আদালতে খালাসির পরও ভারতে পাসপোর্ট জব্দ করে তাবলীগ সাথীদের হয়রানি

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ভারতে তাবলীগ জামাতের মেহনত করতে আসা আটটি দেশের নাগরিকগণ আদালত থেকে খালাস পেয়েও স্বদেশে ফিরে যেতে পারছেন না।

গত ২৪ আগস্ট ভারতীয় আদালত তাদের ওপর আরোপিত লকডাউন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাহার করেছিল। কিন্তু তারপর সকল বিদেশী জামাতের সদস্যদের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। ফলে বিনা পাসপোর্টে স্বদেশে ফেরা তাদের জন্য একদমই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ প্রেক্ষিতে তারা “সাকিত আদাল”তে একটি পিটিশন দায়ের করেন। আদালত তখন “দিল্লি পুলিশ”কে এ বিষয়ে যথাযথ উত্তর প্রদানের নির্দেশ দেয়।

গত ২৪শে আগস্ট তাবলীগের আটটি দেশের সদস্যদের ভারতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। আদালত এ মামলার শুনানির সময় “দিল্লি পুলিশ”কে এ মর্মে জিজ্ঞাসাবাদ করে যে, এই বিদেশিদের স্বদেশে ফেরার ব্যাপারে তারা কী প্রক্রিয়া অবলম্বন করছে?

এই বিদেশী তাবলীগকর্মীদের বিরুদ্ধে করোনার লকডাউন চলাকালে ভারত সরকার প্রণীত আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সদস্যকে গ্রেপ্তার করা হয়নি। বেশিরভাগ বিদেশি সদস্যই প্রশাসনের কাছে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিলেন। আর এ কারণেই আদালত তাদেরকে দ্রুত খালাস দিয়ে দেয়।

আপিলে এ কথা বলা হয় যে, বিদেশি নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য এডভোকেট “আসমা মন্ডল”এবং “মন্দাকনি সিংয়ে”র মাধ্যমে আদালতে একটি আবেদন পেশ করা হয়েছে। “সাকিত আদাল”তে পেশকৃত আরজিতে বলা হয়েছে যে, এই বিদেশী নাগরিকদের কে তাদের পাসপোর্ট ফিরিয়ে দেয়া হোক। একই সঙ্গে তাদের বিরুদ্ধে জারি করা “লকআউট” নোটিশ প্রত্যাহার করা হোক। যাতে তাদের সকল সদস্য নিরাপদে স্বদেশে ফিরতে পারেন। তারপরও তাদের পক্ষে স্বদেশে ফেরা বিষয়ে জটিলতা থেকেই যায়। ফলে “সাকিত আদালত” দিল্লি পুলিশের কাছে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত জবাব চেয়েছেন।

সূত্র: ‘আসরে হাযির’



source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87/

0 Comments