কবিতা: কুরবানী

কুরবানী
ইব্রাহিম হাসান হৃদয়

কুরবানী নয় পশু জবাই
মোটা-তাজা দেখে,
কুরবানী নয় গোস্ত খাওয়া
ফ্রিজ ভর্তি রেখে।

কুরবানী দাও খোদার খলিল
জাতির পিতার মত,
ত্যাগ করে দাও প্রিয় জিনিস
মনকে করে নত।

কুরবানী দাও নিজের ভেতর
লুকিয়ে থাকা প্রাণী,
করবে ক্ষমা আল্লাহ মহান
পাপের যত গ্লানি।

লোক দেখানো কুরবানী নয়
দাও যে প্রভুর তরে,
পৌছিয়ে দাও পাপ্য গুলো
গরীব দুঃখীর ঘরে।



source https://desh-duniyanews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/

0 Comments