Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতেও এ কম্পন অনুভূত হয়। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দৈনিক ডেইলি সাবাহ বলছে, ভূমিকম্পে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এছাড়া আরও বেশ কিছু অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।   Source source https://deshdunianews.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6/
মোহাম্মাদ ফজলুল করীম।  ধর্মীয় অনুশাসনের পক্ষে সমর্থিত রায় দিলে বুজি আল কায়দা-তালেবান-জামাতি কিংবা মুক্তিযুদ্ধ বহির্ভূত চেতনাধারীর খেতাব পেতে হয়? আসলে মুক্তিযুদ্ধের মৌলিক চেতনাধারী কারা? DBC news এর ১৩ ঘন্টা আগের একটা ভিডিও দেখলাম,মুক্তিযুদ্ধ বহির্ভূত চেতনাধারী একজন নিকৃষ্ট লোকের,ঐ লোকটি এমন একটি সিদ্ধান্ত তার কর্মীদের ওপর আরোপ করলেন,যা শুধু মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতই নয় বরং তিনি কথিত সন্ত্রাসী সম্প্রদায় “আল কায়তা,তালেবান,জামাতী” এর অন্তর্ভুক্তিতে গণ্য হয়ে গেলেন। তো শুনে নেয়া যাক ঐ নিকৃষ্ট ব্যক্তিটির সেই অপ্রীতিকর সিদ্ধান্তের গল্প….. জনস্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আব্দুর রহীম তার অফিস কর্মকর্তাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি তৈরি করেছেন,যার মধ্যে স্পষ্টতই তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে পুরুষরা টাখনুর ওপরে এবং মহিলারা হিজাব সহ টাখনুর নিচে পোষাক পরিধান করে অফিসে আসতে হবে, DBC NEWS এর এক সাংবাদিক এ সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা যেহুতু ইসলাম ধর্মের অনুসারী ইসলামের প্রত্যেকটা রীতিনীতি মানা আমাদের জন্য অত্যাবশ্যক,সে আলোকে ইসলামী শরীআতে পুরুষদের জন্য টাখনুর ন
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, ইসলামের নবীর (সা.) অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে। কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-র ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং দাবি করেন, মুসলমানরা ফ্রান্সকে ধ্বংস করে ফেলতে চায়। ফরাসি প্রেসিডেন্ট এক বক্তব্যে ঘোষণা করেন, ফ্রান্সে ইসলামের নবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে। তার এ বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত ও ইরানসহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। মুসলিম বিশ্বে প্রতিবাদ জোরদার হওয়ার পরও ফরাসি প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। পাশাপাশি তিনি একথাও বলেন,
নিউজ ডেস্ক: ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ করে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালাচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে পিকলু নীল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপ মূলক পোষ্ট দেন । মহানবীকে (সা:) নিয়ে কটুক্তি ছাড়াও এসব পোষ্টের মধ্যে ‘ফতুয়া বাজীর গুষ্টি কিলাই-ভন্ডামির গুষ্টি কিলাই’, ‘এত পর্দা পর্দা মারেন- পর্দার সব ঠিক হইলে জানালায় গ্রিল লাগান কেন?’ ইত্যাদি প্রচারণা রয়েছে। এদিকে এসব পোস্ট ছড়িয়ে পড়লে ফেনীতে ধর্মপ্রাণ মানুষদের মাঝে ক্ষোভ ও উত্তে
দেশ দুনিয়া নিউজ ডেস্ক সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ সর্বশ্রেষ্ঠ মানব মহানবীর শানে বিন্দুমাত্র বে-আদবী বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতূল্য যিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। জন্মের পরে হারিয়েছেন মমতাময়ী মা’কে। শৈশবে হারিয়েছেন অভিভাবক দাদাকে। একে একে হারিয়েছেন পিতৃসম প্রিয় চাচা এবং প্রিয় সহধর্মিণীকে। ছেলে সন্তানদের সবাইকে বাল্যকালেই হারিয়েছেন। যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারেননি। দিনের পর দিন যার চুলায় আগুন জ্বলেনি। খেজুর আর পানি খেয়েই মাসের পর মাস কাটিয়েছেন। ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। যার ঘর ছিল মাটির। বালিশ ছিল খেজুরের ছোবলার। তায়েফের মাঠে প্রস্তরাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েও যিনি দোয়া চেয়েছেন, ‘হে আল্লাহ। এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো’। সারারাত আল্লাহর দরবারে অশ্রু বিসর্জন করে উম্মতের জন্য দোয়া চাইতেন। যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে গিয়ে গোটা জীবন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনিই আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনিই ‘রাহমাতুল্লিল আলামীন’ বা ‘সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ’।
দেশ দুনিয়া নিউজ ডেস্ক সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ সর্বশ্রেষ্ঠ মানব মহানবীর শানে বিন্দুমাত্র বে-আদবী বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতূল্য যিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। জন্মের পরে হারিয়েছেন মমতাময়ী মা’কে। শৈশবে হারিয়েছেন অভিভাবক দাদাকে। একে একে হারিয়েছেন পিতৃসম প্রিয় চাচা এবং প্রিয় সহধর্মিণীকে। ছেলে সন্তানদের সবাইকে বাল্যকালেই হারিয়েছেন। যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারেননি। দিনের পর দিন যার চুলায় আগুন জ্বলেনি। খেজুর আর পানি খেয়েই মাসের পর মাস কাটিয়েছেন। ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। যার ঘর ছিল মাটির। বালিশ ছিল খেজুরের ছোবলার। তায়েফের মাঠে প্রস্তরাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েও যিনি দোয়া চেয়েছেন, ‘হে আল্লাহ। এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো’। সারারাত আল্লাহর দরবারে অশ্রু বিসর্জন করে উম্মতের জন্য দোয়া চাইতেন। যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে গিয়ে গোটা জীবন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনিই আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনিই ‘রাহমাতুল্লিল আলামীন’ বা ‘সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ’।
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সে প্রকাশ্যে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দেশব্যাপী বিক্ষোভ মিছিল-এর অংশ হিসেবে ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী। তিনি বলেন, বাংলাদেশ সরকার ফ্রান্সের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় দূতকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাদের সাথে সকল প্রকার ব্যবসায়ীক লেনদেন বন্ধ করতে হবে। উপস্থিত ছিলেন মাওঃ মজিবুর রহমান হাটহাজারী, জেলা সহ-সভাপতি মাওঃ আব্দুস সালাম, মুজাহিদ কমিটি জেলার ছদর জনাব মুহাঃ লিয়াকত আলী মাস্টার, সেক্রেটারী মুহাঃ আতাউর রহমান, যুব আন্দোলন জেলার সফাপতি মুহাঃ মিনহাজুল আবেদিন, সহ-সভাপতি এম.এম.ওমর ফারুক, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ এখলাস উদ্দিন প্রমূখ। source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%99%e0%a7%8d%e0%a6%9