স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি পীর সাহেব চরমোনাইর

  • এস.কে নাজমুল হাসান
  • নিজস্ব প্রতিবেদক

আজ ২৫ জুলাই ২০২০ এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বাংলাদেশের স্বাস্থ্যখাতে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, তিনি বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের মধ্য দিয়ে করোনা মোকাবালায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। কেবল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক পদত্যাগ করলেই হবে না, সকল দুর্নীতিবাজ মন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী, কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ করতে হবে। করোনা মোকাবালায় একজন ডিজির পদত্যাগই যথেষ্ট নয়৷ জাতির সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন,দেশ জুড়ে দুর্নীতির যে ভয়াবহতা বিস্তার লাভ করছে, তা শুধু স্বাস্থ্য অধিদফতরে নয়; রাষ্ট্রের সর্বস্তরে তা ছড়িয়ে পড়েছে। মূল সমস্যা চিহ্নিত করে সমাধান করতে না পারলে একজন ডিজির পদত্যাগে দুর্নীতি কমানো সম্ভব নয়। তিনি বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। যে রাজনীতিতে মানবতা, দেশ ও ইসলামের কোনো কল্যাণ নেই তা মানুষের রাজনীতি হতে পারে না।



source https://desh-duniyanews.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d-2/

0 Comments