সর্বদলীয় ত্রাণ কমিটি গঠনের আহবান পীর সাহেব চরমোনাইর

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  অসহায় মানুষের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিসির নেতৃত্বে সর্বদলীয় ত্রাণ সমন্বয় কমিটি গঠনের আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, এ কমিটির মাধ্যমে তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ করলে অসহায় ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে খাদ্যসামগ্রী পৌঁছাবে। গতকাল এক বিবৃতিতে তিনি আরো বলেন, করোনা মহামারিতে সারা দেশে সাধারণ ছুটি থাকায় দরিদ্র, অসহায় ও মধ্যবিত্ত স্তরের মানুষ মানবেতর জীবন যাপন করছে। সেই অসহায় মানুষের ত্রাণ নিয়ে সরকারদলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না।



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/

0 Comments