Posts
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃত্যু হলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। এর আগে মানসিক চিকিৎসার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়েছিলো। পরিবারের অভিযোগ, ওই হাসপাতালে ভর্তির পরপর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উচ্ছৃঙ্খল আচরণ করায় তারা পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে হাসপাতালের ব্যবস্থাপকও রয়েছেন। মারধর করে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। আজ দুপুরের দিকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর ১২টার শ্যামলীতে তেঁজগাও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে ব্রিফ করবেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া সিসিটির ভিডিও ফুটেজ আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেখাযায়, স
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বোর্ড সদস্যরা মহামারি মোকাবিলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে এই তালিকায় বাইডেন এমন একজনকে রেখেছেন যাকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম রিক ব্রাইট। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প প্রশাসন মহামারির আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়। সোমবার জো বাইডেনের ক্ষমতাগ্রহণকালীন দলের তরফ থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় রাখা হয়েছে রিক ব্রাইটকে। রিক আগে থেকে দাবি করে আসছেন, করোনা নিয়ে আগেই সতর্ক করার পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে বিরোধে জড়ান। এ ছাড়া মহামারি প্রয়োজনীয় জরুরি সামগ্রীর অভাব নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তিনি। পরে সেই সতর্কতা বাস্তব হয়ে দেখা দিলেও ট্রাম্প প্রশাসন থেকে বাদ দেওয়া হয় তাকে। আর এবার ন
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আর্মেনিয়ায় একটি রাশিয়ান সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে দুইজন ক্রু নিহত হয়েছেন। আজারবাইজান সীমান্তে মি-২৪ বিমানটি ভূপাতিত করা হয় বলে সোমবার জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বিমানটিতে থাকা আরেকজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ‘একটি কাঁধে-চালিত ক্ষেপণাস্ত্র ‘ম্যানপেড’-এর আঘাতে বিমানটিকে বিধ্বস্ত করা হয়,’ বলা হয়েছে প্রতিবেদনে। আর্মেনিয়ার দখলে থাকা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূমি বলে স্বীকৃত নাগোর্নো-কারাবাখে যুদ্ধ চলছে। আজারবাইজানের বাহিনী সেখানকার শুশা নামে একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সূত্র : বিবিসি source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সময়ের কন্ঠস্বর ডেস্ক: এক বিচারপতির ছেলের আইনজীবী সনদ নিয়ে রিট করা নিয়ে ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে জরিমানা করায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। প্রতিবাদ স্বরূপ জরিমানার ২০০ টাকা পরিশোধ করতে ১ টাকা করে দিচ্ছেন তারা। এমনকি যে কবিতা ফেসবুকে শেয়ার করার জন্য আদালত অবমাননার রুল জারি করা হয়েছে, বক্সের গায়ে সেই কবিতা সেঁটে দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এমন প্রতিবাদ জানান। এক আইনজীবী জানালেন, আমাদের দুজন আইনজীবীকে সুকুমার রায়ের কবিতা ও একটি সিনেমার ঘটনা ফেসবুকে লেখার জন্য কনটেম্পট ইস্যু করা হয়েছে এবং তাদের একশ টাকা করে জরিমানা করা হয়েছে। আমরা মনে করি এটা শুধু দুই আইনজীবীকে করা হয়নি। আমাদের সুপ্রিম কোর্টের সব আইনজীবীকে এ জরিমানা করা হয়েছে। এ কারণে প্রতীকী প্রতিবাদ করছি। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0
শরীফুজ্জামান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি উত্তরবঙ্গের প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল জলিল মুহাদ্দিস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জন্ডিস ও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আজ রাত ১.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। দেশের করোনা পরিস্থিতিতে সরকারী বিধি-বিধান মেনে আজ বাদ যোহর (২.০০ টায়) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে খলিলগঞ্জ রেল স্টেশন কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তিনি কর্মজীবনে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হিসেবে চাকুরী করে আসছিলেন এবং দীর্ঘদিন ধরে খলিলগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও জামিয়া এছহাকিয়া ইসলামীয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে তার মৃত্যুতে আলেম-উলামা, ছাত্র সমাজ ও এ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে ৷ রাজনৈতিক,অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিগণ শোকপ্রকাশ করেছেন ৷ source https://deshdunianews.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%96%e0%a7
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদায়ন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত পেয়েছেন পুলিশের যে ৬ কর্মকর্তা, তারা হলেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলা, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. কামরুল আহসান, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাজহারুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ একাডেমী রাজশাহীর ডিআইজি খন্দকার গোলাম ফারুক। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বেশি তেল-মশলা দিয়ে রান্না খাবারে শরীর খারাপ হতে পারে। তার চেয়ে সুস্বাদু অথচ স্বাস্থ্যকর খাবার রাঁধতে পারেন। যেমন ধরুন মিষ্টি পোলাও। রাঁধতে বেশি সময় লাগে না। আবার ভারি লাগে না পেটও। শুধু ছুটির দিনেই কেন, চাইলে অতিথি আপ্যায়নও করতে পারেন এই মিষ্টি পোলাও দিয়ে। মিষ্টি পোলাও উপকরণ: বাসমতি চাল— ৩ কেজি, জল— ১২ কাপ, কেশর— ৬-৭টি, দুধ— ২ টেবিল চামচ, ঘি— ২০০ গ্রাম, কাজু বাদাম— ১৫০ গ্রাম, কিশমিশ— ৫০ গ্রাম, গোটা গরমমশলা— ২ টেবিল চামচ, জায়ফল— এক চিমটে, জয়িত্রী— এক চিমটে, গরম মশলা গুঁড়ো— আধ চা চামচ, কেওড়া জল— কয়েক ফোঁটা ,গোলাপ জল— কয়েক ফোঁটা, চিনি— ১০০ গ্রাম, নুন— স্বাদ মতো, গোলাপের পাপড়ি— সাজানোর জন্য। প্রণালী: প্রথমে বাসমতি চাল জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পরে চাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রাখুন। এ বার কড়াইয়ে ঘি গরম করে চাল ছে়ড়ে দিন। চাল সামান্য ভাজা ভাজা হয়ে এলে একে একে বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, এক চিমটে নুন ও চিনি দিন। পরিমাণ মতো জল দিয়ে ভাল করে নাড়াচাড়া করে ঢাকা দিন। ভাত ফুটে জল শুকিয়ে এলে নামিয়ে নিন। একটি কড়াইয়