Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক : ফেনী সদর মোটবী ইউনিয়নে করোনা পজিটিভ ১টি লাশ দাফন সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা লাশ দাফন টিম। লষ্করহাট বাজারের পূর্ব পাশে মোটবী গ্রামের উমেদ আলী ভূইয়া বাড়ির এডভোকেট ফজলুল করিম ভূইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১মে চট্টগ্রাম বহদ্দারহাট হাসপাতালে মৃত্যু বরণ করেন। ইউএনও- এর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার লাশ দাফন টিম রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌছে। সেখানে পৌছে দেখা গেল লাশ বহনের খাটিয়া প্রস্তুত নাই। লাশের শারিরিক গঠন হিসেবে কবরটিও যথার্থ নয়। কবর খোঁড়ার কাজে পেশাদারিত্ব/প্রতিনিধিত্ব করা এলাকার মানুষগুলো আসতে সম্মত হয়নি, তাই কয়েকজন কিশোর কোনমতে কবর খুঁড়েছে। জানা যায়, বাড়ির অনেক মহিলা মৃত্যুর সংবাদ শুনেই বাড়ি ছেড়েছে। অনেক ডাকাডাকি করে কিছু নিকটাত্মীয়কে জানাযায় শরিক করা গেলেও কবর পাড়ে যেতে রাজি হয়নি কেউ। এমন হৃদয়বিদারক সময়ে সঙ্গী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লাশ দাফন কর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়ার নেতৃত্বে লাশ দাফন কার্যক্রমে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক সভা
দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: চাঁদপুরের হাজীগঞ্জে করোনায় মৃত ব্যক্তিদের দাফনকারী রফিকুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। রোববার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে জিকির করতে করতে মারা যান। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না। হাজীগঞ্জ উপজেলায় ১১ জন মিলে করোনাকালে লাশ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে পরিচিত। ওই ১১ জনের ১ জন শিক্ষক শরীফুল হাছান। তিনি বলেন, রোববার সকালে রফিক ভাইয়ের শরীরে অসুস্থতা বোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মারা যান। তিনি আরও বলেন, এই মৃত্যু যেন রফিক ভাই নিজেই স্বপ্ন দেখেছেন। উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত প্রায় ১০-১২ জনের দাফন কাজে অংশগ্রহণ করেছিলেন। source https://deshdunianews.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%
বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক, তারণ্যের অহঙ্কার, শেখ ফজলুল করীম মারুফ দেশ দুনিয়া নিউজ এর উপদেষ্টা হিসেবে থাকার সদয় সম্মতি প্রদান করেছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এ বিষয়ে লিখেন- “এই উদ্যোগের সাথে আমার দুই চিন্তা সম্পাদক সম্পৃক্ত। মুহতারাম মাওলানা আবদুর রাজ্জাক দা.বা. ও মুফতি মু.আবদুর রহমান গিলমান ভাই। তারা আমার চিন্তার সংশোধন করেন ও পথ দেখান। তারা আমাকে থাকতে বলেছে তাই আমি আছি। কোন কাজ করতে বললে তাও করবো। ইনশাআল্লাহ।” source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d-2/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি।’ এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৫৪ জন, সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬২ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নে
দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুইমাস বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৩১ মে) রোববার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল প্রকাশ করেন। এ সময় এ কথা জানান প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এসময় পাস করা শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান তিনি। এছাড়া আত্মবিশ্বাস নিয়ে দুর্যোগ মোকাবিলা করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। source https://deshdunianews.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: করোনার সংক্রম প্রতিরোধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্ব সাধারণের প্রতি কেঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। এদিকে, করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দণ্ডে পড়তে পারেন। বিশেষজ্ঞগণ বলছেন, এ আইনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং তারা হয়রানির শিকার হবে।   source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b
দেশ দুনিয়া নিউজঃ ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাঈদ সাবরিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা বাহিনী। শুক্রবার (২৯ মে) জেরুজালেমে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় পরিবার সূত্রে জানা যায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থার একটি ইউনিট শাইখ ইকরামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি মসজিদে আকসার জুমআ’র খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শাইখ ইকরামা সাবরিকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। শাইখ ইকরামাকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের উপর আঘাত হানা হয়েছে। source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%