দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: করোনার সংক্রম প্রতিরোধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্ব সাধারণের প্রতি কেঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার।
এদিকে, করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দণ্ডে পড়তে পারেন।
বিশেষজ্ঞগণ বলছেন, এ আইনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং তারা হয়রানির শিকার হবে।
source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%ac/
0 Comments