দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস (কভিড-১৯)-এ বিপর্যস্ত। জাতির চরম দুর্যোগ প্রাক্কালেও স্বাস্থ্য খাতে সরকারের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি-অব্যবস্থাপনা, ক্ষমতাসীন দলের কর্মীদের ত্রাণের চাল ও অর্থ আত্মসাতের মতো ঘটনা জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। অপরদিকে সরকার দলীয় তিন সংসদ সদস্যের নানা অপকর্ম দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে ধুলিস্যাৎ করে দিয়েছে।
তিনি বলেন, দেশের করুণ মুহুর্তে সরকার দলীয় এমপিদের চরম দুর্নীতি সচেতন জনতাকে ভাবিয়ে তুলেছে। জাতীয় দৈনিকসহ টিভি চ্যানেলগুলোতে প্রকাশ হয়েছে সরকার দলীয় এমপিদের দুর্নীতির সচিত্র প্রতিবেদন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, ফসলি জমির মাটি কাটা, সন্ত্রাস আর দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। লক্ষ্মীপুর-২ আসনের কাজী শহিদ ইসলাম পাপুল অর্থ ও মানবপাচারের পাশাপাশি নানা অপকর্ম ঘটিয়ে কুয়েতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। আবার রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক কোটি কোটি টাকা কামিয়েছেন নিয়োগ বাণিজ্য করে। কেউ প্রতিবাদ করলেই তাকে জড়িয়ে দেন মামলায়। এসব দুর্নীতির বিরুদ্ধে সরকার জোরালো কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ফলে সমাজের রন্দ্রে রন্দ্রে তা ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, কায়েমী স্বার্থবাদ ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই।
মঙ্গলবার (২৩জুন)বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী হেমায়েতুল্লাহ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8/
0 Comments