দেশ দুনিয়া নিউজ
শত শত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভোমরা দিয়ে ভারত থেকে ফিরেছেন
দেশ দুনিয়া নিউজ: রিয়াজ উদ্দীন ;চট্টগ্রাম
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে শত শত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। এতে সাধারণ মানুষের মধ্যে করোনো আতঙ্ক বাড়ছে। অন্যদিকে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন আড়াই থেকে তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
ভোমরা ইমিগ্রেশন পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১২৭ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এ সংখ্যা শনিবার ছিল ১০৪।
এছাড়া গত ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে ১ হাজার ৬৫৪ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছে। যাদের প্রায় সবারই বাড়ি এ জেলায়।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার জানান, ভারতে লকডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে যেতে পারছেন না। সেদেশের ইমিগ্রেশন এ ব্যাপারে খুবই কঠোর। অথচ ভারত থেকে বাংলাদেশিরা প্রবেশ করতে পারছে। তিনি আরো জানান, প্রতিদিনই জেলার প্রতিটি থানায় আগতদের তালিকা পাঠানো হচ্ছে। তারা যাতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকে সে ব্যাপারে নির্দেশনাও দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, ভারত থেকে বর্তমানে যারা বাংলাদেশে প্রবেশ করছে তাদের সরকারিভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হোক। কারণ হোম কোয়ারেন্টিনে থাকার কথা বললেও তারা বাড়ি গিয়ে তা মানছেন না। এটা করতে ব্যর্থ হলে সাতক্ষীরার মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ হুমকির মধ্যে পড়তে পারে।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা এনাম হোসেন জানান, গত ২৫ মার্চ থেকে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। আমদানি-রফতানি বন্ধ হওয়ার কারণে প্রতিদিন বাংলাদেশ সরকার আড়াই থেকে তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে।
শত শত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভোমরা দিয়ে ভারত থেকে ফিরেছেন
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f/
0 Comments