Posts
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ক্ষমতালিপ্সার জন্য সরকার সাংবাদিকদের মুখ বন্ধ করতে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদ্রোহের মামলায় গতকাল সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীকে বুধবার গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত-বিবেচনাহীন। অন্ত:হীন ক্ষমতালিপ্সার জন্য এরা প্রতিবাদী সাংবাদিকদের মুখ বন্ধ করতে বেপরোয়া হয়ে উঠেছে। তাই প্রতিবাদী সাংবাদিক, নির্ভীক লেখক ও অকুতোভয় গণতন্ত্রকামী বরেণ্য সাংবাদিকদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের খেলায় মাতোয়ারা হয়ে গেছে। সাংবাদিকদেরকে গ্রেপ্তার দু:শাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ। তিনি বলেন, রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করতে আরও একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদের চেহারা কী বিভৎস রূপ ধারণ করবে সেটিরই একটি কুনজীর ...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সন্দিপের হজরতের বিশিষ্ট খলিফা কারী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরার জামিয়া কাসেমুল উলূম মরজাল মাদরাসার পাশে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আল্লামা শাহ আহমদ শফি রহ. এর খলিফা ও সন্দিপের হজরতের জামাতা মুফতি ওমর ফারুক সন্দিপী এ তথ্য নিশ্চিত করেছেন। আজ আছরের নামাজের পর নিজের প্রতিষ্ঠিত জামিয়া কাসেমুল উলূম মরজাল মাদরাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ সভাপতি আরও জানান, ১৯৭৪ সালে সন্দিপ মাদরাসায় পড়া-লেখা শুরু করে। তিনি সন্দিপের হজরতের প্রিয় ছাত্র ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগের পর তিনি সন্দিপের হজরতের কাছে সুলুকের কাজ করেছেন এবং হজরতের কাছে খেলাফত পেয়েছেন। সন্দিপের হজরতের নির্দেশ তিনি নরসিংদীর রায়পুরায় জামিয়া কাসেমুল উলূম মাদরাসা প্রতিষ্ঠা করেন। সন্দিপের হজরতের অন্যতম ৬জন খলিফার একজন কারী হাবিবুর রহমান। অন্যতম ৬ খলিফার মধ্যে ৪জন ইন্তেকাল করেছেন বলে জানান তিনি। ...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সম্প্রতি ফ্রান্সে ক্লাসে হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। বুধবার প্যারিসের সরবনে ইউনিভার্সিটিতে নিহত ঐ শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, তাকে (স্যামুয়েল প্যাটি) হত্যা করা হয়েছে কারণ ‘ইসলামপন্থী’ উগ্রবাদীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবো না। এদিকে শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যার ঘটনার আরো দুজন কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ এবং ১৫ বছর বয়সী ওই দুই কিশোর শিক্ষক স্যামুয়েল প্যাটির সন্ধান দেওয়ার জন্য কাজ করেছেন বুধবার জানিয়েছেন ফ্রান্সের ‘সন্ত্রাসবিরোধী’ প্রসিকিউটর জ্যান-ফ্রাঙ্কোয়েস রিকার্ড। এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। গত শুক্রবার প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামকে অবমাননা করায় হত্যা করেছিল এক তরুণ। শিক্ষকের ...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের বামনী নদীর তীর-সংলগ্ন ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পরে জোয়ারের পানিতে লাশ ভেসে নদীর তীরবর্তী ধানখেতে চলে আসে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি আজ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওসি জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের মধ্যে কেউ লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। Source source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ফেনীর দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম পিয়েল (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনিরুল ইসলাম পিয়েল উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মুন্সি বাড়ির মো. আলমগীরের ছেলে। দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে নোয়াখালী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পিয়েল। ফেনী-মাইজদী মহাসড়কের দাগনভূঞার সেবারহাট বাজার সংলগ্ন স্থানে তার মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। S...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের একটি নাইটক্লাবে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গুলিতে জখম একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কয়েক ঘণ্টা পরেও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার সময় কমপক্ষে ৩০ জন ছিলেন ওই নৈশক্লাবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্দুকবাজদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌন ১০টা নাগাদ হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা হয়। হিউস্টন পুলিশের কম্যান্ডার ক্যারোলেটা জনসন জানান, নৈশক্লাবের শুটিংয়ে এ পর্যন্ত তিন জন মারা গিয়েছেন। চতুর্থ জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের ধারণা, কমপক্ষে ২ জন বন্দুকবাজ ছিল। তবে, হামলাকারীদের সম্পর্কে বিশদ তথ্য এখনও পুলিশের কাছে নেই। ঘটনার সময় ওই নৈশক্লাবে থাকা কেড ট্রামেল নামে এক ব্যক্তি সংবাদ সংস্থার কাছে দাবি করেন, তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগে পর্যন্ত ৭ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‘গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনওরকমে নিজেদের রক্ষা করি। তার পর, পড়িমরি আমরা দুই বন্ধু নাইটক্লাব থেকে...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেলে মৃত ঘোষণার পর কবরস্থানে দাফন করতে গিয়ে নড়েচড়ে উঠা শিশু মরিয়ম আজ বুধবার রাত সাড়ে ১১টায় মারা গেছে। শিশুটির বাবা ইয়াসিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেলের এনআইসিইউ’তে ভর্তি ছিলো শিশুটি। তার অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিলো বলে জানিয়েছিলো চিকিৎসকরা। মৃত্যুর আগে ওই নবজাতকের নাম রাখা হয়ে ছিল মরিয়ম। Source source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97/