দেশ দুনিয়া নিউজ
লালবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ বিতরণ
বিশেষ প্রতিবেদক: আতাউল্লাহ কবীর ভুইয়া
আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালবাগ থানা শাখার উদ্যোগে দুস্থ, দরিদ্র মানুষদের ত্রাণ বিতরণ করা হয়। অসহায় অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন লালবাগ থানা শাখার নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাইর আহ্বানে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়িতে থাকা অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সহায়তার জন্যে আমরা এগিয়ে এসেছি।
নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই বলেছেন দুর্যোগ ও মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। সামর্থ্যবান প্রত্যেককে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট-দুর্দশা কিছুটা হলেও কমিয়ে আনতে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই তাহলে সমাজে কোনো অসঙ্গতি থাকবে না। আমাদের উপর আল্লাহর খাস রহমত বর্ষিত হবে, আমরা এ সকল আজাব গজব থেকে অচিরেই মুক্তি পাবো।
নেতৃবৃন্দ আরো বলেন, পীর সাহেব চরমোনাইর আহ্বানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অসহায় মানুষের সেবায় আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা -৭ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম। লালবাগ থানার সভাপতি হাজী আলী আকবর, সেক্রেটারি মিজানুর রহমান, মুফতী দেলোয়ার হোসেন আশরাফী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষকে সহায়তা করেন, এবং সকল বিত্তবান লোকদের এগিয়ে আসার আহ্বান করেন।
লালবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ বিতরণ
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ac/
0 Comments