার বিষয়টি বিলম্ব হওয়ার কারণে মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব লাইভে এসে জবাবদিহীমূলক বক্তব্য পেশ করলেন। তিনি তাঁর বক্তব্যে জানালেন, তাদের চেষ্টা-প্রচেষ্টায় নাকি হাইআতুল উলিয়ার বৈঠকে তাচ্ছিল্য করে বলা হয়েছে, অন্য কেহ যেন মাতব্বরি না করে। হাইয়াতুল উলিয়া একটি সাব কমিটিও গঠন করেছে, সরকারের সাথে লিয়াজু করার জন্য। তাই উল্লিখিত আলেমগণ তাঁদের চেষ্টা-প্রচেষ্টা থেকে বিরত থাকলেন। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, হাইয়া’র কোনো তৎপরতা চোখে পড়লো না। যে কারণে কিতাব বিভাগ খোলার বিষয়টি পিছিয়ে পড়ে গেল। ত
মোঃ ইসমাইল ভোলা জেলা প্রতিনিধি ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর থানার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করা হয়। ২৪ জুলাই (শুক্রবার) বেলা ৪ ঘটিকার সময়ে ভোলা সদর কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ চত্বরে থানা সহ-সভাপতি মাওঃ মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় শহরের সর্বস্তরের মানুষের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা আতাউর রহমান মোমতাজী। আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, জেলা সেক্রেটারি এইচ এম ইব্রাহীম খলিলসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। source https://desh-duniyanews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/
ইসহাক বিন ইব্রাহিম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। শহর থেকে দূরে থাকা মানুষের অসহায়ত্ব বাড়ছে। সংক্রমিতদের স্বাস্থ্য সেবা দিতে এরইমধ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে দানের টাকায় গড়ে উঠছে কোভিড১৯ বিশেষায়িত হাসপাতাল। গত ৮ই জুন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর ভান্ডারী এলাকাবাসীর দাবীর মুখে উপজেলা সদরের ২০শয্যা হাসপাতালকে কোভিড১৯ হাসপাতালে বিশেষায়িত করার উদ্যোগ গ্রহণ করেন। কোভিড১৯ হাসপাতাল বাস্তবায়নে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সায়েদুল আরেফিনকে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি,বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করে অর্থ যোগানের বিষয়ে সবার সহায়তা চান।পরবর্তীতে শিশু থেকে বৃদ্ধ আপামর জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিকভাবে সহায়তায় এগিয়ে আসেন। গত ২১শে জুন স্থানীয়দের অর্থে অস্থায়ীভাবে হাসপাতালটি চালাতে স্বাস্থ্য বিভাগের অনুমতি লাভ করে। এরপর থেকে স্থানীয় সংসদ থেকে শুরু করে দানশীল ব্যক্তি, বিভিন্ন সংগঠন, স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদ, উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও কওমি মাদ
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শের আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত মো. শের আলী একজন জলদস্যু। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। শের আলী উপজেলার সরল ইউনিয়ন ২ নং ওয়ার্ড হাজিরখীল মইত্তা বাপের বাড়ি এলাকার হোসেন আহমেদর ছেলে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাঁশখালীর সরল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় জলদস্যুদের উপস্থিতির গোপন খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ১ টি একনালা বন্ধুক, ১৩ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। নিহত শের আলী কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি
আলমগীর ইসলামাবাদীঃ (চট্টগ্রাম জেলা প্রতিনিধি) এবার খুচরা ভোক্তা পর্যায়ে ৬শ টাকায় বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম নিম্নমুখী হওয়ায় প্রতিযোগিতামূলক বাজারে ঠিকে থাকতে সিলিন্ডার প্রতি (১২ কেজি) একশ টাকা করে দাম কমিয়েছে বিপিসি। গত ২১ জুলাই থেকে এলপি গ্যাসের দাম কমানোর এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন এলপিজিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুর রহমান খান। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এসব সিলিন্ডার সারাদেশে পাওয়া যায়। এলপিজিএল সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ উৎস থেকে এলপিজি সংগ্রহ করে বোতলজাত করার পর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিপণনকারী চার অঙ্গ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি (এলএওসিএল) মাধ্যমে বাজারজাত করা হয়। এলপিজিএলের ১২ কেজির প্রতি বোতল গ্যাসের আগের ভোক্তা মূল্য ছিল (ভ্যাটসহ) ৭০০ টাকা। তন্মধ্যে প্রতি বোতল সাকুল্যে ৬১০ টাকা দরে বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করে এলপিজিএল। এতে ব
দেশ দুনিয়া নিউজ ডেস্ক আলজাজিরার ইতিহাসের অন্যতম উপভোগ্য টকশোটা হয়েছে গত পরশু দিন মঙ্গলবার। বিষয় ছিল আয়া সোফিয়া। উপস্থিত ছিলেন আরব মিডিয়ায় তুরস্কের অন্যতম প্রতিনিধি সাংবাদিক হামযা তেকিন। যাকে তুরস্কের ক্ষমতাসীন দলের একান্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তার বিপক্ষে ছিলেন সিরিয়ার কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়াইপিজি সমর্থক ও জার্মান অভিবাসী আবদুল মাসীহ শামী। টকশোর শুরু থেকেই উস্তায হামযা আয়া সোফিয়ার মসজিদরূপে ফিরে আসার পক্ষে যে ঐতিহাসিক দলিলগুলো দিচ্ছিলেন বিভিন্ন ওরিয়েন্টালিস্ট ও খ্রিষ্টান ঐতিহাসিকদের উদ্ধৃতি থেকে, তাতে পুরো টকশোতে বেচারা শামীর চোখ মুখ লাল হওয়া ছাড়া কোন উপায় ছিলো না । হামযা তেকিনের উল্লেখ করা ঐতিহাসিক দলিল ও বাস্তবতার জবাবে বেচারা শামী একনায়কবাদী আরব মিডিয়ার শেখানো বুলিগুলোই আওড়েছেন বারবার। কিন্তু সেসবে আর কতক্ষণ? শেষ পর্যন্ত টকশোর মাঝখান থেকেই অপমানিত হয়ে স্টুডিও ত্যাগ করেন আরব একনায়কদের অন্যতম এই প্রতিনিধি। অথচ কয়েক মিলিয়ন মানুষ সরাসরি লাইভ দেখছিলেন টকশোটি। পুরো আরবজাহানের আলোচিত আল জাজিরার সাপ্তাহিক এ টকশোটির দর্শক ও ফলোয়ার কম করে হলেও পাঁচ মিলিয়ন। যাহোক, আবদুল মাসীহ তার
শফিকুন্নবী বাইজিদ ঢাকা জেলা প্রতিনিধি চলমান করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬৬ দিন গণপরিবহন বন্ধ থাকার পর নতুন করে প্রজ্ঞাপন জারি করে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা হয়েছে। সড়ক পথে অতিরিক্ত ভাড়ার টাকা গুনতে হলেও রেলওয়ে সার্ভিসের ভাড়া আগের মতো থাকায় অনেকেই স্বস্তি পেয়েছিলেন। তবে স্টেশনে লাইন ধরে দাড়িয়ে টিকেট কাটার পরিবর্তে অনলাইনের মাধ্যমে টিকেট টাকার পদ্ধতিতে বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকেই। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেকেরই অনলাইন সম্পর্কে ধারণা না থাকায় কিছু সুবিধাভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকায় টিকেট কিনতে হয়েছে অনেককেই। আজ শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে তথ্য সংগ্রহের জন্য গিয়ে কয়েকজন টিকেট কালোবাজারির সাথে সাক্ষাৎ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অনেকেই অনলাইনে টিকেট কাটতে পারেননা তাই আমরা টিকেট সংগ্রহের বিষয়ে তাদেরকে সহযোগী করছি। অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমাদেরকেও অনেক কষ্টে টিকেট সংগ্রহ করতে হয়। টিকেট নিয়ে সারাদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দাড়িয়ে থাকতে হয়, অনেক সময় সব টিকেট বিক্রি হয়না তাই বাধ্য হয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিই। এদিকে একই
এস.কে নাজমুল হাসান নিজস্ব প্রতিবেদক গতকাল বৃহস্পতিবার ‘বেফাক’ প্রসংগে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম,শায়খে চরমোনাই এক ভিডিও বার্তায় চলমান বেকাফ সংকট সমাধান করতে পরামর্শ দেন। বাংলাদেশ কওমী মাদরাসা সমূহের সর্ববৃহৎ শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ বেফাক-কে ঘিরে বহুমুখী উত্তেজনা চলছে। এটা এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়। বেফাকের দায়িত্বশীলদের ফোনালাপ ফাঁস, দুর্নীতির অভিযোগ ও বিভিন্ন বিতর্ককে তিনি ‘ওলামায়ে কেরামের প্রতি সাধারণ জনগণের শ্রদ্ধা ও ভালোবাসাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলার একটি পথ’ বলে মনে করছেন। চলমান সংকট নিয়ে পীর সাহেব চরমোনাইসহ তিনি উদ্বিগ্ন। দেশের আলেম সমাজ উদ্বিগ্ন ও মর্মাহত। পরিস্থিতির উন্নতিকল্পে তিনি গতকাল একটি ভিডিও বার্তা দিতে বাধ্য হয়েছেন। এটাকে ‘আলটিমেটাম’ও বলা যেতে পারে। মেসেজটা এরকম- “আপনারা দ্রুত লাইনে আসেন, অন্যথায় দেশের আলেম ওলামারা করণীয় নির্ধারণ করে সামনে আগাবে।” শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশের মাদ্রাসাসমূহের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-
আব্দুল হালীম নিজস্ব প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চরাঞ্চলের বাতিঘর খ্যাত সেই বিদ্যালয়টি পদ্মার গর্ভে বিলীন হতে চলেছে। বুধবার (২২ জুলাই) মধ্যরাতে বিদ্যালয়টির ভবন মাঝ বরাবর ফেটে গিয়ে হেলে পড়ে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে ছুটে যাচ্ছে অসংখ্য মানুষ। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।এ ছাড়াও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিযে দুর্ভোগে দিন কাটাচ্ছে চরাঞ্চলের মানুষ। একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নূরুদ্দিন মাদবরেরকান্দি গ্রামে অবস্থিত এস.ই.এস. ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনটি হেলে পড়েছে পদ্মার দিকে। স্থানীয়রা জানায়, পদ্মার নিকটবর্তী হওয়ায় প্রতি বছরই বন্যার পানিতে ডুবে যেতো বিদ্যালয়সহ আশেপাশের এলাকা। গত বছর পদ্মানদী ভাঙতে ভাঙতে পেছন দিক দিয়ে বিদ্যালয়টির কাছে চলে আসে। এরপর গত বছরই ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকিয়ে রাখে। চলতি বর্ষা মৌসুমেও ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে ডাম্পিং চালানো হয়। তবে পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোতের কারণে জিও ব্যাগ ফেলে
এস.কে নাজমুল হাসান নিজস্ব প্রতিবেদক আজ ২৩ শে জুলাই ২০২০ইং বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে “ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠায় গৃহীত দেশবিরোধী চট্টগ্রাম ও মংলা বন্দর ট্রান্সশিপমেন্ট চুক্তি” বাতিলের দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ৷ বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমাদের মুক্তিযুদ্ধে প্রতিবেশী হিসেবে ভারতের ভূমিকা থাকলেও স্বাধীনতা পরবর্তী ভারতের প্রতিটি পদক্ষেপই ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। বিশেষ করে সীমান্ত হত্যার পরিসংখ্যান ক্রমাগত বাড়ছেই। এমনকি করোনা মহামারীকালে সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো গুলি করা হচ্ছে। যা সরকারের নতজানু পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ। এমতাবস্থায় বন্ধুত্বের নামে অগ্রাধিকার ভিত্তিতে সমুদ্র বন্দরে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাংলাদেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার নব্য ষড়যন্ত্র। অবিলম্বে দেশবিরোধী ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করতে হবে। তিনি আরো বলেন, আমরা অত্যান্ত পরিতাপের সাথে লক্ষ করেছি- ২০১০ সালে ভারতের ট্রান্