করোনায় যুক্তরাষ্ট্রে আরও একজন বাংলাদেশির মৃত্যু

দেশ দুনিয়া নিউজ
করোনায় যুক্তরাষ্ট্রে আরও একজন বাংলাদেশির মৃত্যু

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগেও এ ভাইরাসে দেশটিতে কয়েকজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত ২৮ জানুয়ারি মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক রাবর্ট রেডফিল্ড এক ইমেইলে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ঝুঁকি খুবই কম। সহসাই যুক্তরাষ্ট্র করোনা  দেশব্যাপী ছড়িয়ে পড়বে না। কিন্তু এর মাত্র দুই মাসের মাথায়, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। একদিনেই মারা গেছেন ৪০০ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০।

এ অবস্থায় চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাধারণ মার্কিন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। উদ্ভূত পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে আগামী একশ’ দিনের মধ্যে এক লাখ ভেন্টিলেটর স্থাপন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে করোনা মোকাবিলায় দুই লাখ কোটি ডলারের একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটিই মার্কিন কংগ্রেসে পাস হওয়া সবচেয়ে বড় অংকের বিল। করোনা মহামারীতে চাকরি হারানো ব্যক্তি, ক্ষতিগ্রস্ত শিল্পের সহায়তা এবং জরুরী চিকিৎসা সামগ্রী কিনতে এ অর্থ ব্যয় করা হবে।

করোনায় যুক্তরাষ্ট্রে আরও একজন বাংলাদেশির মৃত্যু
deshdunianews



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/

0 Comments