নকল মাস্ক স্যানিটাইজার উদ্ধার, সিলগালা হলো দোকান

  • এস.কে নাজমুল হাসান
  • নিজস্ব প্রতিনিধি

খুলনা মহানগরীর মুজগুন্নী এলাকায়
নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান চালিয়ে এক দোকান থেকে নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব ও মশার কয়েল উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা যায় মহানগরীর এই দোকানে নকল সামগ্রী বিক্রির খবর পেয়ে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

গতকাল বুধবার ২৯ জুলাই ২০২০ বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ‘তালহা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। যার বেশিরভাগই সাধারণ মানুষ করোনা দূর্যোগে প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করেন। এসব পণ্য রাজধানীসহ অন্যান্য জেলা থেকে খুলনায় অাসে। এরপর পণ্যের ওপর লেভেল লাগিয়ে সেটি বাজারে ছড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল ফয়সাল জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে মুজগুন্নী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব, মশার কয়েল বিক্রয় করায় ‘তালহা এন্টারপ্রাইজকে’ ১৫ হাজার টাকা জরিমানা এবং দোকানটি সিলগালা করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দের উপস্থিতিতে অভিযান করা হয়। এসময় তাদেরকে জরিমানা, সিলগালাসহ ভবিষৎতে এমন কাজ না করার জন্য সতর্কও করা হয়।



source https://desh-duniyanews.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89/

0 Comments