এবার থামো হে কওমি তলাবা!

মাওলানা আবদুর রাজ্জাক:

আল্লামা জুনায়েদ বাবুনগরী হলেন, যুগের জুনায়েদ বাগদাদী। তিনি একজন শইখুল হাদিস। তিনি একজন সংগ্রামী মহান নেতা। তার অবস্থান মানুষের হৃদয়ে রাজ্যে। ইতিহাস তাকে হাজার বছর স্মরণ করবে। শত বছরেও তার মত কেউ জন্মিবে না।

প্রিয় তালিবে ইলম ভাইরা!
তোমরা তার যে সম্মান ও মর্যাদার কথা জানো, তা কি মুহতামিম হবার কারণে? না; তিনি কোন প্রতিষ্ঠানিক মুহতামিম হওয়া ব্যতিরেকেই এমন মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। যে মর্যাদা হাজার মুহতামিম মিলেও অর্জন করতে পারবে না।

প্রিয় তলাবারা!
মুজাদ্দিদে আলফে সানী, হাজী ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কী, আল্লামা কাসেম নানুতুবী, রশিদ আহমদ গাংগুহী, মাহমুদুল হাসান দেওবন্দী, শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মিরী, ইতিহাসের এসব মহান বীরগণ কি মুহতামিম ছিলেন? উল্লিখিত পূর্বসূরীদের যেমন আমরা স্মরণ করি, ঠিক আগামী প্রজন্ম জুনায়েদ বাবুনগরীকে সেভাবে স্মরণ করবে। আমি মনে করি জুনায়েদ বাবুনগরী এমন মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। এখন তার জন্য মুহতামিম এর পদ আর মানায় না। তিনি এখন মুহতামিমের পদের ঊর্ধ্বে। মনে রাখবে, ভেতর থেকে মানুষ এখন মুহতামিমের পদটিকে আর আগের মত মর্যাদা দেয় না।

প্রিয় তলাবারা!
আল্লামা বাবুনগরীকে মর্যাদা দিতে গিয়ে তোমরা এমন বোকামি করছ যে, তোমরা আল্লামা আহমদ শফীকে খাটো করছো। আমি তোমাদেরকে বেয়াদব বলবো না। আমি তোমাদেরকে বোকা বলবো। দেখো তোমাদের কারণে আজ ওই পাড়ার লোকেরা গোলাম আযমকে পর্যন্ত আল্লামা আহমদ শফীর উপর মর্যাদা দিচ্ছে। তোমরা যদি না থামো, তাহলে শুধু আহমদ শফী আর হাটহাজারী নয় বরং গোটা কওমি অঙ্গন পৃথিবীবাসীর কাছে ধিকৃত হচ্ছে।
আর কওমী অঙ্গন যদি নিন্দিত হয়ে যায়, না তোমাদের মর্যাদা বাকি থাকবে! না বাবুনগরীর মর্যাদা!

মনে রাখবে তোমাদের দেখাদেখি মওদুদী পাড়ার যারা আল্লামা আহমদ শফীকে নিয়ে বাজে মন্তব্য করছে তারা কিন্তু জুনায়েদ বাবুনগরীকেও ভালোবাসে না। শুধু ঘোলা পানিতে মাছ শিকার করছে অতএব এবার থামো।

লেখক: সম্পাদকদ, দেশ দুনিয়া নিউজ



source https://deshdunianews.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/

0 Comments