Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরী মক্কা ও মদিনার দুই মসজিদে রমজানে সংক্ষিপ্ত আকারে তারাবিহ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।-খবর রয়টার্স ও আল-আরাবিয়াহর বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এমন খবর দিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় সওদা করতে পারেন। এদিকে করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৬৩১ জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬৬ বাংলাদেশির নিশ্চিত মৃত্যু সংবাদ পাওয়া গেল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিটির উডসাইডের বাসিন্দা এবং মাদারীপুর জেলার সন্তান আহমেদ কবীরউদ্দিন (৫৫) ২১ এপ্রিল মারা যান সাবওয়েতে।  অপরদিকে, টাঙ্গাইলের সন্তান আলিয়া রাজ্জাক (৬০) মারা গেছেন ম্যানহাটানের একটি হাসপাতালে। টাঙ্গাইলের সন্তান এবং কুইন্সের রিচমন্ডহীল এলাকায় বসবাসরত সফি হায়দার খান (৫৪) কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। গত ৫ এপ্রিল তার ছোট ভাই সাইফুল হায়দার খান (৪৭)ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা যায়। গাজীপুরের সন্তান এবং লং আইল্যান্ডের অধিবাসী মোহাম্মদ ইসলাম বাবুল (৫৮), ব্রুকলীনের বাসিন্দা এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুরের সন্তান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ সারেং (৭০),  বিয়ানিবাজারের আঙ্গারজুরের সন্তান এবং জ্যামাইকায় বসবাসরত প্রবীণ সমাজকর্মী আব্দুস সালাম খান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে, মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে আরো ৪৮১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার করোনা টেস্ট করা হবে বলে জানা যায়। এরপর রাখা হবে আইসোলেশনে। এতে তিনি রাজিও হয়েছেন। এমনটাই জানানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। জানা যায়, কয়েকদিন আগে এথি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল এথি ১ কোটি টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দিয়ে যান। মঙ্গলবার তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেহেতু ফয়সাল এথি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার সংস্পর্শে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সুতরাং তারও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে ইমরান খানের চিকিৎসক ফয়সাল সুলতান এ বিষয়ে বলেছেন, ‘দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী খান করোনা টেস্ট করবেন। তিনি করোনাভাইরাসের সব ধরনের নিয়ম-কানুন মেনে চলবেন।’ নিয়ম-কানুন বলতে যেহেতু তিনি করোনা আক্রান্ত একজন ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন, সেহেতু তিনি আইসোলেশনে থাকবেন। প্রয়োজনে কোয়ারেন্টাইনেও থাকবেন। source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%
স্বাস্থ্য বিভাগের দূর্নীতি ও অনিয়মের দায়ে জেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে আইসিইউ না থাকায় ক্ষোভ প্রকাশ করে ফেইসবুকে পোস্ট করেছেন- আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাছিম। দেশ দুনিয়া নিউজ পাঠকদের জন্য হুবুহু তা তুলে ধরা হলো – “ফেনী জেলার কোন হাসপাতালে ICU নাই। পার্শ্ববর্তী জেলাসমূহেও তাই।অবাক হয়ে গেলাম।এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা?লোকজন যাবে কোথায়? শুধু ঢাকা?করোনাকে কেন্দ্র করে ফেনী হার্ট ফাউন্ডেশন বা Diabetic হাসপাতালে জরুরী ভিত্তিতে ICU স্থাপন করা যায় কিনা সে ব্যপারে নিজাম হাজারী MPর সাথে আলোচনাক্রমে খোঁজ খবর নিই। ৩ কোটি টাকার মধ্যে ৫ সয্যাবিশিষ্ঠ ventilation সুবিধা সহ ICU স্থাপন করা সম্ভব বলে জানতে পারি। এত কম টাকার জন্য জেলা পর্যায়ে হাসপাতালসমুহে ICU নাই। এটা ভাবতেও অবাক লাগছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বিগত ১২ বছরে কত বরাদ্ধ স্বাস্থ্যখাতে দিয়েছেন আর তা কোন কাল গর্তে(Black hole) হারিয়ে গেছে তা খবর নেয়ার সময় এসেছে। ৩ মেয়াদের স্বাস্থ্য মন্ত্রী সহ সংশ্লিষ্টদের দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। স্বাস্থ্যখাতের বরাদ্দ যদি সঠিকভাবে ব্যবহার হত তাহলে উপজেলা স্বাস্থ্য
ড. তুহিন মালিক। আলহামদুলিল্লাহ। আমরা সবাই কোরআন পড়তে পারি আর না পারি। কিন্তু কোরআনের জন্য আমাদের সবার অন্তরে রয়েছে সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা সহ বেশ কিছু সূরা আমরা প্রায় সকলেই মুখস্ত জানি। আমরা আবার কোরআন খানি করে তার সওয়াব মৃত বাবা-মাকে পৌঁছাচ্ছি। কিন্তু কোরআন কি শুধুই কয়েকটি সূরা মুখস্তের জন্য নাজিল করা হয়েছে? কোরআন কি মৃতের জন্য। নাকি জীবিত মানুষের জন্য? কোরআন আল্লাহ কোন উদ্দেশ্যে নাজিল করেছেন। আমরা কি সেটা জানি? আল্লাহ বলছেন: ‘কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়াত, সুস্পষ্ট পথ-নির্দেশ এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী ’[বাকারা:১৮৫] ‘এটি বরকতপূর্ণ। এতএব তোমরা এর অনুসরণ কর এবং নিষিদ্ধ সীমা পরিহার করে চল। তবেই তোমরা রহমত প্রাপ্ত হবে।’[আনআম:১৫৫] ‘যেন বুদ্ধিমান লোকেরা একে গভীর ভাবে অধ্যয়ন ও চিন্তা-ভাবনা করে।’[ সোয়াদ:২৯] কিন্তু প্রশ্ন হচ্ছে। আমরা যারা কোরআনের অর্থ জানিনা। কিংবা বুঝিনা। তারা কিভাবে কোরআনের নির্দেশনাকে ’’অনুসরণ’’ করবো? আর কিভাবেই বা কোরআনকে ’’গভীর ভাবে অধ্যয়ন ও চিন্তা-ভাবনা’’ করবো? আল্লাহ মাফ করুন। অর্থ না বোঝার কারনে আল্লাহর কালাম কোর
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সৈনিকদের রেশনের অংশ থেকে বেঁচে যাওয়া খাদ্য সামগ্রী লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ হিসেবে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। আজ সেনা সদস্যরা কয়েকশ পরিবারের কাছে পৌঁছে দেয়, অন্তত ১৫ দিনের খাদ্য সহায়তা। সৈনিকদের রেশন থেকেই ব্যবস্থা করা হয়েছে এই ত্রাণের। আছে কর্মকর্তাদের আর্থিক সহায়তা’ও। ইষ্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার কমান্ডার লে কর্ণেল সারোয়ার হোসেন বলেন, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি এই রেশনগুলো পৌঁছে দিচ্ছি। আশা করি দশ-পনের দিন ভালো মতো চলতে পারবে। ত্রাণ সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে’ও দিনভর কাজ করে সেনাবাহিনীর ১০টি টিম। এদিকে ৪ জন ট্রাফিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আড়াইশ সদস্য কোয়ারেন্টিনে চলে যাওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে চরম হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। সিএমপি উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমাদের কিছু ফোর্সকে কোয়ারেন্টাইন ও কিছুকে আইসোলেশনে পাঠিয়েছি। এছাড়া আমরা যারা বাকি কাজ করছি তারা সর্বোচ্চ দেয়ার চেষ্টা চালাচ্ছি। নগরীর ৫টি প্রবেশ মুখের পাশাপাশি ৩০টি গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করতে হচ্ছে সিএমপি’র ট্র
শামীম হোসেন নয়ন, যশোর: ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে বাসায় আসতে পারে কয়েকজন যুবক। নিজেদেরকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে করোনাভাইরাস সনাক্তের কথা বলে তারা চেষ্টা করবে বাসার ভেতর ঢুকতে। এরপর বাসার লোকজনকে জিম্মি করে লুটে নিতে পারে মূল্যবান জিনিসপত্র। ছদ্মবেশী এমন অপরাধী চক্রের ব্যাপারে বেনাপোলবাসীকে আগাম সতর্ক করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। স্বাস্থ্যকর্মী বা অন্য কোন পরিচয়ে আসা লোকজন নিয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। ওসি মামুন খান জানায়, কোন কোন ক্ষেত্রে দুর্বৃত্তরা নিজেদেরকে পুলিশ সদস্যও পরিচয় দিতে পারে। এরকম কোন সন্দেহভাজনদের আগমন ঘটলে সাথে সাথে বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, “সতর্কীকরন” সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্হিতিকে পুঁজি করে কতিপয় দূস্কৃতিকারী পি পি ই (PPE) পরিধান করে পুলিশ /চিকিৎসক পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্হানে ডাকাতি /দস্যুতা/চুরি/অপকর্ম সংগঠন করার চেষ্টা করছে। বেনাপো