করোনায় মৃতের লাশ দাফনে নেই কেউ, করল ইসলামী আন্দোলন ফেনী জেলা টিম

দেশ দুনিয়া নিউজ ডেস্ক :

ফেনী সদর মোটবী ইউনিয়নে
করোনা পজিটিভ ১টি লাশ দাফন সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা
লাশ দাফন টিম।

লষ্করহাট বাজারের পূর্ব পাশে মোটবী গ্রামের উমেদ আলী ভূইয়া বাড়ির এডভোকেট ফজলুল করিম ভূইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১মে চট্টগ্রাম বহদ্দারহাট হাসপাতালে মৃত্যু বরণ করেন।

ইউএনও- এর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার লাশ দাফন টিম রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌছে। সেখানে পৌছে দেখা গেল লাশ বহনের খাটিয়া প্রস্তুত নাই। লাশের শারিরিক গঠন হিসেবে কবরটিও যথার্থ নয়। কবর খোঁড়ার কাজে পেশাদারিত্ব/প্রতিনিধিত্ব করা এলাকার মানুষগুলো আসতে সম্মত হয়নি, তাই কয়েকজন কিশোর কোনমতে কবর খুঁড়েছে।

জানা যায়, বাড়ির অনেক মহিলা মৃত্যুর সংবাদ শুনেই বাড়ি ছেড়েছে। অনেক ডাকাডাকি করে কিছু নিকটাত্মীয়কে জানাযায় শরিক করা গেলেও কবর পাড়ে যেতে রাজি হয়নি কেউ। এমন হৃদয়বিদারক সময়ে সঙ্গী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লাশ দাফন কর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়ার নেতৃত্বে লাশ দাফন কার্যক্রমে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক সভাপতি মীর হোসেন মীরু, এইচ.এম সালেহ আহমদ, এইচ এম ইউসুফ ও ইস্রাফিল।



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87/

0 Comments