চরমোনাইতে যুব আন্দোলনের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মুহাম্মদ শাহ জালাল

চরমোনাই মাদ্রাসা প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কর্মপরিষদের উদ্যোগে চরমোনাই জামিয়া মিলনায়তনে চলছে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

আজ ৯ অক্টোবর’২০ইং শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কে. এম. আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন ও প্রশিক্ষণ সম্পাদক আ. হ. ম. আলাউদ্দিন এর যৌথ সঞ্চালনায় সকাল ৯ টা থেকে প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুরু হয়৷ সারাদেশ থেকে আগত জেলা প্রতিনিধিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় দরসে কুরআন প্রদান করেন জীমিয়ার শিক্ষক মাওলানা মুজ্জাম্মিল ও দরসে হাদীস প্রদান করেন মাওলানা গাজী জাফর ইমাম ৷

দিনের শুরুতে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান করেন ইসলামিক যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মনসুর আহমদ সাকি ৷ বিকালে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এবং বাদ মাগরিব সারগর্ব আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ৷

প্রশিক্ষণ কর্মাশালা আগামীকাল শনিবারও সারাদিন চলবে বলে জানা গেছে ৷ বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই এর সমাপনী আলেচনা দোয়ার মাধ্যমে দুই দিনব্যাপী কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে ৷



source https://deshdunianews.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

0 Comments