দেশ দুনিয়া নিউজ
করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৪১ হাজার, যুক্তরাষ্ট্রে গত একদিনে ৭৭০ জন
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আজ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ৩৮ হাজার ৬১ জন। আর মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৬ হাজার ১৭১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক মারা গেছেন যুক্তরাষ্ট্রে। জানা যায় মৃত্যু হয়েছে অন্তত ৭৭০ জন। এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি। এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।
করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৪১ হাজার, যুক্তরাষ্ট্রে গত একদিনে ৭৭০ জন
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/
0 Comments