দেশ দুনিয়া নিউজ
কবিতা: ত্রাণের হিডিক – শহীদুল ইসলাম মামুন
ত্রাণের হিডিক
শহীদুল ইসলাম মামুন
দেশ আতঙ্ক করোনাতে আজ
পৃথিবীও গেছে থমকে,
মৃত্যু মিছিল বেড়েই যাচ্ছে
দেখছেনা আপনজনকে।
সারাদেশে করোনা আতঙ্কে
করছে সচেতনতা
তিন মুঠো ভাত নিত্যদিন
পাচ্ছে না এ জনতা।
মহামারীতে ত্রাণ দিচ্ছে
সরকার ও ধনাঢ্য জনতা
মন্ত্রী বলেন করোনার চেয়ে বেশি
আমাদের ক্ষমতা।
ভয় না করে সাহস দিয়ে সবাই
করোনা করবো জয়
তাই সবাইকে সতর্ক হতে বলছি
পাবেননা কো ভয়।
ত্রাণের নামে প্রায়ই চলছে
ছবি তোলার কাজ
সামান্য ত্রাণেও ছবি তুলে যায়
নেই একটুও লাজ।
ডান হাতে করিও দান
বাম হাত যেন না জানে
এ কথাটা বলেন তো ভাই
আজ কয়জনে মানে?
সামান্য এ ত্রাণ দিয়ে ভেবো না
হয়েছো দানশীল
রবের সন্তুষ্টিতে করলে দান
তবে তুমি বীর।
দান করে যাও গভীর রাতে
কেউ যেন না জানে
যাহা চাইবে পাবে তাহা
আল্লাহ্ আছেন আপনশানে।
কবিতা: ত্রাণের হিডিক – শহীদুল ইসলাম মামুন
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6/
0 Comments