গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের হুমকি পাটকল শ্রমিকদের

এস.কে নাজমুল হাসান (বিশেষ প্রতিবেদক):
দেশের পাটকলগুলোতে কর্মরত শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক (স্বেচ্ছায় অবসরে) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে থেকে এ ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে।

এ শিল্পে কর্মরত ৩৪ হাজার শ্রমিকের বকেয়া মেটাবে বিজেএমসি। ২০১৪ সাল থেকে এ শিল্প সংস্থার অবসরে যাওয়া শ্রমিক রয়েছেন প্রায় ৮ হাজার ৯৫৪ জন। বর্তমানে কাজ করছেন ২৪ হাজার ৮৮৬ জন। অবসরে যাওয়া শ্রমিকদের প্রাপ্য সব বকেয়া, বর্তমানে প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি ও একই সঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকারি বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা দেয়া হবে।

অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি, যৌথ উদ্যোগ বা জিটুজি কিংবা লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেয়া হবে। নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকারভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একই সঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে বলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী।

মন্ত্রীর এ বক্তব্যের পরেই পাটকল শ্রমিকরা বলছেন আমরা এই সিদ্ধান্ত মানিনা, শ্রমিক নেতারা বলেন আমরা আন্দোলন এ যাচ্ছি নেতারা এও বলেন যে, সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে শ্রমিকরা আমরণ অনশন করবে৷



source https://deshdunianews.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b6%e0%a7%87%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/

0 Comments