দেশ দুনিয়া নিউজ
কবিতা: পাশে দাঁড়ান – ইব্রাহিম হাসান হৃদয়
পাশে দাঁড়ান
ইব্রাহিম হাসান হৃদয়
আসুন সবাই পাশে দাঁড়াই
গরীব দুঃখীর আজ,
করোনার এই প্রলয় যাদের
নিলো কেড়ে কাজ।
দুর্যোগের এই লকডাউনে
রাখুন তাদের খোঁজ,
কর্ম বিহীন যাদের চুলায়
রান্না হয়না রোজ।
আছেন যত টাকার মালিক
পাননি ক্ষুধার জ্বালা,
এগিয়ে আসুন তারা সবাই
খুলেন মনের তালা।
দেশ দরদি আছেন যারা
বাড়ান দানের হাত,
ক্ষুধা নিয়ে কারো যেনো
আর না কাটে রাত।
আসুন সবাই সাধ্যমতো
দাঁড়াই তাদের পাশে,
গরীব দুঃখীর করলে সেবা
খোদার আরশ হাসে।
আরো পড়ুন: কবিতা: আমরা যখন মানুষ ছিলাম
কবিতা: পাশে দাঁড়ান – ইব্রাহিম হাসান হৃদয়
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9/
0 Comments