দেশ দুনিয়া নিউজ
দেশ দুনিয়া নিউজ সম্পর্কে পাঠকের অভিমত -৩
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ফেনী সরকারী কলেজ এর শিক্ষার্থী মুহাম্মদ আবদুল আলী ফেসবুক পাতায় দেশ দুনিয়া নিউজ সম্পাদক এর ভূয়সী প্রশংসা করেন এবং পোর্টাল সম্পর্কে তার অভিমত ব্যক্ত করে যা বললেন পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো:
Best Wishes for Desh Dunia News, ২০১২ সালে SSC পরীক্ষা শেষে যখন আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য হয়েছি তখন থেকে যার রাজনৈতিক চিন্তাধারা আমাকে প্রভাবিত করেছে, তিনিই লক্ষ লক্ষ ছাত্র ও যুবকের আইডল, দেশের সমসাময়িক ঘটনা নিয়ে বিদগ্ধ লেখক ও গবেষক, “No Awami No BNP, ISLAM is the Best”সহ বহু গ্রন্থের প্রণেতা, আপাদমস্তক একজন সংগঠক ও শিক্ষাবিদ, মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক সাহেব সম্পাদিত (মার্চের প্রথম দিকে) চালু হওয়া অনলাইন ভিত্তিক একটি নিউজ পোর্টাল দেশ দুনিয়া নিউজ।
আলহামদুলিল্লাহ! স্বল্প সময়ে স্বল্প পরিসরে গঠিত হলেও পাঠক মহলে তথা জনমনে ব্যাপক সাড়া পাচ্ছে। উক্ত নিউজ পোর্টালের প্রতিটি কলামের View, Like, Comment & Share সংখ্যা আশা জাগানিয়া। এতে দেশের অভ্যন্তরীণ খবরাখবর ছাড়াও আন্তর্জাতিক মানের কিছু নিউজ আপডেট প্রকাশিত হয়। এটি যেন ইসলাম, দেশ ও মানবতার মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ। নিখুঁত সংবাদ, প্রতিবেদন, প্রতিবাদ, প্রতিরোধ ও সঠিক পরিকল্পনায় দেশ ও দুনিয়ার তথ্য পরিবেশনের মাধ্যমে এর আগামীর পথচলা সুন্দর ও সুপ্রশস্ত হোক এবং এ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করছি।
পরিশেষে বলতে চাই- All scholars (Aalem-Olama) should come forward in the media.
দেশ দুনিয়া নিউজ সম্পর্কে পাঠকের অভিমত -৩
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-3/
0 Comments