Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক::   করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ,অসহায় ও দিনমজুর মানুষের মাঝে পীর সাহেব চরমোনাই’র নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “ঈদ উপহার” বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। গত (২১ মে) বুধবার জামালপুর শহরের বিভিন্ন স্পটে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে পোলাউ এর চাল, সেমাই, চিনি, গুড়া দুধ ও স্যাভলন সাবান সহ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড জামালপুর জেলা শাখার সভাপতি মাও.ক্বারী মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি সালেহ আহমাদ, সাধারণ সম্পাদক মুফতি মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাসুম মুশফিক,ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুহা.আশেক মাহমুদ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ। এ বিষয়ে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আশেক মাহমুদ বলেন, “
কে এম হুমায়ুন কবির: বাংলাদেশের বর্তমানে আলোচিত সমালোচিত এক নাম; ত্রাণ চোর। চাল চোর,ডাল চোর,তেল চোর এ তালিকাভুক্ত। বর্তমানে স্বসম্মানে অনেকেই সামিল হচ্ছে ত্রাণচোরের মিছিলে। বর্তমানে সাধারণ জনগন মনে করেন জনপ্রতিনিধিই মানেই ত্রাণচোর। যার পাওয়ার যত বেশি তার চুরির ক্ষমতা তত বেশি। তবে সব জনপ্রতিনিধি ত্রাণ চোর বিষয়টা এরূপ নয়। সমস্ত ত্রাণচোর জনপ্রতিনিধি তবে সমস্ত জনপ্রতিনিধি ত্রাণচোর নয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল,ডাল আর তেল চুরির খবর পাওয়া যাচ্ছে। মাটি খুঁড়ে চালের খনি, খাটের নিচে তেলের খনি,শুধু খনি আর খনি। বর্তমান করোনা সংকট তৈরি না হলে বুঝাই যেত না বাংলাদেশে এত খনি আছে। শুধু তাই নয়, বর্তমানে গুগলে ‘চ’ লেখার সাথে সাথে চালচোর চলে আসে। গুগলেরও বুঝতে বাকি নেই যে আমরা চাল চোরই খুঁজছি। করোনা সংকটের শুরুর দিকে করোনা রোগি থেকে চালচোরের সংখ্যা বেশি ছিল। কিন্তু বেচারা চোরেরা শেষ পর্যন্ত করোনার সাথে পাল্লা দিয়ে উঠতে পারেননি। এই ত্রাণচোরদের নিয়ে আমার দুটি প্রশ্ন। ১. করোনা সংকটেই ত্রাণচোরের উদ্ভব নাকি পূর্বেও ছিল? ২. ত্রাণচোরির জন্য কারা দায়ী? এবার প্রশ্ন্ দুটি নিয়ে আলোচনা করা যাক। ১. করোনা
দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্ম সচিব মুহা. খায়রুল আলম শেখ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতিতে দেশের তামাক কোম্পানিগুলোকে উৎপাদন, সরবরাহ ও বিপণন করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিশেষ অনুমতিপত্র প্রত্যাহারের কথাও বলা হয়। চিঠিতে বলা হয়েছে, তামাককে করোনার সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে এর ব্যবহার নিরুৎসাহিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে। কারণ ধূমপানের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ এবং কাশিজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনা সংক্রমণে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন গবেষণায় দেখা যায়, অধূমপায়ীদের তুলনায় করোনায় আক্রান্ত ধূমপায়ীদের মৃত্যুঝুঁকি ১৪ গুণ বেশি। ইতোমধ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সাময়িকভাবে সিগারেট ও তাম
চট্টগ্রাম বায়তুশ শরফ দরবারের পীর সাহেব হযরত মাওলানা কুতুব উদ্দিন বার্ধক্যজনিত কারণ ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বৎসর। বুধবার (২০ মে) বিকেল ৫টায় ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন একমাত্র ছেলে মাওলানা বেলাল উদ্দিন। মরহুম পীর সাহেব হুজুর ১ ছেলে, ৫ মেয়ের জনক। আল্লামা কুতুব উদ্দিন গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতাবোধ করলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যের আবনতি হলে বুধবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আল্লামা কুতুব উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান। এছাড়া অসংখ্য মাদরাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ac-
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বাগেরহাট শহরের বিভিন্ন স্পটে পথশিশু ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা। মঙ্গলবার (১৯ মে) এ বিতরণ কার্যক্রম করেন ইশা ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা। জেলা সভাপতি মুহাম্মাদ আলী বলেন, করোনা বিপর্যয়ের শুরু থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সার্বিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষদের পাশে ছিলো আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, কোভিড-১৯ সৃষ্ট বিপর্যয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা উচিত। তাহলে ভাগ্যাহত হতদরিদ্র মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আলীর নেতৃত্বে ঈদবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মু. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক মু. রিয়াজুল ইসলাম সহ থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ। source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87/
কি হলো অর্জন ইব্রাহিম হাসান হৃদয় বিদায়ের পথে সিয়ামের মাস কি হলো অর্জন, পাপের সাগরে এখনো বুঝি আছে সেই গর্জন। এই মাসেতে না পাও ক্ষমা আছে তবে অভিশাপ, করবে ক্ষমা প্রভু তোমায় হোক যত অতি পাপ। ফুরিয়ে যাওয়ার আগে বেলা খোলো তুমি দানের হাত, সিয়াম সাধনার এই মাসেতে গুছবে তবে আধাঁর রাত। শবে কদর করো তালাশ এই মাসেতে সবে, খোদার প্রিয় বান্দা তুমি পারবে হতে তবে। source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%be/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নানাবিধ আপদ-বিপদ ও মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। সবরকম বিপদ-আপদ থেকে হিফাজতে থাকার কলা-কৌশল, দোয়া, জিকির-আজকার কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। মেঘের গর্জন, ঝড় তুফান ও অধিক বৃষ্টির অনিষ্ট থেকে হিফাজত থাকারও রয়েছে দোয়া। নিম্নে তা তুলে ধরা হলো- মেঘের গর্জনে পঠিতব্য দোয়া- ক. হজরত আব্দুল্লাহ ইবন যুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং কুর`আন মাজীদের এই আয়াত তিলাওয়াত করতেন- سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، والـمَلائِكَةُ مِنْ خِيْفَتِهِ উচ্চারণ : সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রা`দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি অর্থ : পাক-পবিত্র সেই মহান সত্তা- তাঁর প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা, সভয়ে। (মুয়াত্তা) খ. হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গেই এই দোয়া করতেন- اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِغَضَبِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ উচ্চারণ-