মোঃ ইসমাইল সিরাজী: (নিজস্ব প্রতিনিধি)
গতকাল (২৮ জুন) তুরস্কে ইস্তাম্বুলের স্কুদার এলাকায় এক ব্যক্তী পবিত্র কুরআনকে অবমাননা করেছে। এতে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে দেশটির জনগণের মাঝে। রাস্তায় নেমে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনগণ।
জানা যায়, ঐ লোকটি পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিড়ে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে।
খবরে বলা হয়েছে, ওই লোকটি কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিন ফেলে দেয়। ঘটনার পরদিন সকালে শ্রমিকরা কাজ করতে যাওয়ার পথে বুঝতে পারে যে পবিত্র কোরআনের ছেঁড়া পৃষ্ঠাগুলো ডাস্টবিনে পরে আছে। শ্রমিকরা সেখান থেকে পৃষ্ঠাগুলো সংগ্রহ করে ইসলামবিরোধী আইন রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে সোপর্দ করেছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
শ্রমিকরা পুলিশকেও এ ঘটনা অবহিত করেছেন। বর্তমানে পুলিশ ওই যুবককে সন্ধান করছে। তাকে গ্রেপ্তার করার জন্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
সাইবারে ঘটনাটির ভিডিও প্রকাশের পরে, তুরস্কের নাগরিকরা এই ধর্মবিরোধী কাজের নিন্দা জানিয়েছেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের অপমান কারি ওই ব্যক্তীকে গ্রেপ্তার ও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
source https://deshdunianews.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/
0 Comments