নবমুসলিমদের মাঝে ‘খাইরুল উম্মাহ সেবা সংস্থা’র ছাগল ও সেলাই মেশিন বিতরন

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: উম্মাহ দরদী আলেম ও দাঈ ভাইদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘খাইরুল উম্মাহ সেবা সংস্থা’র উদ্যোগে গত ২১শে জুন রবিবার লালমনিরহাট জেলার ৬ জন নবমুসলিমা বোন এবং ছয়জন নবমুসলিম ভাইয়ের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় বিশ জন নবমুসলিম ভাই-বোন।

এসময় উপস্থিত খাইরুল উম্মাহ সেবা সংস্থার সদস্য সচিব ও শুরা সদস্য দাঈ মাওলানা ইবরাহীম খলিল তার ফেসবুক প্রোফাইলে অনুভূতি প্রকাশ করে বলেন, এইটুকু হাদিয়া পেয়েই তারা বেজায় খুশি! তাহলে দয়াময় আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন? যদি আমরা তা জানতাম, আমাদের সহায় সম্বল সব আল্লাহর রাস্তায় দান করে দিতাম।

এসময় তিনি ধন্যবাদ জানান খাইরুল উম্মাহ সেবা সংস্থার চেয়ারম্যান দাঈ মুফতি আনিসুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান দাঈ মুফতি সুহাইল বিন নূর, ব্যবস্থাপনা পরিচালক দাঈ ওয়াসেক বিল্লাহ নোমানী, প্রচার সম্পাদক দাঈ শাহেদুজ্জামান বিপ্লবকে।

উল্লেখ্য, ২০১৭ সালে দাওয়াত ও সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে অমুসলিমদের মাঝে দাওয়াতী কাজের অগ্রপথিক মুফতি যুবায়ের আহমদ সাহেবের কাছে একটি সংস্থার নাম চাওয়া হয়।

তিনি এই বিষয়ে বিশ্ববরেণ্য দাঈয়ে ইসলাম ভারতের মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের সাথে মদীনায় রসূল স. এর রওজার পাশে বসে পরামর্শ করেন।

মাওলানা কালীম সিদ্দিকী সাহেব সংস্থার নাম দেন ‘খাইরুল উম্মাহ সেবা সংস্থা’ অর্থাৎ উম্মাহর কল্যাণকামী সংস্থা। হযরতজী মাওলানা কালিম সিদ্দিকী সাহেব এবং মুফতি জুবায়ের আহমদ সাহেব ২০১৭ সালে দাওয়াতী কাজ এবং সেবামূলক কাজের জন্য এই ব্যানার ব্যবহার করার জন্য পরামর্শ এবং অনুমতি প্রদান করেন। ‌ তখন থেকেই সংস্থাটি অসহায় দরিদ্র মুসলিম এবং নব মুসলিম ভাই-বোনদের মাঝে দাওয়াত ও সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।



source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2/

0 Comments