সোনাগাজীতে করোনায় মৃতের লাশ দাফন করায় ইমামকে চাকরিচ্যুত করল কমিটি

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:: সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল্লাহ করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনকার্যে অংশগ্রহণ করায় তাকে চাকরিচ্যুত করার মত অমানবিক সিদ্ধান্ত নেয় উক্ত মসজিদ কমিটি।

মসজিদ কমিটির পক্ষ থেকে উক্ত ইমামকে অন্যদিকে চাকরি খোঁজার নির্দেশ দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন তারাও অন্য ইমাম খোঁজ করছেন।

দেশ দুনিয়া নিউজের পক্ষ থেকে মাওলানা নুরুল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনার যা শুনেছেন ঘটনা সত্য ৷ তিনি বলেন, আমি গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে নির্দেশ পেয়ে সোনাগাজী উপজেলার ৪ নং মতিগঞ্জ ইউনিয়ন এর বাবুল চেয়ারম্যানের নেতৃত্বে ফেনী ৩ আসনের এমপি জনাব মাসুদ চৌধুরীর চাচা মৌলভী জিয়াউল হকের লাশ দাফন-কাফনে অংশগ্রহণ করি ৷

তিনি বলেন, আমরা পিপিই ইত্যাদি পরিধানসহ সব ধরণের সাস্থ্য বিধি মেনেই কাজ সম্পন্ন করেছি ৷ দাফন করে আসার পর থেকে এ পর্যন্ত আমি পুরাপুরি সুস্থ আছি বলেও দাবি করেন মাওলানা নূরুল্লাহ ৷

এ বিষয়ে উক্ত মসজিদের মোতাওয়াল্লীর সাথে যোগাযোগ করা হলে, তিনি নিজেকে উক্ত মসজিদের মোতাওয়াল্লী হিসেবে স্বীকার করতে রাজি হননি। তবে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি ৷

মসজিদ কমিটির কোন দায়িত্বে আছেন কিনা? জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি তো ঐ মসজিদের নিয়মিত মুসল্লিও নয়। দেশ দুনিয়া নিউজের রিপোর্টারের পরিচয় দেয়ায় তিনি খুব বিব্রত বোধ করেন এবং তড়িঘড়ি করে লাইন কেটে দেন।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। সোনাগাজীর মত আলেম-উলামাবান্ধব উপজেলায় এ ধরণে আচরণ এবং হটকারি সিদ্ধান্ত কোন ক্রমেই মেনে নেয়া যায়না।



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/

0 Comments