দেশ দুনিয়া নিউজ
করোনা আগামী বিশ্বের জন্য বহুবিধ কল্যাণ বয়ে আনবে
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মহান রাব্বুল আলামীন পবিত্র কালামে পাকে সূরা আল-বাকারার ১৫৫ নং আয়াতে মানব মন্ডলী কে উদ্দেশ্য করে বলেছেন, “এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জান-মালের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দিন ধৈর্যধারণ কারিদের। ”
সূরা নাহল -এর ৪৫ ও ৪৬ নং আয়াতে বলেছেন,”যারা জঘন্য খারাপ ষড়যন্ত্র করে, তারা কি এ বিষয়ে ভয় করে না যে, আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন কিংবা এমন জায়গা থেকে তাদের কাছে আযাব আসবে, যা তারা ধারণাও করতে পারবে না! কিংবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবেন, তারা তা প্রতিহত করতে পারবে না।”
পবিত্র কালামে পাকের এসব আয়াত মনে হয় যেন বর্তমান প্রেক্ষাপটে নাযিল হয়েছে।
আমরা পৃথিবীর মানুষ একেবারেই বেপরোয়া হয়ে গিয়েছিলাম। পৃথিবীর কিছু প্রতাপশালী রাষ্ট্র এবং জাতি তো ভাবতে শুরু করেছিল; তারাই সর্বময় ক্ষমতার অধিকারী; পৃথিবীবাসীকে নিয়ন্ত্রণের অধিকার একমাত্র তাদেরই।
তারা জঘন্য ষড়যন্ত্র এবং চক্রান্ত করে গোটা পৃথিবীবাসীকে তাদের গোলামে পরিণত করতে চেয়েছে। আমরা তৌহিদবাদী মুসলিমরাও চরম গাফেল হয়ে গিয়েছি। আমরাও বস্তুতান্ত্রিক পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার গোলামী করাকেই আমাদের সফলতা ও ভাগ্যোন্নয়নের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছি।
অতএব আমার কাছে মনে হয় বর্তমান মুহূর্তে আমাদের মুসলমানদের জন্য করোনার মত একটি কঠিন পরীক্ষা এবং পুঁজিবাদী বস্তুতান্ত্রিক বিশ্বের জন্য একটি প্রলয়ঙ্করী ঝাঁকুনি আগামী বিশ্বের জন্য বহুবিধ কল্যাণ বয়ে আনবে।
বরং বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক, সামাজিক, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা চরম প্রতিকূলতার মুখে পড়লেও সাময়িক কিছু ইতিবাচক প্রবণতাও ফুটে উঠেছে।
ইতিবাচক প্রবণতা গুলো হলো-
১। মানুষ এখন অন্যকে ধ্বংসের জন্য নয় বরং নিজেকে রক্ষার জন্য ব্যস্ত।
২। অর্থ, অস্ত্র, ক্ষমতা এবং শক্তি যে মানুষকে সুরক্ষা দিতে পারে না, তা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
৩। পৃথিবীর প্রায় ৯০ ভাগ সামাজিক পাপাচার বন্ধ হয়ে গেছে।
৪। নাইট ক্লাবগুলো বন্ধ হয়ে গেছে।
৫। বেশ্যালয়গুলো খদ্দের শূন্য।
৬। মদের বার গুলোতে মশা-মাছিও উড়ে না।
৭। মধ্যপ্রাচ্যের শায়েখদের শিশাবার গুলো তালাবদ্ধ।
৮। বিশ্বের কোথাও সিনেমা হল বা নাট্যশালা খোলা নেই।
৯। কোথায়ও নাচ-গানের আসর জমে না।
১০। জুয়া বা ক্যাসিনোর আড্ডাখানাও নেই।
১১। ফ্যাশন শোর নামে নারী দেহের প্রদর্শনীও বন্ধ।
১২। রাস্তাঘাটে, পার্কে নষ্টামি বন্ধ।
১৩। অবাধ যৌনাচারও নেই বললেই চলে।
২৪। সবগুলো রাষ্ট্র সামরিক খাতের বাজেট কমিয়ে স্বাস্থ্যখাতে ব্যাপকভাবে বৃদ্ধি করছে।
২৫। ইউরোপের কৌলিন্য ধসে পড়েছে।
২৬। সাম্রাজ্যবাদী মার্কিনিদের নেতৃত্ব হুমকির মুখে পড়েছে।
২৭। সমুদ্র বিচ গুলোতে বেলেল্লাপনা বন্ধ হয়েছে।
২৮। মানুষ পরিবার ও সংসার মুখী হতে বাধ্য হয়েছে।
২৯। তথাকথিত নিউ ওয়ার্ল্ড অর্ডার – এর স্বপ্ন চুপসে গেছে।
৩০। গ্লোবাল ভিলেজ এর ধারণাও হুমকিতে পড়েছে বরং স্বতন্ত্র ও শক্তিশালী রাষ্ট্রচিন্তা আরো প্রবল হয়েছে।
৩১। চায়নারা অবাধে বন্য জীবজন্তু, সাপ-বিচ্ছু ও শিয়াল-কুকুর খাওয়া থেকে ফিরে এসেছে।
৩২। কয়েক শত বছর পর স্পেন ও ইতালির অলিতে-গলিতে প্রকাশ্যে আযানের আওয়াজ উচ্চারিত হয়েছে।
৩৩। বিশ্বের প্রতাপশালী রাষ্ট্রপ্রধানরাও নিজেদের দুর্বলতা স্বীকার করে মহান সৃষ্টিকর্তাকেই সর্বময় ক্ষমতার মালিক হিসেবে ঘোষণা করছে।
৩৪। অনেক দেশ অন্যায় ভাবে কারাবন্দীদের কে দলে দলে মুক্তি দিচ্ছে।
৩৫। অনেক ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা নিজেদের অক্ষমতা প্রকাশ করতে গিয়ে জনগণের সামনে চোখের পানি ঝরাচ্ছে।
৩৬। সম্পদ এবং ক্ষমতার জোরে মানুষে মানুষে বৈষম্যের প্রাচীর সৃষ্টি করলেও মহান প্রভুর কাছে যে সবাই সমান, বিশ্ববাসী তা উপলব্ধি করছে।
করোনা ভাইরাস যত দীর্ঘায়িত হবে বিশ্বে এই ইতিবাচক বিষয়গুলো আরো প্রবল, শক্তিশালী এবং মানবজাতির জন্য ফলপ্রসূ হবে।
সবচেয়ে বড় বিষয় হলো, করোনা ভাইরাস এর কারণে মোমিন মুসলমানরা বেশী বেশী তওবা করার সুযোগ পেয়েছে এবং অতীত পাপাচারের জন্য কান্নাকাটি করে মহান রবের নৈকট্য প্রত্যাশা করছে।
অতএব করোনায় শুধু অকল্যাণই নয়, মানব জাতির জন্য কল্যাণও রয়েছে।
লেখক: গাজী আতাউর রহমান
যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ
আরো পড়ুন : বাংলাদেশের মিডিয়াগুলো ভারতের হাতে জিম্মি: গাজী আতাউর রহমান
করোনা আগামী বিশ্বের জন্য বহুবিধ কল্যাণ বয়ে আনবে
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/
0 Comments