- মুহাম্মদ আবদুল হালীম
- ফেনী প্রতিনিধি
ফেনী শহরের পাঠানবাড়ী সড়কের তাসফিয়া ভবনের সেফটিক ট্যাংক থেকে ইউনুস বাবু (২৩) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনে গিয়ে সেফটিক ট্যাংকে লাশ দেখতে পায়। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।তবে সেফটিক ট্যাংকে থাকায় লাশে পছন ধরে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে লাশটি দেখে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা ইউনুস বাবু তার ভাই বলে মোঃ ইফরান বাপ্পী শনাক্ত করেছে।নিহত বাবু চায়নাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তো বলেও জানিয়েছে তার ভাই।
সে শহরের শাহীন একাডেমী সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সোনাগাজীর তাকিয়া বাজারের পাইকপাড়ার সওদাগর বাড়ি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান, ফেনী মডেল থানার (ওসি) মোঃ আলমগীর হোসেন, ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে গত পরশু শুক্রবার ওই ভবনের সেফটিক ট্যাংক হতে গুরুতর আহত অবস্থায় মোঃ শাহরিয়ার নামে অপর এক যুবককে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac/
0 Comments