ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ করার অপরাধে এক বালু উত্তোলনকারীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার রামরাম সেন গ্রামের খোকা মামুদের ছেলে বালু ব্যবসায়ী সাইফুর রহমান (৩৭) অবৈধভাবে বালু উত্তোলন করছেন এমন সংবাদে সেখানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেশিন ফেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির হলে উক্ত জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই বালু উত্তোলনকারীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশ দুনিয়া নিউজ /এন এন



source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81/

0 Comments