Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক    বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হবে। এ লক্ষ্যে নেপালের লুম্বিনীর ডেভেলপমেন্ট ট্রাস্ট ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ জুলাই) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যরা এসময় যুক্ত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটি ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এসেছে। লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা। এই স্থানের সঙ্গে বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বিদের সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। ‘সেখানে একটা আশ্রম বা প্যাভিলিয়ন নির্মাণের জন্য বাংলাদেশ থেকে আবেদন করার পর তারা একটা প্লট দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এটি প্রসেস হয়েছে। বাংলাদেশের বৈধ আশ্রম নির্মাণ, প্যাভিলিয়নের খরচ বহন করতে হবে এই শর্তে দেওয়া হয়েছে। এজন্য মোট ৫১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫২৭ টাকার প্রয়োজন হবে। আমাদের পররাষ্ট্র
কুরবানী ইব্রাহিম হাসান হৃদয় কুরবানী নয় পশু জবাই মোটা-তাজা দেখে, কুরবানী নয় গোস্ত খাওয়া ফ্রিজ ভর্তি রেখে। কুরবানী দাও খোদার খলিল জাতির পিতার মত, ত্যাগ করে দাও প্রিয় জিনিস মনকে করে নত। কুরবানী দাও নিজের ভেতর লুকিয়ে থাকা প্রাণী, করবে ক্ষমা আল্লাহ মহান পাপের যত গ্লানি। লোক দেখানো কুরবানী নয় দাও যে প্রভুর তরে, পৌছিয়ে দাও পাপ্য গুলো গরীব দুঃখীর ঘরে। source https://desh-duniyanews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি হেফাজত আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। ৩১শে জুলাই রোজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, মুসলিম জাতির জন্য হজ্জের মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ তায়া’লার নৈকট্য হাসিল করার বিশেষ কিছু ইবাদত উল্লেখ আছে, যেমন- হজ্জে বাইতুল্লাহ, আরাফার দিনের রোজা, পশু কোরবানি ইত্যাদি । ঈদুল ফিতরের পর বিশ্বমুসলিমের নিকট সমাগত হলো পবিত্র ঈদুল আজহা যা বিশ্বমুসলিমদের পাশাপাশি বাংলাদেশের মুসলমানদের নিকট মযা‍র্দাপূর্ণ ধর্মীয় উৎসব। তিনি বলেন, প্রতিবারের হজ্জে বাইতুল্লাহ ও ঈদুল আজহা উদযাপন আর এবারের উদযাপনে ভিন্নতা রয়েছে। আমরা বর্তমানে প্রতিকুল পরিবেশ অতিক্রম করছি। মহান আল্লাহ যদি রক্ষা বা ক্ষমা না করেন তাহলে বাঁচার কোন উপায় নেই। তাই এ মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহর দিকে রুজু হওয়া ও তাওবা ইস্তিগফারের আমল বেশি বেশি করা। আমীরে হেফাজত, দেশবাসীসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও
শরীফুজ্জামান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বিশ্বব্যাপী করোনা মহামারীতে বিপর্যস্ত অবস্থায় দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত পানিবন্দি মানুষ দুর্ভোগে দিনযাপন করছেন। তাদের এই অসহায়ত্বে পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিরা। এমতাবস্থায় তাদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ ৩০ শে জুলাই বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি প্রতিনিধি দল খাদ্য সামগ্রী এবং অন্যান্য সহায়তা পৌঁছে দিয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার পানিবন্দি মানুষের হাতে। সরেজমিনে ঘুরে দেখেন এবং হাটু পানিতে নেমে ভুক্তভোগীদের সাথে কথা বলেন, তাদের দুরবস্থার কথা শোনেন কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম , বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের কাছে এখন বন্যাদুর্গতরা চরম উপেক্ষিত। পানিবন্দি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য সরকারি এবং স্বচ্ছল মানুষের পক্ষ থেকে সহায়তা একান্ত প্রয়োজন। তাই তিনি পানিবন্দি মানুষকে সহায়তার জন্য দেশ
মাওলানা আবদুর রাজ্জাক আমরা মুসলিমরা অনেক কিছু করি, মন থেকে করি না। অনেক কিছু বলি, মন থেকে বলি না। আমরা তাওবার কালিমা পড়ে কিন্তু অন্তরে পাপাচার ত্যাগের সংকল্প করিনা। মুখে মুখে রবের বড়ত্বের ঘোষণা দিই। কিন্তু রবের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিতার স্পৃহা অন্তরে লালন করি না। যেমন আমরা জিলহজ্বের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতিটি মুসলিম নর-নারী, ফরয সালাত শেষ করে তাকবিরে তাশরিক পাঠ করবো। কিন্তু এই তাকবিরে আমরা কি বলছি? কেন বলছি? তা অন্তরে ধ্যান করিনা। যে কারণে আমাদের ঈমানী চেতনা জেগে উঠে না। মহান খালেকে কায়েনাতের নির্দেশ পালনে মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জবেহ করার এবং জবেহ হবার দৃশ্য অবলোকন করে হযরত জিবরাঈল আলাইহিস সালাম বলে উঠেছিলেন:……. আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম মহান খালেকে কায়েনাতের নির্দশ পালেন উৎসর্গ হতে পেরেছেন এই হিসেবে বলে উঠলেন —– লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ একমাত্র ইলাহ এবং আল্লাহ সব চেয়ে বড়। আর হযরত ইব্রাহীম আলা
ফাতেমা আক্তার সিক্তু এই ছেলে আমাকে ধ’রো না! বলেই এক লাফে টেবিলের অপর প্রান্তে চলে গেলো বইটি। বাবু হতভম্ব হয়ে গেল। কী ব্যাপার— এমন তো হবার কথা ছিলো না! সে তো আর অচেনা কেউ নয়। সে বাবু। চতুর্থ শ্রেণির সকল বইয়ের পরিচিত বাবু। হ্যাঁ, হতে পারে অন্য সকল বইয়ের চাইতে গণিত বইয়ের সাথে ওর সখ্য কম, তাতে কী! একেবারে অপরিচিত কেউ তো নয়। অন্যান্য বছরের চেয়ে এ বছর সবকিছুতে ব্যতিক্রম। সেই প্লে ক্লাস থেকে শুরু করে —নার্সারি, ওয়ান, টু, থ্রি প্রতিটি ক্লাসে বছরের শুরু থেকেই পড়ার কী ধুম! ক্লাস, কোচিং, পরীক্ষা—সব মিলিয়ে দম ফেলারও ফুরসত থাকে না। আর এবার? করোনার জন্য মার্চ থেকেই স্কুল বন্ধ। এখন জুলাই মাস, অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি চলতো এই সময়ে। কিন্তু নাহ, প্রথম সাময়িকই হলো না। বাবুর অবশ্য স্কুল বন্ধ থাকলেই বেশি ভালো লাগে। ইচ্ছেমতো খেলা যায়, কার্টুন দেখা যায়, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা যায়। ইদানিং আবার একটা বিড়ালছানা এসে জুটেছে। ওটাকে নিয়েও বাবুর সময় আনন্দেই কাটছে। কাজের কাজ বলতে দৈনিক কয়েক পৃষ্ঠা হাতের লেখা মায়ের কাছে জমা দিতে হয়। ছয় পৃষ্ঠা লেখার কথা থাকলেও—এখন-তখন করে করে—ঘুমের ভান ধরে। কি
এস.কে নাজমুল হাসান আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২০ ইং ও হিজরি ০৯ জিলহজ্জ অাজ পবিত্র হজ পালিত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণে বৈশ্বিক মহামারির কারণে এবার মাত্র এক হাজার মুসুল্লি নিয়ে হজ হচ্ছে সীমিত পরিসরে। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ্বের মূল কাজ। এই ময়দানে আজ ধ্বনিত হবে لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক।’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)। আজ কাবা শরিফে নতুন গিলাফও পরানো হবে। এ বছর শুধু সৌদি নাগরিকদের অংশগ্রহণে পবিত্র হজ পালিত হচ্ছে। এবার সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। মহামারি করোনার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার যাঁরা হজ করছেন, তাঁরা আজ সূর্যাস্তের আগপর্যন্ত আরাফাতের ম