লোহাগাড়ায় করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিয়েছে ‘লোহাগাড়া মানবতার দল’

রবিউল হোসেইন মানিক: (লোহাগাড়া প্রতিনিধি)

চট্টগ্রামের লোহাগাড়ায় মহামারী করোনায় মৃত ব্যাক্তিদের দাফনের দায়িত্ব নিয়েছে সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “লোহাগাড়া মানবতার দল”। সেচ্ছাসেবী এই সংগঠনের প্রধান পৃষ্টপোষক হলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক,চুনতির কৃতি সন্তান ফজলে এলাহী আরজু।

গত ১৫ জুন উপজেলার চুনতি ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা নুরুল আনোয়ার নুরুর দাফনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই সংগঠন। সংগঠন সূত্রে জানা গেছে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত তারা লোহাগাড়া উপজেলায় ৩ জনের মরদেহের দাফন সম্পন্ন করেছে। সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে লোহাগাড়া সর্বস্তরের মানুষের।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে ব্যপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

লোহাগাড়া উপজেলার যে কোন প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মৃত্যুবরণ করলেই তার দাফনের জন্য ছুটে যান এই সংগঠনের কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা দাফনের কাজ সম্পন্ন করেন। এই ব্যাপারে সংগঠনটির প্রধান,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান দেশ দুনিয়া নিউজকে জানানঃ জীবনের ঝুঁকি থাকা স্বত্বেও স্ত্রী ও মায়ের অনুপ্রেরণায়,রাজনৈতিক সিনিয়র ফজলে এলাহী আরজুর সহযোগীতায় এমন মহৎ কাজের অংশীদার হয়েছেন তিনি।

মানবিক দৃষ্টিকোণ থেকে করোনার এই ক্রান্তিলগ্নে নিজেকে মানবতার সেবক হিসেবে নিয়োজিত করতে পেরে গর্বিত বলে জানান ছাত্রনেতা মিজানুর রহমান মিজান।

করোনার ভয় থাকার পরেও সংগঠনে যোগদান প্রসঙ্গে লোহাগাড়া মানবতার দলের সিনিয়র সদস্য ও সদর ইউনিয়নের সামাজিক সংগঠন মজিদের পাড়া সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহাদত হোসেন মনজুর দেশ দুনিয়া নিউজকে জানানঃ মানুষ মানুষের জন্য। করোনায় মৃতদের দাফন-কাফনে সমাজ হর্তাকর্তারা এগিয়ে না আসা দুঃখজনক। তবে স্বাস্থ্যবিধি মেনে এই মহৎ কাজে নিজেকে নিয়োজিত করতে পেরে আনন্দিত আমি।

সংগঠনটির সফলতার জন্য এলাকাবাসীর কাছে সহায়তা চেয়েছে সংগঠনের সদস্যগণ।



source https://deshdunianews.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

0 Comments