Posts

দেশ দুনিয়া নিউজ: অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ কথিত ‘ রাজনৈতিক ইসলাম ’ নিয়ন্ত্রণের অজুহাতে ‘বিদেশি অর্থে নিয়োগকৃত’ দেশটির বেশ কিছু ইমামকে বহিষ্কার এবং কিছু মসজিদ বন্ধ করার যে ঘোষণা দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন শুক্রবার এক টুইট পোস্টে অস্ট্রীয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান। টুইট পোস্টে তিনি বলেন, ‘অস্ট্রিয়া যে খোঁড়া অজুহাতে সাতটি মসজিদ বন্ধ করার এবং ইমামদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, তা ইসলামবিরোধী, বর্ণবাদী এবং বৈষম্যমূলক।’ তিনি ভিয়েনার বিরুদ্ধে ‘আদর্শিক অভিযোগ অনুশীলনে’র অভিযোগ এনে বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন। ‘ইসলামফোবিয়া (ইসলামভীতি) ও বর্ণবাদকে স্বাভাবিক করার প্রচেষ্টা’ যেকোনো পরিস্থিতিতেই প্রত্যাখ্যান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে চার জন নিহত হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করে। এর পরই দেশটির চ্যান্সেলর মসজিদ বন্ধ এবং ইমামদের বহিষ্কার কর
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: চিত্র বিচিত্র ডেস্কঃ ভারতে টয়লেটের পানি দিয়ে ফুচকার তেঁতুল পানি তৈরি করেছেন এক ব্যবসায়ী। এরপর গণপিটুনির শিকার হয়েছেন ফুচকাওয়ালা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে কোলাপুরে স্থানীয় এক ফুচকা বিক্রেতার ছবি ধরা পড়েন ক্যামেরায়। দেখা যায় এলাকার একটি শৌচাগার থেকে ফুচকার গাড়িতে ও পাত্রতে পানি ভরছেন তিনি। এই ছবি হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে প্রচুর লোক জড়ো হয়ে যায় এলাকায়। ওই ফুচকা বিক্রেতাকে ঘিরে ধরে মারধর, ভাঙচুর চালায় উত্তেজিত লোকজন। কোলাপুরের রাঙ্কালা লেকের পাশে ফুচকা নিয়ে বসতেন ওই বিক্রেতা। ওই ফুচকা বিক্রেতার গাড়িটির নাম ‘মুম্বাইকে স্পেশাল পানিপুরি ওয়ালা।’ এলাকায় তার ফুচকা যথেষ্ট পরিচিত ও জনপ্রিয়। ফলে শৌচাগার থেকে পানি মেশানোর ওই ছবি ভাইরাল হতেই রোষে ফেটে পড়েন এলাকার মানুষরা। ওই ফুচকা বিক্রেতার উপর চড়াও হয়ে তার ফুচকার গাড়ি ভেঙে দেয় কিছু ব্যক্তি। এরপর পুলিশ গিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, সেই ফুচকা বিক্রেতা নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তবে টয়লেটের পানি ব্যবহারের সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজডেস্কঃ ফেসবুকে বিচারপতি নিয়ে বিরূপ মন্তব্য করায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও একজন বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জের রিটের রুল শুনানিতে আদালত অবমাননার রুল জারি করলেন। উল্লেখ্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে লাইভে এসে আলোচিত হন। Source source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বিনোদন ডেস্কঃ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে অশ্লীল ভিডিও শুটের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বলিউডের অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পান্ডে। শেষ পর্যন্ত ২০ হাজার রুপি জরিমানা দিয়ে জামিন পেলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গোয়ার কঙ্কনার চাপোলিতে অশ্লীল ভিডিও শ্যুটের অভিযোগে সম্প্রতি পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি। এফআইআর দায়েরের পরপরই গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। পুনমকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেট জনতার একাংশ। পরে নগদ ৪০ হাজারের বিনিময়ে পুনম পান্ডে এবং তার স্বামী শ্যাম বম্বের জামিন মঞ্জুর করা হয়। এক একজনের ২০ হাজার করে নগদের বিনিময়ে জামিন পান পুনম-শ্যাম। এছাড়া সৈকতে নগ্ন হয়ে দৌড়ানোর দায়ে অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৫৫ বছরের মিলিন্দের বিরুদ্ধে অভিযোগ ভারতের গোয়ায় সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়নো ও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার। এখনও পর্যন্ত মিলিন্দের তরফে মামলা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। Source source https://deshdunianews.com/%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজডেস্কঃ মাদক মামলায় পাঁচ বছরের দণ্ডিত আসামি মতি মাতবর জেলে নয়, থাকবেন পরিবারের সঙ্গে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। দেড় বছর ধরে তিনি থাকবেন প্রবেশন অফিসারের অধীনে। পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আসামির করা রিভিশনের শুনানি নিয়ে রোববার (৮ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এমন একটি রায় দিয়েছেন। পরিবারের সঙ্গে থাকতে রায়ে কয়েকটি শর্ত বেধে দেয় আদালত। সেগুলো হলো- ৭৫ বছরের বৃদ্ধ মায়ের যত্ন নিতে হবে, মেয়ে-ছেলেদের লেখাপড়া চালিয়ে নিতে হবে, নির্ধারিত বয়সের আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এসব শর্ত না মানলে তাকে ফের কারাগারে যেতে হবে। উল্লেখ্য আসামি মতি মাতবরের কাছ থেকে ৪১১ এবং অপর একজন আসামির কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে ২০১৫ সালের ২৩ নভেম্বর ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার বিচার শেষে ২০১৭ সালের ৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিম আদালত তাদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন। ২০ মাস কারাভোগের পর হাইকোর্টে জামিন আবেদন করেন মতি। Source source https://deshdunianews.com/%e0%a6%ae
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ায় আগামী বছরই জানুয়ারি মাসে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন পুতিন। এমনটাই জানানো হয়েছে যুক্তরাজ্যভত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। তবে এ খবর প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ‘সুস্থ আছেন’ এবং ব্রিটিশ গণমাধ্যম ‘আজগুবি’ কথা বলেছে। পেসকভ আরো বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা বা পরিকল্পনা পুতিনের নেই। রাশিয়ার প্রেসিডেন্ট পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে তিনি শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমগুলো খবর দিয়েছিল। উল্লেখ্য লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেইল পত্রিকা এক প্রতিবেদনে লিখেছিল, মস্কোর নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিন নিজের সম্ভাব্য পার্কিনসন রোগের কারণে আগামী জানুয়ারি মাসেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। এর আগে গত সপ্তাহে খবর বেরিয়েছিল যে, রাশিয়ায় এমন একটি আইন তৈরি করা হচ্ছে যার ফলে ভ্লাদিমির পুতিন আজীবন সিনেটরের মর্যাদা লাভ করবেন। Source sourc
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশ দুনিয়া নিউজডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। রোববার (৮ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষায় সকল ধরণের ব্যবস্থা নিচ্ছে সরকার। সকাল সাড়ে ১০টায় বিজিবি সদর দপ্তরে এয়ার উইং উদ্বোধনের এই আয়োজনে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দিয়েছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময়, বাহিনীতে সংযুক্ত নতুন দু’টি এমআই সেভেন্টি ওয়ান-ই মডেলের হেলিকপ্টারের উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। ২টি হেলিকপ্টার উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। আজকে থেকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী। তিনি বলেন, বিজিবিতে