সংবিধান: কাউকে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না

দেশ দুনিয়া নিউজ
সংবিধান: কাউকে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

সংবিধানের অনুচ্ছেদ ৩৫(৫) এ বলা আছে “কাউকে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না “
কোনটা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড?
উত্তর ‘জানিনা’।

সুনাগরিকের জন্য যে কোন ‘দন্ড’ই লাঞ্ছনাকর। সমাজভেদে নিষ্ঠুরতা আর অমানুষিকতার মাত্রার ভিন্নতা দেখা যায়। আমাদের দেশে পুলিশ আসামীর কলার ধরে নিয়ে যায়। সভ্য দেশে এটা কল্পানাও করা যায় না। আমাদের কাছে পুলিশের এই কাজ তেমন একটা লাঞ্ছনাকর মনে হয় না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনী মানুষকে বিভিন্ন অপরাধে কান ধরে উঠবস করিয়েছে। দেখে মনে হয়েছিল ‘ সেনাবাহিনী কত মানবিক! এই লোকটাকে বুটের লাথি না দিয়ে শুধু কান ধরে উঠবস করিয়েছে!’
ফৌজদারী কার্যবিধিতে বেত্রাঘাতের (whipping)কথা বলা আছে।

এখানে কিন্তু পুলিশের বেত্রাঘাতের কথা বলা হয়নি, আদালতের বেত্রাঘাতের কথা বলা হয়েছে। এটা অন্যান্য শাস্তির মত একটা শাস্তি। অন্য শাস্তি যেমন পুলিশ দিতে পারে না এই শাস্তিও পুলিশ দিতে পারে না। সাক্ষ্য বিচারের ভিত্তিতে আদালত এই শাস্তি দিলে তা কার্যকর হবে। কার্যকর করার আগে ডাক্তারের সার্টিফিকেট নিতে হবে যে এই লোক বেতের বাড়ি খাওয়ার মত অবস্থায় আছে! পুলিশের বেতের বাড়ির কথা কোথায় আছে জানি না। হতে পারে ‘শক্তি প্রয়োগ করে অপরাধ দমন’ ধারণা থেকেই পুলিশের বেতের বাড়ির উৎপত্তি। কিন্তু সেটাও কিছুক্ষেত্রে সর্বশেষ পদক্ষেপ হিসেবে। রাস্তায় দেখামাত্রই পাছায় বেতের বাড়ি কোথাও নাই। আমরা এটা খেয়ে অভ্যস্থ হয়ে গেছি। খারাপ লাগেনা যেহেতু পাছার দাগ দেখা যায় না।

আমাদের দেশে প্রচলিত সকল শাস্তিকে মনে হয় মানবিক,আরামদায়ক ও সম্মানজনক মনে করে অনুচ্ছেদ ৩৫(৬) এ সুরক্ষা দেয়া হয়েছে। অন্যকথায়, প্রচলিত শাস্তি নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর হলেও তা অনুচ্ছেদ ৩৫(৬) অনুযায়ী চোখ বন্ধ করে উপভোগ করতে হবে যেহেতু সংবিধান বলেছে…!

লেখক: আবদুল্লাহ আল জাহিদ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সংবিধান: কাউকে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না
deshdunianews



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1/

0 Comments