Posts
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. জহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে (র্যাব-১২)। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম (২৮) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নত আলীর ছেলে বলে জানা গেছে। র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় মো. জহুরুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে ফেনসিডিল এনে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেপ্তারকৃত জহুরুলের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতকে বুধবার সকালে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। Source source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: কোভিড-১৯ পজিটিভ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার (০৪ নভেম্বর) খবরটি নিশ্চিত করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি এই অভিনেতার চিকিৎসার বিষয়ে সার্বিক উদ্যোগ নিচ্ছিলেন শুরু থেকে। আরিয়ান জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন। আরিয়ান বলেন, ‘এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।’ Source source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) এই দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া প্রতিবেদনে জন্য নতুন করে এ দিন ধার্য করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কোতয়ালি থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ মামলায় নুরুল হক নুর ছাড়া অপর আসামিরা হলেন– বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)। এর আগে ২০ সেপ্টেম্বর এই মামলার বাদী লালবাগ থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: হেফাজতের প্রোগ্রামে অপারগতার কারণে আসতে না পারায় বাংলাদেশের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি মিজানুর রহমান সাঈদ এর প্রতিষ্ঠান নিয়ে একটি নিউজ পোর্টাল মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদ জানিয়ে তিনি তার ফেসবুক পেজে একটি মুক্ত কলাম লেখেন। যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। “বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের বিশ্বনবীর ব্যঙ্গচিত্রের কার্টুন প্রদর্শনের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের সাথে যে যুদ্ধ ঘোষণা করেছে তার প্রতিবাদে আজ বিশ্বের মুসলমান কঠিন থেকে কঠিন কর্মসূচি হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মত একটি ছোট মুসলিম দেশ এই প্রতিবাদে সকলের সম্মুখকাতারে দাঁড়িয়ে আছে। এই মহান জেহাদে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে উলামায়ে দেওবন্দ। আমি আশা করি যতদিন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলিম জাতির কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আমাদের আরো কঠিন কর্মসূচিতে অবতীর্ণ হতে হবে। এ পর্যন্ত হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, সমমনা ইসলামী দলসহ যারা যারা এই পবিত্র জিহাদে অংশগ্রহণ করেছেন, বড় ভূমিকা পালন করেছেন সকলেই নিজ নিজ ঈমানী দায়িত্ব পালন করে যাচ্ছেন এ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ভারতে তাবলীগ জামাতের মেহনত করতে আসা আটটি দেশের নাগরিকগণ আদালত থেকে খালাস পেয়েও স্বদেশে ফিরে যেতে পারছেন না। গত ২৪ আগস্ট ভারতীয় আদালত তাদের ওপর আরোপিত লকডাউন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাহার করেছিল। কিন্তু তারপর সকল বিদেশী জামাতের সদস্যদের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। ফলে বিনা পাসপোর্টে স্বদেশে ফেরা তাদের জন্য একদমই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষিতে তারা “সাকিত আদাল”তে একটি পিটিশন দায়ের করেন। আদালত তখন “দিল্লি পুলিশ”কে এ বিষয়ে যথাযথ উত্তর প্রদানের নির্দেশ দেয়। গত ২৪শে আগস্ট তাবলীগের আটটি দেশের সদস্যদের ভারতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। আদালত এ মামলার শুনানির সময় “দিল্লি পুলিশ”কে এ মর্মে জিজ্ঞাসাবাদ করে যে, এই বিদেশিদের স্বদেশে ফেরার ব্যাপারে তারা কী প্রক্রিয়া অবলম্বন করছে? এই বিদেশী তাবলীগকর্মীদের বিরুদ্ধে করোনার লকডাউন চলাকালে ভারত সরকার প্রণীত আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সদস্যকে গ্রেপ্তার করা হয়নি। বেশিরভাগ বিদেশি সদস্যই প্রশাসনের কাছে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিলেন। আ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: রংপুরের হারাগাছে সংঘবদ্ধভাবে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া মেট্রোপলিটন ডিবি’র এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজু’র রিমান্ড আবেদনের শুনানী আজ। সকাল ১০টা ২৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত ডিবির এ এসআই ও ২ নারীকে জেলা ও দায়রা জজ আদালতের হাজতে নেয়া হয়েছে। দুপুরের মধ্যে তাকে হারাগাছ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে নেয়া হবে। উল্লেখ্য, ২৫ অক্টোবর ডিবি’র এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে ক্যাদারের পুল এলাকার আলেয়া বেগম ওরফে সুমাইয়া আক্তার মেঘলার বাড়িতে মেঘলার সহযোগি সুরভি আক্তার সমাপ্তির সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী। এ ঘটনায় ধর্ষিতার বাবা হারাগাছ থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই মেঘলাকে আটকসহ এএসআই রায়হানুল হককে বরখাস্ত করে পুলিশী হেফজাতে নেয়া হয়। পরদিন মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই অভিযান চালিয়ে মঙ্গলবার সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল হোসেন (৪০) ও আবুল কালাম আজাদ (৪২) লালমনিরহাট থেকে গ্রেফতার করে এবং ঘটনায় জড়িত মেঘলা ও সমাপ্তিকে আদালতে হাজির করে। বুধবার ধর্ষিত ও
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। দেশটির মিডিয়া জরিপের পূর্বাভাসে অর্ধেকের বেশি রাজ্যের ফল ঘোষিত হয়েছে। এতে অনেকটা এগিয়ে রয়েছেন বাইডেন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বাইডেন ২০৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ১১৮ টি। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর মোট ২৭০ টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। পূর্বাভাসে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আলাবামা, সাউথ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, ওকলাহোমা, নর্থ ও সাউথ ডাকোটা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা, উটাহ , নেব্রাস্কা ও ওয়াইয়োমিংয়ে জিতবেন। অন্যদিকে ডেমোক্র্যাট জো বাইডেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ারে, ইলিনয়, ভারমন্ট, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউ মেক্সিকো ও নিউ হ্যাম্পশায়ার জিততে পারেন। এদিকে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%