ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

দেশ দুনিয়া নিউজ
ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আজ শুক্রবার দেশে চলমান মহামারীতে বিভিন্ন এলাকায় দুর্দশাগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে ইসলামী যুব আন্দোলন ৷

যুব সেক্রেটারি মাওলানা নেসার উদ্দিন বলেন, ইসলামী যুব আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম আজ দেশের বিভিন্ন এলাকায় চলমান মহামারীতে দুর্দশাগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। গতকাল আপনাদের তরফ থেকে যে অর্থ সাহায্য আমাদের হাতে পৌঁছেছিল তা দিয়ে আজ প্রায় ৯০ টি পরিবারের কাছে নির্দিষ্ট একটি ফুড প্যাকজ পৌঁছে দিয়েছি। দুটি স্পটে ত্রাণ বিতরণ কর্মসূচী পালিত হয় ৷ কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকি ও শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ মুহাম্মদ নূরুন্নবী ডেমরা এলাকায় গরীব অসচ্ছল মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ৷

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিতরণ

এর পূর্বে গতকাল কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারী জেনারেলের পক্ষ থেকে যৌথভাবে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়,

প্রিয় দেশবাসী! 

আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসের অশুভ ছোবলে আজ আক্রান্ত আমাদের প্রিয় বাংলাদেশ। প্রায় ১ সপ্তাহ পর্যন্ত জনজীবন স্থবির হয়ে আছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শ্রেণীর খেটে খাওয়া মানুষগুলো। যারা “দিন এনে দিন খেয়ে” জীবিকা নির্বাহ করে তাদের করুন আর্তনাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত দুই/তিন দিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় এই মানুষগুলোর পাশে দাড়াঁনোর জন্য আমাদের কাছে নানারকম আবেদন-নিবেদন আসছে। মানুষের পাশে থাকার ধারাবাহিক পদক্ষেপের এপর্যায়ে আমরা খাদ্য সংকটে নিপতিত কিছু সংখ্যক অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করছি। আর এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হতে পারে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে। আমরা টার্গেট নিয়েছি যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব আমরা এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করবো, তবে তা নির্ভর করবে সংগৃহীত ফান্ডের উপরে। প্রাথমিক পর্যায়ে আমরা ন্যূনতম ১০০০/- টাকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে আপাতত ৫০০ পরিবারের কাছে পৌঁছাতে চাই। আমাদের সরবরাহকৃত পণ্য সামগ্রীতে থাকবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, সাবান, লবণ ইত্যাদি। এই মহতী কাজে আমরা আপনাদেরকে আমাদের পাশে চাই। সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলেই আমাদের সাথে সামিল থাকবেন এটাই প্রত্যাশা। আপনার পরিচিতজনদের মধ্যেও অনেকে হয়তো এমন সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে আছেন, এ আহবানে সাড়া দিয়ে যারা সহয়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে নেতৃদ্বয় বলেন, আপনাদের আন্তরিকতায় এ পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে ৮২,১১০/-টাকা। আপনাদের পক্ষ থেকে প্রাপ্ত টাকা ইতোমধ্যেই চারটি এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছে। যা দিয়ে ইসলামী যুব আন্দোলনের স্বেচ্ছাসেবীরা ৯০ টি পরিবারকে # চাউল ১০ কেজি# আটা ২ কেজি # আলু ২ কেজি # ডাল ১ কেজি # পেঁয়াজ ১ কেজি # তৈল ১ লিটার# গায়ে মাখা সাবান ১টি # কাপড় ধোঁয়া সাবান ১টি পৌঁছে দিয়েছে। নেতৃদ্বয় বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনিও চাইলে এ মহৎ কাজে সম্পৃক্ত হতে পারেন। নীচে দেয়া নাম্বারগুলোতে অর্থসাহায্য পাঠালে আমরা বিশ্বস্ততার ও আমানতদারতার তা পৌঁছে দিব প্রকৃত হকদারদের হাতে। আতিক : ০১৬১২২৯২৭৬৯ [বিকাশ] নেছার : ০১৭১১১৫৯৬৭৬ [বিকাশ] মুজাহিদ : ০১৫১১৪১৬২১৬ [বিকাশ] ০‌১৯১১৪১৬২১৬ [রকেট] -আহ্বানে কেএম আতিকুর রহমান কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন, সেক্রেটারী জেনারেল ইসলামী যুব আন্দোলন ৷

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ
deshdunianews



source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/

0 Comments