Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রোববার মোবাইলে ফোন করে বাইডেনকে অভিনন্দন জানান বুশ। জর্জ ডব্লিউ বুশ বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল একেবারেই সুষ্ঠু। আর এই নির্বাচনের ফলাফলও স্পষ্ট। তিনি বলেন, বাইডেন নিঃসন্দেহের একজন ভালো নেতা হবেন। তবে বুশ এ কথাও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াই ও ভোট পুনর্গণনা চাওয়া অধিকার আছে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন। তবে তাঁর রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনকে অভিনন্দন জানানোর কাজ সেরে ফেললেন। এক বিবৃতিতে বুশ বলেছেন, যদিও আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তা সত্ত্বেও আমি মনে করি, জো বাইডেন ভালো মানুষ হবেন। তিনি দেশকে নেতৃত্ব দেয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ জিতেছেন। তিনি ডেমোক্র্যাট হিসেবে লড়লেও তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমি প্রে
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আবুল হোসেন, সিলেট প্রতিনিধিঃ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্তকৃত) গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি দল তাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে। ২৮ দিনের মাথায় কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট পিবিআই’র পুলিশ সুপার খালেকুজ্জামান। তিনি জানান, পিবিআই একটি দল কানাইঘাট এলাকায় যাচ্ছে। জানা যায়, পুলিশ হেফাজতে ১১ অক্টোবর নগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ মারা যাওয়ার ঘটনায় এসএমপির এসআই আকবরসহ ৪ জনকে সাময়িক বহিস্কার ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ ও টিটু দাস। প্রত্যাহার হওয়া তিনজন হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। দেশ দুনিয়া নিউজ /
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজডেস্কঃ আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেট প্রকাশ বৈধ বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে একশত টাকা করে জরিমানা করেছেন আদালত। এ ধরনের রিট করে আদালতের সময় নষ্ট করার জন্য এ জরিমানা করা হয়েছে। তবে এ জরিমানার প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। প্রতিবাদ স্বরূপ জরিমানার ২০০ টাকা পরিশোধ করতে ১ টাকা করে দিচ্ছেন তারা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে রাখা বক্সে সাধারণ আইনজীবীরা টাকা রেখে প্রতীকী প্রতিবাদ জানান। যে কবিতা ফেসবুকে শেয়ার করার জন্য আদালত অবমাননার রুল জারি করা হয়েছে, বক্সের গায়ে সেই কবিতা সেঁটে দেওয়া হয়েছে। এর আগে রোববার আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের গেজে
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরই শুরু হয়েছে গণনা। ২০১১ সালে দেশটিতে সেনা শাসনের অবসান হওয়ার পর এটাই মিয়ানমারের দ্বিতীয় সাধারণ নির্বাচন। নির্বাচনে লাখ লাখ ভোটার ভোট দিয়েছেন। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। রোহিঙ্গা সংকটের কারণে বহির্বিশ্বে সু চির ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও নিজ দেশে তিনি সমান জনপ্রিয়। ফলে রোহিঙ্গা সংকট নিয়ে নীতিগত পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্লেখ্য মিয়ানমারে ৩ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও মানুষ ভোট দিতে বের হয়েছিলেন। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালাই। এটি করোনার হটস্পট বলে চিহ্নিত। রোববার সেখানে ভোটকেন্দ্রের বাইরে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। করোনার সংক্রমণ প্রতিরোধে তাদের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের নিয়ম মানা হয়নি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার মিয়ানমারে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনা ছাউনিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনা সদস্যসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বন্দুকধারীরা নগরীর আল-রাদওয়ানিয়া এলাকায় চারটি গাড়িতে করে এসে হামলাটি চালায় বলে সোমবার দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটি আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে। এর আগে রোববার সকালে ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। ওই দমন অভিযানের জবাবে ওই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন। উল্লেখ্য ২০১৪ সালে ইরাকে আইএসের উত্থান ঘটে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় কিছু বড় শহর সেই সময় তাদের দখলে চলে যায়। ২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএসকে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6%e
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন। নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮) এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফঁড়ির এসআই মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও বাসের সুপারভাইজার নিহত হয়। আহত হয় অন্তত পাঁচজন। নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন। নির্বাচনের আগে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশকিছু নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। আর নির্বাচনে জয়ী হয়ে প্রথম দিনেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৩টি দেশের ওপর ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৭ সালে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। পরে আরও কয়েকটি দেশের ওপর এ নির্দেশ জারি করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বেশিরভাগই আফ্রিকার।’ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার। এসব মুসলিম প্রধান দেশের উপর ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই বাতিল করবেন বলে জানিয়েছেন। গত অক্টোবরে জো বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে সকল ঘৃণা দূর