এবার শত্রুদের জলাতঙ্ক হয়ে আসছে তুরস্কে নতুন জলচর ড্রোন ‘উলাক’

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
এতদিন তুরস্কের মানববিহীন বিমান বা ড্রোন বিশেষতঃ বাইরাকতার টিবি টু আন্তর্জাতিক মহলে বেশ চর্চিত হয়ে উঠেছিল। সিরিয়া, লিবিয়া ও আর্মেনিয়াতে শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ড্রোন গেইম চেন্জ করে দেয়। এবার তুরস্কের ড্রোন বিপ্লব নতুন মোড় নিতে চলেছে।

তুরস্ক বিমান ড্রোনের পাশাপাশি এবার জলচর ড্রোন (AUSV) তৈরি করতে চলেছে। গত ২৮ অক্টোবর তুরস্কের দুই কোম্পানি মেতেকসান সাওনুমা ও ARES শিপয়ার্ডের যৌথ উদ্যোগে নির্মিত হতে চলা সামুদ্রিক ড্রোন উলাকের পর্দা উন্মোচন করা হয়েছে। মেতেকসান সাওনুমা টুইটবার্তায় এই সুসংবাদ জানিয়েছে‌ ।

উলাক্ব হল তুর্কি শব্দ এর অর্থ রসূল বা দূত।৪০০ কিমি পাল্লা বিশিষ্ট এই ড্রোনটির গতি হল ঘন্টায় ৬৫ কিলোমিটার। এবছরের ডিসেম্বরে এই ড্রোনটি প্রথম লঞ্চ করা হবে ও আগামী বছর অর্থাৎ ২০২১ সালের বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এ ড্রোন নজরদারি, মহড়া ও গোয়েন্দা কাজে সক্ষম। জ‍্যামিং সিস্টেম EW ও EO সেন্সর বিশিষ্ট এই ড্রোনটি স্থল স্টেশন থেকে পরিচালনা করা হবে। এছাড়া এই ড্রোনটির পরবর্তী সংস্করণগুলি ASU ও MCM ক‍্যাপাবিলিটি যুক্ত হবে বলে জানা গেছে।



source https://deshdunianews.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%af/

0 Comments