Posts
দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ মুফতি ফয়জুল্লাহঃ মহাসচিব, ইসলামী ঐক্যজোড় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান আলেমেদ্বীন ও রাজনিতিক, মাওলানা আবদুল লতিফ নেজামী সাহেব রহ, আজ (১১/০৫/২০২০) বাদ মাগরীব (৮,৩০ মিনিটের) দিকে রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন إنا لله وإنا إليه راجعون দেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা,আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আবদুল লতিফ নেজামী সাহেব রহ, এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে। সমৃতির আয়নায় ভেসে উঠছে টুকরো টুকরো অনেক ঘটনা। আহ্ এত দ্রুত তাঁকে হারিয়ে ফেললাম প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মাওলানা নেজামী সাহেব রহ বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাঁকে কোন দিন তাকে ভুলতে পারবো না। তাঁর চিন্তা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তাঁর যুক্তিনির্ভর, গাম্ভীর্যপুর্ন উচ্চারন প্রতিবার অনুপ্রানিত হয়েছি, তাঁর আন্তরিকতাপূর্ণ দু’আ লাভ করেছি।তাঁর হাস্যোজ্জল মুখ ভুলতে পারবো না ।তাঁর পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাকে বাকে। তিনি ছিলেন একজন অভিভাবক আ...
কে এম হুমায়ুন কবির: চলমান করোনা সংকটে দেশের উচ্চ থেকে নিন্মবিত্ত শারীরিক না হলেও মানসিকভাবে ভালো নেই কেউ। কারণ সবারই মনে এক অজানা প্রশ্ন, কখন শেষ হবে এ মহামারী? এই প্রশ্নে উত্তর হয়তবা জানা নেই কারো। একমাত্র সৃুষ্টিকর্তাই ভালো জানেন এ প্রশ্নের উত্তর। তারপরেও সৃষ্টিকর্তার উপর ভরসা করে পথচলতে হবে। রহমত ও ক্ষমা চাইতে হবে যাতে দ্রুত এ মহামারির অবসান হয়। চেষ্টা করতে হবে এ জীবন যুদ্ধে বেঁচে থাকার। ইতিপূর্বে যত মানব যুদ্ধ সংঘটিত হয়েছিল তাতে নির্দিষ্টএকটা শ্রেণির অংশগ্রহণ ছিল। কিন্তু চলমান অদৃশ্য যুদ্ধে অংশগ্রহণ করতে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। এ জীবনযুুদ্ধে বাদ পড়েনি শিশু,যুবক,বৃদ্ধা কেউ। সমাজের নর-নারী থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষরাও সমান্তরাল এ যুদ্ধে অংশগ্রহণ করছে। চলমান এ যুদ্ধে কোন শ্রেণির মানুষ কতটা ত্যাগ স্বীকার করছে তা কেবল ভুক্তভোগীরাই জানে। চোখের গহ্বরের অশ্রুকে আবদ্ধ রেখে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভালো থাকার সব গল্প এক নয়। কেউ কোটি টাকা ব্যাংকে মজুদ রেখে বলছে আফসোস! ভালো ন্ইে। কেউ দুদিনের খাবার মজুদ রেখে ভরসার ভালো থাকা আবার কেউ খাদ্যের খুঁজে বের হয়ে হতাশার ভ...
ইন্জিনিয়ার কামরুল হাসান: ছবিটিতে ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের সামনে বসা যুবতীর নাম সিলভিয়া রোমানো।পেশায় একজন সেচ্ছাসেবী, দীর্ঘ প্রায় দেড় বছর আগে সে সেবা প্রদানের কাজে কেনিয়ায় গমন করেন এবং সেখান থেকে কিডন্যাপ হন। তার গুম হওয়ার খবরটি যখন কর্মরত সংস্থা ও পরিবারের পক্ষ থেকে ইতালির সরকার ও আইন শৃঙ্খলা বাহিনির কাছে অবহিত করা হয়,ইতালির প্রশাসন ও গোয়েন্দা সংস্থার একটি টিম প্রায় দেড় বছর নিরলস পরিশ্রম করে শুধু মাত্র তাদের একজন ইতালীয় নাগরিককে উদ্ধার করতে। সর্বশেষ ইতালিয়ান গোয়েন্দা সংস্থা ও তুর্কীর সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় কেনিয়া থেকে গুম হওয়া সিলভিয়া রোমানোকে সোমালিয়া থেকে উদ্ধার করে তাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেন। এখানেই শেষ নয় এই বৈশ্বিক ক্রান্তিলগ্নে সিলভিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার সাথে সাথেই ইতালি থেকে একটি বিশেষ ফ্লাইটে করে তাকে সোমালিয়া থেকে ইতালীতে আনা হয়। এটি ছিল, ইতালির পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দাবাহীনির বিমান আইসের একটি ফ্লাইটে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর চাম্পিনোতে অবতরণ করেন। সিলভিয়া যখন ইতালিতে পা রাখেন তখন ইতালির সময় দুপুর ২ টা। সিলভিয়ার স্বদেশে প্রত্যার্বতনকে স্ব...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সম্প্রতি সউদীর মরহুম বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের ছেলে প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সউদকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সউদী। এমনকি তিনি বর্তমানে কোথায় আছেন, কেমন আছেন সে বিষয়েও কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে সউদী কর্তৃপক্ষ। ফলে সন্দেহ দানা বাঁধছে যে, তাকে হয়তো কর্তৃপক্ষ জোর করেই লোকচক্ষুর অন্তরালে রেখেছে। সউদী রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত একটি সূত্রও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে এমন আশঙ্কার কথা প্রকাশ করেছে। রাজপরিবারের সদস্যদের এভাবে একের পর এক গ্রেফতারের ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অভিযোগ উঠেছে যে, ৩৪ বছর বয়সী এই ক্রাউন প্রিন্স ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই এসব পদক্ষেপ নিয়েছেন। এদিকে গত শনিবার এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে যে, প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহকে মার্চ মাসে বিনা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেসময় থেকেই বিনা বিচারে তাঁকে অজ্ঞাত কারাগারে আটক রাখা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শনিবার জানিয়েছে, সউদী আরব কর্তৃপক্ষ মার্চ মাস থেকে বাদশাহ আবদুল্লাহর...
দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদিআরবের কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মাওলানা সৈয়দ হাবিবুল্লাহ বেলালীর আম্মাজান আজ রাত-০৩:০০ ঘটিকার সময় ইন্তিকাল করেছেন ৷ ইন্না-লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমার ইন্তিকালে দেশ দুনিয়া নিউজের সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক গভীর শোক প্রকাশ করেন ৷ তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ৷ তিনি বলেন, এই মহীয়ষী মহিলা একজন বুজুর্গ আলেমের স্ত্রী এবং কয়েকজন আলেমের মা ছিলেন । মরহুমার নাতিরা প্রায় আলেম । তিনি একটি দীনি পরিবারের মুরুব্বি ছিলেন । তার পুরোজীবনটিই দীনি পরিবেশে কেটেছে ৷ আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন ৷ আমিন ৷ source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/
মা দিবস ইব্রাহিম হাসান হৃদয় মাকে ভালো বাসতে কেন লাগবে দিবস দিন, সারাজনম বাসলে ভালো শোধ কী হবে ঋণ। শান্তি সুখের সেই ঠিকানা ছিলো মায়ের কোল, মা শেখালো চলতে আমায় মা শেখালো বোল। মায়ের মায়া আছে আমার চারিপাশ টা ঘিরে, বারে বারে তাইতো মায়ের কোলে আসি ফিরে। মা ছাড়া এই উদাস হৃদয় শূন্য লাগে বুক, মায়ের মুখে তাকিয়ে আমি পাই অনেক সুখ। source https://deshdunianews.com/world-mother-day/
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে অভিযোগ এনে বিতর্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। আজ (১০ মে) রবিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী এই কালাকানুনটি প্রণয়ন করা হয়েছে মতপ্রকাশের পথ রুদ্ধ করতেই।গণমাধ্যম ও নাগরিকদের বিরুদ্ধে কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের নিন্দা জানিয়ে অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবি জানান নেতৃদ্বয়। তারা বলেন, সম্প্রতি এই আইনে বেশ ক’জন সাংবাদিক ও লেখককে গ্রেফতার করা হয়েছে। সাধারণ নাগরিকরা রেহাই পাচ্ছেন না। সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। এই আইনে মামলা ও গ্রেফতারের যে সব ঘটনা ঘটছে পরিস্কারভাবে তা গণমাধ্যম ও বাক স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। বিবৃতিতে সাংবাদিক নেতারা অবিলম্বে ‘নিবর্তনমূলক’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। source https://deshdunianews.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%...