Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে অভিযান চালিয়ে ৯ হাজার ৯শ ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলো- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুপপতী এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আকতার মিয়া (২৫)। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোটবাজার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯শ ৮০পিস পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯লক্ষ ৯০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের চারদিন পর খোকন মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা বাজারের পাশে এক পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চর জামিরা গ্রামের রোস্তম আলীর ছেলে খোকন মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলো। গত সোমবার (২৬ অক্টোবর) সকালে সে বাড়ি থেকে বের হয়ে চর জামিরা বাজারে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে বুধবার সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাজারের পাশে পুকুরে তার লাশ দেখতে পায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে পরিবারের লোকদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, উদ্ধারকৃত কিশোরের লাশটি অর্ধগলিত ছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ জার্নাল/এসকে মিডিয়া পার্টনার দেশ দুনিয়া নিউজ Source source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%
সাইফুল ইসলাম।  স্ট্রোক কি? #স্ট্রোক:মাথা/ব্রেইন এর নির্দিষ্ট টিস্যু নষ্ট হওয়ায় ব্রেইন কাজ ব্যাহত হয়।দুটি উপায় হয়:- ১.শিরাতে রক্ত জমাট বাঁধায় নির্দিষ্ট এরিয়াতে রক্ত যাওয়া বন্ধ হয়ে যায়(৮৫%হয়)।কারন:- শিরাতে ফ্যাট জমা হয়ে রক্ত জমাট বেঁধে থ্রমবাস হয়, এম্বোলাস হয়। ২.ব্লাড ভেসেল ছিড়ে যাওয়ায়।(১৫%হয়।) কারণ:-দুর্বল ব্লাড ভেসেল ছিড়ে যায় এনিউরিজম , এট্রিওভেনাস মালফর্মেশন এর জন্য। #ট্রানজিয়েন্ট ইশকেমিক অ্যাটাক/আমরা যেটাকে মিনিস্ট্রোক বলি:-এক্ষেত্রে রোগী 24 ঘন্টার মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এটাকে সতর্কতা স্ট্রোকের জন্য বলা হয় যেটা পরবর্তীতে গুরুতর স্ট্রোক হতে পারে। # কাদের ঝুঁকি বেশি বা হওয়ার সম্ভাবনা বেশি:- [ পরিবর্তন করা যায় না এমন] ® বয়স্কদের ® পুরুষের ঝুঁকি বেশি নারীদের থেকে। ® মায়োকার্ডিয়াল ইনফার্কশন। © পূর্বে স্ট্রোক করেছে এমন ব্যক্তি। ® বাবা-মা বা বংশগত স্ট্রোক করার প্রবণতা যাদের বেশি। [পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা যায়] ® যাদের রক্তচাপ বেশি। ® ডায়াবেটিস রুগী। ® যাদের কোলেস্টেরল এর মাত্রা বেশি। ® যারা সিগারেট খায়। ® যারা বেশি বেশি পরিমাণে মদ খ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার দিবাগত রাতে তাকে পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার দেখানো হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আশেক এলাহিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হবে। এ সময় তার রিমান্ড আবেদন করা হবে বলে জানান পিবিআই কর্মকর্তারা। এ নিয়ে ফাঁড়ির তিন পুলিশ সদস্য ও সন্দেহভাজন হিসেবে আরেকজনকে গ্রেপ্তার করলো পিবিআই। তারা হলেন- কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুন উর রশিদ ও সর্বশেষ আশেক এলাহি। এদের মধ্যে কনস্টেবল হারুন রশীদকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে আজ। এছাড়া গতকাল বুধবার দুই দফা রিমান্ড শেষে কনস্টেবল টিটু চন্দ্র দাসকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এই মামলার মূল সন্দেহভাজন বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত এসআই আকবরক এখনো পলাতক রয়েছে। রায়হান হত্যা মামলায় এর আগে গত ২৫ অক্টোবর শেখ সাইদুর নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে তাকে ৫৪ ধারায় আদালতে চালান দেয়া হয়। পিবিআই’
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ফ্রান্সসহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেন, কথিত ব্যঙ্গচিত্রের মাধ্যমে যারা আমাদের নবীকে ব্যঙ্গ করার দুঃসাহস করে এমন কলঙ্কিত লোকদের সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন নেই। তবে নবীকে যারা আক্রমণ করে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য সম্মানের বিষয়। বুধবার (২৮ অক্টোবর) তুর্কি পার্লামেন্টে এক ভাষণে এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময় অতিক্রম করছি যখন ইসলাম, মুসলিম ও বিশ্বনবীকে অবমাননা করা হচ্ছে। এটি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বেষ গোপন করারও কোনও প্রয়োজন বোধ করে না।   Source source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে ফের বাড়ানো হয়েছে। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান মহামারি কোভিড- ১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংএ এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিস্তারিত আসছে…   Source source https://deshdunianews.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: এতদিন তুরস্কের মানববিহীন বিমান বা ড্রোন বিশেষতঃ বাইরাকতার টিবি টু আন্তর্জাতিক মহলে বেশ চর্চিত হয়ে উঠেছিল। সিরিয়া, লিবিয়া ও আর্মেনিয়াতে শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ড্রোন গেইম চেন্জ করে দেয়। এবার তুরস্কের ড্রোন বিপ্লব নতুন মোড় নিতে চলেছে। তুরস্ক বিমান ড্রোনের পাশাপাশি এবার জলচর ড্রোন (AUSV) তৈরি করতে চলেছে। গত ২৮ অক্টোবর তুরস্কের দুই কোম্পানি মেতেকসান সাওনুমা ও ARES শিপয়ার্ডের যৌথ উদ্যোগে নির্মিত হতে চলা সামুদ্রিক ড্রোন উলাকের পর্দা উন্মোচন করা হয়েছে। মেতেকসান সাওনুমা টুইটবার্তায় এই সুসংবাদ জানিয়েছে‌ । উলাক্ব হল তুর্কি শব্দ এর অর্থ রসূল বা দূত।৪০০ কিমি পাল্লা বিশিষ্ট এই ড্রোনটির গতি হল ঘন্টায় ৬৫ কিলোমিটার। এবছরের ডিসেম্বরে এই ড্রোনটি প্রথম লঞ্চ করা হবে ও আগামী বছর অর্থাৎ ২০২১ সালের বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, এ ড্রোন নজরদারি, মহড়া ও গোয়েন্দা কাজে সক্ষম। জ‍্যামিং সিস্টেম EW ও EO সেন্সর বিশিষ্ট এই ড্রোনটি স্থল স্টেশন থেকে পরিচালনা করা হবে। এছাড়া এই ড্রোনটির পরবর্তী সংস্করণগুলি ASU ও MCM ক‍্যাপাবিলিটি যুক্ত হবে ব