দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার করোনা টেস্ট করা হবে বলে জানা যায়। এরপর রাখা হবে আইসোলেশনে। এতে তিনি রাজিও হয়েছেন। এমনটাই জানানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
জানা যায়, কয়েকদিন আগে এথি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল এথি ১ কোটি টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দিয়ে যান। মঙ্গলবার তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেহেতু ফয়সাল এথি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার সংস্পর্শে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সুতরাং তারও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
এ ব্যাপারে ইমরান খানের চিকিৎসক ফয়সাল সুলতান এ বিষয়ে বলেছেন, ‘দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী খান করোনা টেস্ট করবেন। তিনি করোনাভাইরাসের সব ধরনের নিয়ম-কানুন মেনে চলবেন।’
নিয়ম-কানুন বলতে যেহেতু তিনি করোনা আক্রান্ত একজন ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন, সেহেতু তিনি আইসোলেশনে থাকবেন। প্রয়োজনে কোয়ারেন্টাইনেও থাকবেন।
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5/
0 Comments