দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা বন্ধ করে দিয়েছিল তার প্রশাসন। এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেয়া হয়।
এবার ট্রাম্পের বন্ধ করা ওই সব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিস।
ডেমোক্র্যাটিক দলের এ নেত্রী রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক ইমেইল সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না। ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার।
তিনি বলেন, জো বাইডেন এবং আমি প্রতিটি ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মূল্য বুঝি। সেই সঙ্গে তাদের ইচ্ছা এবং ভাবনার মূল্য আমাদের কাছে রয়েছে। আমরা একত্রে প্রতিটি ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের স্বাধীনতা, নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য কাজ করব। তিনি আরও বলেন, আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশ দুনিয়া নিউজ /এন এন
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/
0 Comments