মসজিদ কাঁদছে; এসো মসজিদের জন্য কাঁদি

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  আজ ভোর চারটায় গ্রামের বাড়ি থেকে নূরপুর মাদ্রাসার পথে যাত্রা শুরু করলাম। সিএনজি থেকে নেমে যখন ফেনী বড় মসজিদের সামনে দাঁড়ালাম, দেখলাম দুজন লোক মসজিদের বাহিরে বারান্দায় নামাজ পড়ছে। মসজিদের দুয়ারগুলো আটকানো। তখন সময় 05:12মিনিট।

দ্রুত সিএনজি করে যখন ‘পাবলিক হেলথ মসজিদে’ নামাজ পড়ার জন্য সিএনজি থেকে নামলাম। দেখলাম, একজন বারান্দায় নামাজ পড়ছে আর একজন অজু করছে। অথচ সময় তখন 5:20 মিনিট। কোর্ট মসজিদ এবং জহিরিয়া মসজিদের দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি।

গত শুক্রবার বায়তুল মোকাররমের জুমার নামযের দৃশ্য সবাই দেখেছেন। সেখানে মুসল্লীর চেয়ে সাংবাদিক ছিল বেশি। আমার অনেক তরুণ আলেম ভাইয়েরা স্ট্যাটাস দিয়েছেন যে, দশ জন মুক্তাদী নিয়ে তারা জুমার ইমামতি করেছেন তারা ‘আলহামদুলিল্লাহ’ বলে শোকরগুজারীও করেছেন। শোকরগুজারী কেন করেছেন তার জ্ঞান-বুদ্ধি কম হওয়ার কারণে আমি বুঝিনি। এমন দৃশ্য সারাদেশের সব মসজিদগুলোর না হলেও অধিকাংশ মসজিদের।

সরকারের গোলামী তো আমরা বিভিন্নভাবে করছি। এতে এত উৎসাহ-উদ্দীপনার কি আছে? ইসলামিক ফাউন্ডেশন এর দ্বিতীয় বৈঠকে ৮ শ্রেণীর মানুষকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, ৫জন আর দশজনের সিদ্ধান্ত তো হয়নি। তবুও ধর্ম মন্ত্রণালয় থেকে পাঁচজন আর দশজনের সিদ্ধান্ত আসার সাথে সাথে কাল বিলম্ব না করে সবাই সমর্থন জানিয়ে দিলেন! মুরুব্বিদের উপর আপত্তি নেই, আবেগ প্রকাশ করেছি মাত্র।
মুমিন-মুত্তাকী, নেককার মুসল্লিদের অনুপস্থিতি মসজিদের সহ্য হবার কথা নয়। প্রাণহীন বস্তু সমূহ আমাদের নিকট প্রাণহীন। মহান আল্লাহর কাছে সেগুলো প্রাণবন্ত। নিশ্চয়ই মুসল্লী শুন্য মসজিদগুলো কাঁদছে। তাই এসো বন্ধু! মসজিদের জন্য কাঁদি।

লেখক: মাওলানা আবদুর রাজ্জাক
বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক,
সম্পাদক দেশ দুনিয়া নিউজ



source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

0 Comments