Posts
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: চার দফা দাবিতে রাজধানীর মহাখালীর আমতলীতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস পেয়ে ৮ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- করোনার পরিস্থিতিতে বন্ড সই দিয়ে প্রফেশনাল পরীক্ষা না নেওয়া ও বিকল্প উপায়ে পরীক্ষার আয়োজন, সেশনজট কমাতে অনলাইন ক্লাস জোরদার করা, পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করা এবং গত সাত মাস ক্লাস ও হোস্টেল বন্ধ থাকায় বেসরকারি মেডিকেলে অতিরিক্ত বেতন না নেওয়া। ঘটনাস্থলে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এডিসি নাজমুল হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর স্মারকলিপি দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। কর্মসূচি তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। এর আগে একই দাবিতে গত রবিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শাহবাগ মো
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আজ ৩ নভেম্বর। জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধূর দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতাকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তারা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা জাতীয় চার নেতাকে তাদের সরকারে যোগদানের প্রস্তাব দেয়। কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই জাতীয় চার নেতা সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এ কারণে তাদের নির্মমভাবে জীবন দিতে হয়। জেল হত্যার পরদিন তৎকালীন উপ-কারা মহা
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: গোটা বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের দিকে। করোনা মহামারীর মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আজ। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টায়) নির্বাচনে প্রথম ভোট পড়বে। এবারের নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গবেষণা সংস্থা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও ‘হাতি’ প্রতীকে নির্বাচনী মাঠে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ‘গাধা’ প্রতীকের ব্যালটে বারাক ওবামার উত্তরসূরি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত হওয়া প্রায় সব জরিপেই ‘হাতি’র চেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে ‘গাধা’। সর্বশেষ নিউইয়র্ক টাইমস ও সিয়ানা কলেজের জরিপে চার গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে ‘গাধা’র প্রার্থী জো বাইডেন। তবে ভোটাররা ‘গাধা’ নাকি ‘হাতি’র পিঠেই বোঝা চাপাবেন তা জানা যাবে নির্বাচনের ভোট গণনার পর। বিশ্লেষকরা বলছেন, ‘নির্বাচনী জরিপ ফলাফল নয়। এটি ভুল প্রমাণিত হতে পারে। গত নির্বাচনে সব জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও শেষ পর
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান ও তার স্ত্রী শামীমা আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তিতাসের সাবেক ম্যানেজার শহিদুল ইসলামেরও সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। সোমবার দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত আলাদা নোটিশে এসব আদেশ ইস্যু করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সালের ৫ নম্বর আইন) এর ধারা ২৬ এর উপধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদক পাঠানো ছকে দাখিল করিতে নির্দেশ দেয়া যাচ্ছে।’ নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে দুদক আইনের ধারা ২৬ উপধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। Source source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%ac%e0
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: লালমনিরহাটে দুই শ্রমিক নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে বুড়িমারী লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সোমবার রাত ৮টা থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তাদের দাবি, হামলার ঘটনায় দুই শ্রমিক নেতা আহত হয়েছেন। তারা হলেন, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সম্পাদক আবুল কালাম (৪৩) ও সহ সভাপতি রতন মিয়া (৪৫)। পুলিশ ও শ্রমিকরা জানান, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্রাঙ্কালরি শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আসন্ন সম্মেলন নিয়ে সংগঠনটি দুইটি গ্রুপে বিভক্ত হয়। যার একটি পক্ষে নেতৃত্বে রয়েছেন সম্পাদক আবুল কালাম ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি পুলিন চন্দ্র। এটি নিয়ে সাম্প্রতিক সময় দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। সোমবার সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড়ে নিজের কার্যালয়ে বসেছিলেন সংগঠনটির সম্পাদক আবুল কালাম ও সহ সভাপতি রতন মিয়া। এ সময় বহিরাগত কয়েকজন এসে হঠাৎ তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হামলার খবর ছড়িয়ে পড়লে র
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ৪৭১ ভরি ওজনের স্বর্ণসহ মোহাম্মদ কলিম (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে রোডের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কুড়ারপাড়া ব্রিজ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মোহাম্মদ কলিম উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদের ছেলে। লে. কর্নেল আলী হায়দার বলেন, সোমবার সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে কতিপয় চোরাকারবারিরা বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে আসার খবরে বিজিবির ঘুমধুম ফাঁড়ির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একজনকে হেঁটে কুতুপালংয়ের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকটি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে লোকটির শরীর তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোমরের ভাঁজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩১ টি স্বর্ণের বার ও বিভিন্ন ধরণের
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সংক্ষিপ্ত ইতিহাস: আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) ও বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৯১ইং সনে বিশ্ব ডায়াবেটিস প্রথম এই দিবসটির সূচনা করেন। এই ১৪ নভেম্বর ছিল স্যার ফ্রেড্রিক বান্টিং (Fredrick Bunting) এর জন্ম দিবস। এই এর উপলক্ষ্যে এই দিনটি বেছে নেয়া হয়। স্যার ফ্রেড্রিক বান্টিং (Fredrick Bunting) এবং চার্লস বেস্ট (Charles Best) ছিলেন ইনসুলিন আবিষ্কারক। ১৯২২ সালে নোবেল পুরস্কারে (Nobel Prize) ভূষিত হন। এই দিবসটি পরিপূর্ণ রূপ লাভ ও কার্যকর হওয়ার ব্যাপারে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রাক্তন মহাসচিব এবং বর্তমান ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ একে আজাদ খানের যথেষ্ট ভুমিকা রয়েছে এবং তার চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জ্ঞাত করেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) এবং আক্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সভায় উহা উত্থাপিত হয়। তৎপ্রেক্ষিতে ২০০৬ইং সালে জাতিসংঘ (United Nation) অফিসিয়াল ভাবে এই দিনটি চিহ্নিত করে এবং রেজুলেশন পাশ করেন (Resolution নং-61/225)। এই চিহ্নিত রেজুলেশন প্রতি বৎসর ১৪ই নভেম্বর। বিশ্ব ডায়াবেটিস দিবস একটি বৃহত্তম ডায়াবেটিস সচেতনতা প্র