এস.কে নাজমুল হাসান: (বিশেষ প্রতিনিধি)
সম্প্রতি ভারতের বিহার সরকার সীমান্তে লাল বকেয় নদীর ওপর বাধ নির্মাণের কাজ করতে গিয়ে নেপালীয়দের বাধার শিকার হয়। নেপালের দাবি ওই ভূখণ্ড তাদের। এ নিয়ে সীমান্তে নেপালের সাথে ভারতের নতুনভাবে উত্তেজনা বাড়ে।
সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে চাপে রয়েছে ভারত। ইতোমধ্যে গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৭৬ জন।
এই উত্তেজনার মধ্যেই আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালও উত্তেজনা বাড়াচ্ছে! ভারতের বিহার সরকারকে সীমান্তে বাঁধ নির্মাণের কাজে বাধা দিয়ে নেপাল ওই অঞ্চল তাদের দাবি করছে।
সূত্রে জানা গেছে, নেপালের পার্লামেন্টে ভারত নিয়ন্ত্রিত ভূমিসহ দেশের নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদন করেছিল দু’দিন অাগে। দু’দিন পরই এ ঘটনার বহিঃপ্রকাশ। অনুমোদিত ওই নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে।
এই ঘটনায় ভারতের দাবি, এটি ঐতিহাসিক প্রমাণ ও ঘটনাবলি সমর্থিত নয়। তাই ভারত নেপালের এই দাবি প্রত্যাখ্যান করেছে। লাল বকেয় নদীর ওপর বাঁধ নির্মাণে নেপালের বাধা দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে।
source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ad/
0 Comments