আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর সংঘর্ষ; ৬ পুলিশ নিহত, আহত ১

মোঃ ইসমাইল সিরাজীঃ (বিশেষ প্রতিনিধি) গতকাল (২২ জুন) সোমবার মধ্যরাতে উত্তর বালখ প্রদেশে তালেবানদের হামলায় কমপক্ষে ছয় পুলিশ নিহত ও একজন আহত হয়েছে বলে মঙ্গলবার উত্তর বালখ প্রদেশের সরকারী কর্মকর্তারা দাবি করেছেন।

বলখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির আহমদ ফরহাদ জানান, তালেবানরা একটি সুরক্ষা চৌকিতে হামলা করে এবং সুরক্ষা বাহিনীর সাথে সংঘর্ষ বাধিয়ে দেয়। বলখ প্রদেশের পিয়াজকার গ্রামে এই হামলা হয়েছিল বলেও জানান তিনি। ফরহাদ বলেছেন, সংঘর্ষ তিন ঘণ্টারও বেশি সময় অব্যাহত ছিল।

তিনি আরও বলেন, হামলায় তালেবানরাও হতাহতের শিকার হয়েছেন তবে তাদের ব্যাপারে এখনও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এবং তালেবানরাও এই হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।

তবে বালখের আবু আলী সিনা হাসপাতালের কর্মকর্তারা বলেছিলেন, সাতটি লাশ হাসপাতালে আনা হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে। সূত্র : আফগান গণমাধ্যম।



source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b8/

0 Comments