দেশ দুনিয়া নিউজ
আইসোলেশনে নেতানিয়াহু, করোনা আক্রান্তের আশঙ্কা
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা আক্রান্তের আশঙ্কায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আইসোলেশনে রাখা হয়েছে।
সোমবার( ৩০ মার্চ) ইসরাইলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে সোমবার জানানো হয়েছে যে, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করানোর জন্য আইসোলেশনে রাখা হয়েছে।
নেতানিয়াহুর অফিস থেকে আরো বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। বেশিরভাগ কাজ তিনি বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে করছেন।
নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত ইসরাইলের ৪ হাজার ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ১৬ জন নাগরিক।
আইসোলেশনে নেতানিয়াহু, করোনা আক্রান্তের আশঙ্কা
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0/
0 Comments